Land Registration BD

দলিল রেজিস্ট্রিতে ভূমি উন্নয়ন কর (খাজনা) এর রশিদ দাখিল সংক্রান্ত পরিপত্র

দলিল রেজিস্ট্রিতে ভূমি উন্নয়ন কর (খাজনা) এর রশিদ দাখিল সংক্রান্ত পরিপত্র

গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকার

নিবন্ধন পরিদপ্তর

১৪ আব্দুল গণি রোড, ঢাকা।

পরিপত্র

ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২১/১০/২০০৯ খ্রি: তারিখের ৬ষ্ট বৈঠকে খাজনা খারিজ ব্যতীত আমমোক্তারনামা দলিল অনুযায়ী জমি রেজিস্ট্রি না করনের যে সিদ্ধান্ত গৃহীত ও কার্যকর হইয়াছে তদালোকে এখন হইতে সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত সকল দলিলের ক্ষেত্রে খাজনার রশিদ যাচাই পূর্বক উহার কপি অফিসে সংরক্ষণের জন্য বলা হইল।

ভূমি মন্ত্রনালয়ের স্নারক নং- ভূ:ম:/শা-৯/(নামজারী) (সকল জেলা)/ ৫১/০৮-৯ তারিখ: ১৩/০১/২০১০ খ্রি: এবং আইন ও বিচার বিভাগের স্নারক নং- আর-৬/১এম-১৩/২০০৯/৪৪৭ তারিখ: ২৬/০৭/২০১০ খ্রি: এর অনুগমনে নিবন্ধন পরিদপ্তরের ০৫/০৮/২০১০ খ্রি: তারিখের নিপ/নিয়োগ/রেজি:শা:-১/১৭২৩৭ (৬১) নং স্নারকে প্রেরীত পত্রের মর্ম অনুসারে প্রশাসনিক ও জনস্বার্থে অত্র পরিপত্র জারী করা হইল

স্বাক্ষরিত
(মুন্সী নজরুল ইসলাম)
মহা-পরিদর্শক, নিবন্ধন (চলতি দায়িত্ব)
 নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।

স্মারক নং- নিপ/রেজি: শা:-৫/২০০০২ (৭৭) তারিখ: ২৭/১২/২০১১ ইং

অনুলিপি সদয় জ্ঞাতার্থে প্রদান করা হইল:-

  1. মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়,  বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
  2. মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, ভূমি মন্ত্রনালয় ঢাকা।
  3. মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়,  বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
  4. মাননীয় সচিব মহোদয়ের একান্ত সচিব, আইন ও বিচার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

অনুলিপি জ্ঞাতার্থে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনার্থে প্রদান করা হইল:-

৫-১০। রেজিস্ট্রি অফিস সমুহের পরিদর্শক, ……বিভাগ, নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।

১১-৭১। জেলা রেজিস্ট্রার….. (সকল)।

৭২-৭৬। শাখা প্রধান, রেজিস্ট্রেশন শাখা-………, নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।

৭৭। গার্ড ফাইল।

স্বাক্ষরিত
তারিখ: ২৭/১২/১১
(মুন্সী নজরুল ইসলাম)
মহা-পরিদর্শক, নিবন্ধন (চলতি দায়িত্ব)
নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।

Md. Shahazahan Ali

1 comment

  • Online a jodi jomir kor dita partam toba vlo hoto vumi ofice giya kor dita problem hoy. Tara record file khojta somoy nai.tai bolam jno vumi kor sobai k online korar sojuge daya hoi…

error: Content is protected !!