Last Updated on 01/05/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
সারা দেশে পুরোপুরি ভাবে অনলাইনে খারিজ/মিউটেশন বা নামজারি কার্যক্রম চালু হয়েছে। অনলাইনে খারিজ/মিউটেশন বা নামজারির জন্য নিচের লিংকে ক্লিক করে আবেদন করতে হবে।
অনলাইনে খারিজ/নামজারি/মিউটেশনের ফরম পূরণের জন্য এখানে ক্লিক করুন।
After online kharij how much day will get result.
নামজারীরে দাগ ভুল হলে কীভাবে সংশোধন করতে হবে?
নামজারিতে ভুল হলে ৩০ দিনের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) এর নিকট ‘রিভিউ’ এর আবেদন করতে হবে। ৩০ দিনের বেশি হলে বিলম্বের করণ উল্লেখ করে রিভিউ আবেদন করা যায়।
Ami amar flater namjari korte chai ki kivabe korb?
এই লিংকে নামজারি পদ্ধতি দেয়া আছে। এখানে ক্লিক করে জেনে নিন।
নামজারির টাকা কোথায় পাঠাব?
আমাদের বাড়ীর জায়গা সি এস এবং এস এ খতিয়ানে ছিল। ১৯৮৮ সাল পর্যন্ত খাজনা দেয়া ছিল। পরবর্তিতে আর এস খতিয়ানে নাম ছিল না এবং খাজনা দেয়া যায়নি। ২০০৯ সালে দিয়ারা পর্চায় আমাদের নাম আসে এবং ঐ সময় আমাদের নামে আর এস খতিয়ান বের করা হয়। আমরা ২০১১ সালে ১৯৮৮ সাল থেকে ২০১১ পর্যন্ত খাজনা দিয়েছি। কিন্তু বর্তমানে খাজনা দিতে গেলে খাজনা নিচ্ছে না এবং বলা হচ্ছে আমাদের জমি রেজিশটার্ড না। অফিসিয়াল রা বলছে এই দাগে আমাদের জমি পুরোটা নেই এখন। উনারা বলছে শুধুমাত্র ২ শতাংশ জমি রেজিস্ট্রি করে খাজনা দেয়া যাবে। এই অবস্থায় কি করা যায় ?
আমাদের বাড়ীর জায়গা সি এস এবং এস এ খতিয়ানে ছিল। ১৯৮৮ সাল পর্যন্ত খাজনা দেয়া ছিল। পরবর্তিতে আর এস খতিয়ানে নাম ছিল না এবং খাজনা দেয়া যায়নি। ২০০৯ সালে দিয়ারা পর্চায় আমাদের নাম আসে এবং ঐ সময় আমাদের নামে আর এস খতিয়ান বের করা হয়। আমরা ২০১১ সালে ১৯৮৮ সাল থেকে ২০১১ পর্যন্ত খাজনা দিয়েছি। কিন্তু বর্তমানে খাজনা দিতে গেলে খাজনা নিচ্ছে না এবং বলা হচ্ছে আমাদের জমি রেজিশটার্ড না। অফিসিয়াল রা বলছে এই দাগে আমাদের জমি পুরোটা নেই এখন। উনারা বলছে শুধুমাত্র ২ শতাংশ জমি রেজিস্ট্রি করে খাজনা দেয়া যাবে। এই অবস্থায় কি করা যায় ?
নামজারি ফি, কোর্ট ফি, কোথায় কিভাবে পরিশোধ করবো?
আপনার এলাকায় অনলাইনে পরিশোধের সুবিধা না থাকলে সেক্ষেত্রে সহকারী কমিশনার (ভূমি) এর অফিসে গিয়ে নামজারি ফি পরিশোধ করুন এবং ডিসিআর গ্রহণ করুন।
অনলাইন আবেদন করেছি কিন্তুু কোন এস এম এস পাইনি। এখন কিভাবে এডিট করতে পারবো। আর পেমেন্ট কি হিয়ারিং এর দিন দিব নাকি কিভাবে দিব একটু জানালে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ, মঈন উদ্দীন
অনলাইনের আবেদন ফি কি বিকাশ দিয়ে দেওয়া যাবে?
Online e কোন ঠিকানায় বা কোন wed adresses e পাঠাব?
এখানে ক্লিক করে আবেদন করেও পারবেন।
আমার একটা জমি ভুলে ৬২ বা ৮০র রেক্রড ধরেনি
আপনার প্রশ্নটি স্পষ্ট নয়।
আপনি এখানে ক্লিক করে ফেসবুক গ্রুপ ‘মাটির পাঠশালা’ য় গিয়ে প্রশ্নটি লিখুন।
ভূমি অফিস ৩শতাংশ জমি নাম জারি খতিয়ান করতে গেছি লাম ৮০০০টাকা চাইছে আচ্ছা খারিজ করতে কি এতো টাকা লাগে
আমি আমার বাবার একমাত্র সন্তান।তিনি মৃত্যুর আগে কিছু জমি আমার নামে নামজারি করে দিয়ে গেছেন।একটি জমি এখনও নামজারি হয়নি।সেটা নামজারি করতে কি কি কাগজপত্র লাগবে?
নামজারি ফি বিকাশ এর মাধ্যমে কোন নম্বরে পাঠাতে হবে এবং কত ফি, কিভাবে
আমার জমির নাম জারি কতটুকু হয়েছে তা কিভাবে চেক করবো
আমি একটি জমির খারিজ করতে চাই কত দিন লাগবে,, বা,,খারিজ ছাড়া দলিল হবে কি
আচ্ছা ভাইয়া পূর্বে যার নামে জমি খারিজ করা ওনি বেতিতকি জমি খারিজ করা যাবে না??? বা যদি এমন হয় উত্তরাধিকারী সূত্রে পাওয়া যেমন বাবা যদি মারা যায় এবং সন্তানের নামে যদি যায়গা খারিজ না করে দিয়ে যায় তবে পরবর্তিতে সন্তান কি জায়গা নিজের নামে খারিজ করতে পারবে???
Ma abon 2 sele meye owarish. Puro shompoti ma e name kharis korte chai. Eita ki vabe Kora jabe?
Amra dada mara jaoar age amader vai der name property diye jay.. ekhetre jomi mutation korte hole ki sobar eksathe mutation korar process ta ki, r cost koto hote pare kindlu janale khub upokrito hotam.
একটি জমি কেনা হয়েছে কোম্পানির পক্ষে চেয়ারমান এর নামে। কিন্তু নামজারি হয়েছে উক্ত চেয়ারমান এর নামে। এখন কোম্পানির মালিক তার ছেলে। এখন এই জমি কি এওয়াজ পরিবর্তন করে কোম্পানি অথবা নতুন মালিকের নামে নামজারি প্রয়োজন আছে নাকি নেই? অন্য কোন উপায় আছে কি? ধন্যবাদ।
নামজারীর আবেদন করার কতদিন পরে মোবাইলে এসএমএস পাওয়া যাবে?
আমি ঢাকায় তৃতীয় তলার একটি ফ্ল্যাট ক্রয় করেছি, নামজারি করেছি, কিন্তু নামজারি খতিয়ানে আমার তৃতীয় তলার ফ্ল্যাটটি উল্লেখ নেই, এখন আমার করনীয় কি?জানালে খুব উপকৃত হবো
টাঙ্গাইলের পৌরসভার চার শতাংশ জমি খারিজ করতে কত টাকা লাগতে পারে একটু বলবেন please.
১১৭০ টাকা।
amar baba awaz bodol kore jomi dolil koreshe amar babar name record hoyecha kinto amar baba mara goyeche jomita ki nam jari korte hobe naki.na amnetei khajna dewa jabe doya kore janaben
আপনার মৃত বাবার জীবিত সকল ওয়ারিশ মিলে একটা বন্টননামা দলিল রেজিস্ট্রি করে নামজারি করে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করুন।
I live in abroad at the moment. I’ve just received the the namzari documents but I have noticed that they have put wrong password number which is one digit wrong . What should I do in that case ?
আমির আলি তার জন্য অই
খারিজ করতে কত টাকা লাগে
প্রতি কাটা কত করে
আমার বাবা অনেক আগে গ্রামে ১০ শতক জমি ক্রয় করেছে কিন্তু পরে খারিজ করতে গেলে আমার বাবাকে বলে এই জমি খ দাগ এই কথা বলে আমার বাবার কাছ থেকে ভূমি অফিসার ২০ হাজার টাকা নিয়েছে, আমরা বাবা, লেখা -পড়া নাজায় টাকা দিয়ে দিছে, আমি জানতে চাই খ দাগ বলতে কি কিছু আছে?
এবং পরবর্তীতে কি আমাদের কোন সমস্যা হইবে কি?
আসসালামু আলাইকুম। আমার জমির অনলাইন নামজারির জন্য আবেদন করার সময় মৌজার নাম খুঁজে পাচ্ছি না। এমতাবস্থায় করণীয় কি? এমন কি আমি জেএল নাম্বার দিয়েও খোঁজ করেছি।
জরিপ চলাকালিন সমায়ে আমার দাদা
বেচে ছিলেননা সে মারাগেছেন আমার আবাবা তখন
সিসু তাদের আর কোনো সখ্যাম শিক্ষাত লোকছিলনা
তাই আমার অন্যো দাদা আমার দাদার ভাই চালাকি কোরে
আমার বাবার নামে রেকর্ড খতিয়ান না কোরে তিনি
তার নিজের নামে সব জমিন সম্পতি লিখে নিয়েছেন
সুদু আমাদের বসদ বাড়ি টুকু বাদে সবলিখে নিয়েছে
আজ থেকে প্রায়ে ৬০ বসর আগে এখন এমত
অবস্তায়ে আমাদের করনিও কি এখন কিকরলে
আমরা আমাদের জমিনফিরে পেতেপারি পরামর্শ
পেলে খুসিহতাম আইন গত কি বেবস্তা নেয়াজয়ে