উইল দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য

Last Updated on 11/08/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

উইল দলিলের রেজিস্ট্রি খরচ নিম্বরূপঃ–

রেজিস্ট্রেশন ফিঃ– ২০০ টাকা (সি-ফিস)

স্ট্যাম্প শুল্কঃ প্রযোজ্য নয় (দলিলটি কার্টিজ পেপারে লিখতে হবে।)

 

এছাড়া উইল দলিল রেজিস্ট্রি করতে যা যা লাগবে-

১। ৩০০ টাকার স্টাম্পে হলফনামা।

২। ই- ফিঃ- ১০০ টাকা।

৩। এন (ঢ)- ফিঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা

৪। নকলনবিশগনের পারিশ্রমিক এনএন (ঢঢ) ফিসঃ- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা

 

মন্তব্যঃ-

১। সকল প্রকার ফি নগদে রেজিস্ট্রি অফিসে জমা করতে হবে।

২। সরকার নির্ধারিত হলফনামা ৩০০ টাকা মূল্যমানের স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।

৩। মোট সম্পত্তির এক তৃতীয়াংশের বেশি উইল করা যায় না।

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

2 comments

error: Content is protected !!