Last Updated on 25/05/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪(২)-এ ‘রিটার্ন দাখিলের প্রমাণক’ এর সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে বলা হয়েছে, “রিটার্ন দাখিলের প্রমাণ” বলিতে বুঝাইবে-
(ক) রিটার্ন দাখিলের প্রত্যয়ন বা প্রাপ্তি স্বীকার পত্র;
(খ) করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সংবলিত সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট; বা
(গ) করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সংবলিত উপকর কমিশনার কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়ন।
Add comment