Last Updated on 08/01/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
বর্তমানে অনলাইনে ভূমি খারিজ বা নামজারি (Mutation) করা হচ্ছে।
ভূমি খারিজ বা নামজারি (Mutation) করার জন্য এই লিংকে ক্লিক করে অনলাইনে ফরম পূরণ করুন।
ম্যানুয়েল পদ্ধতিতে ভূমি খারিজ বা নামজারি (Mutation) এর জন্য নিম্ন-লিখিত ধাপ বিদ্যমান ছিল।
- সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন দাখিল। (ভূমি অফিসের নির্ধারিত ফরমে অথবা www.minland.gov.bd এই ওয়েবসাইট থেকে বিনামূল্যে ফরম ডাউনলোড করে ব্যবহার করা যায়)।
- সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক সরেজমিন তদন্তের জন্য আবেদনটি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ।
- ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক প্রস্তাব/প্রতিবেদন সহকারী কমিশনার (ভূমি) অফিসে প্রেরণ।
- সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক সংশ্লিষ্ট পক্ষগণকে শুনানীর জন্য নোটিশ প্রদান।
- নোটিশ প্রাপ্তির পর যাবতীয় মুল কাগজ-পত্র সহ আবেদনকারী কর্তৃক শুনানীতে অংশ গ্রহন।
- সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক আদেশ প্রদান।
জমি-জমা ও দলিল রেজিস্ট্রি সংক্রান্ত সকল তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
I wan to kharij my land
খারিজ করাব?
কত খরচ হবে???
খারিজের মোট খরচ ১১৭০ টাকা। টাকা পরিশোধ করে ডিসিআর নিন। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
10 ta dolil ar namjari cost =1170*10=11700ata cost lakbe Naki na 1170taka lakbe
একই মৌজা হলে দলিল যতগুলো হোক না কেন ১১৭০ টাকা লাগবে।
আপনার পরবর্তী প্রশ্ন নিচের ফেসবুক গ্রুপে লিখতে পারেন, উত্তর পাবেন।
https://www.facebook.com/groups/400165940533813/
10*1170=11700taka 10ta dolil namjari korte na ki Sudu 1170taka lakbe kunta sotik
Amar namjari Kora lakbe 10ta dolil ase Akon ki 10*1170=11700taka lakbe na ki Sudu 1170taka lakbe kunta sotik
4 sotok jaiga kharij korte koto tk lagbe
মোট-১১৭০ টাকা।
আপনার পরবর্তী প্রশ্ন নিচের ফেসবুক গ্রুপে লিখতে পারেন, উত্তর পাবেন।
https://www.facebook.com/groups/400165940533813/
My mother has aplot in uttara. but she could not find her mutition paper. whwt to do?
My mother has a plot in uttara but lost her mutation paper. what to do ? pls advice.
মিউটেশন করতে deed দলিল লাগবে কিনা?
Deed অর্থ দলিল। প্রশ্নে আপনি কি বুঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়। আপনি এখানে ক্লিক করে ফেসবুক গ্রুপ “মাটির পাঠশালায়” প্রশ্ন করতে পারেন। উত্তর পাবেন।
how to pay mutation application fee by bkash
How do pay e-namejari free
How do pay e-namejari free
আমার ক্রয়সূত্রে জমি “খ” তফসিল ভুক্ত, তাই আমার নাম কোনো খাজনা আসে . আমার নাম খাজনা আন্তে কি করণীয়. আমি সকল বছরের খাজনা পরিশোধ করে নামজারি করতে চাই.