Last Updated on 15/09/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা হয় এমন সকল দলিলের নমুনা এখানে পাওয়া যাবে। নমুনা দলিল দেখে কোন দলিল কিভাবে লিখতে হয়, কোন কোন তথ্য লাগে ইত্যাদি সম্বন্ধে ধারণা পাওয়া যাবে। দলিল রেজিস্ট্রিতে কি কি লাগে তা আগে থেকে জানা থাকলে আপনার কাজ সহজ হবে। ভালভাবে দলিল প্রস্তুতের জন্য একজন দক্ষ দলিল লেখক অথবা বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন।
সাফ কবলা (ক্রয়-বিক্রয়) দলিলের নমুনা দলিল পেতে এখানে ক্লিক করুন।
অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) দলিলের নমুনা দলিল পেতে এখানে ক্লিক করুন।
দানপত্র দলিলের নমুনা দলিল পেতে এখানে ক্লিক করুন।
হেবার ঘোষণাপত্র দলিলের নমুনা দলিল পেতে এখানে ক্লিক করুন।
Add comment