Last Updated on 08/05/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
অধ্যায় ৯
শপথ পাঠ ও নথিভুক্তিকরণ
১০৫। সাধারণত শপথ পাঠ করানো হইবে না।- নিবন্ধন আইনের বিধানে কোন ব্যক্তিকে পরীক্ষা। করাকালে শপথ পাঠ করানো বাধ্যতামূলক নহে; ইহা আবশ্যক হইলে বা অন্যথায় উহা প্রত্যেকটি নির্দিষ্ট ঘটনার বিষয়বস্তু দ্বারা নির্ধারণ হইবে। যেইক্ষেত্রে কোন ব্যক্তিকে শপথ পাঠ করানো হয়, সেইক্ষেত্রে তাহার বক্তব্য একটি ভিন্ন কাগজের ফর্দে লিখিয়া রাখিতে হইবে এবং তাহাকে পড়িয়া। শুনাইতে হইবে, এবং উহাতে তাহার স্বাক্ষর গ্রহণের পর এইরূপ বক্তব্য পর্যায়ক্রমিকভাবে নম্বরযুক্ত হইবে এবং একটি নথিতে একত্রে বাঁধাই করিতে হইবে।
১০৬। সাক্ষ্য লিপিবদ্ধকরণের টীকা।- সাক্ষ্য রেকর্ড করা হইয়া থাকিলে দলিলে, এই মর্মে একটি টীকা লিপিবদ্ধ করিতে হইবে এবং উহা রেজিস্টার বহির যে ভলিয়মে দলিলটি নকল করা হইয়াছে উহার ডান মার্জিনে লিপিবদ্ধ করিতে হইবে; বা যদি নিবন্ধন অগ্রাহ্য করা হইয়া থাকে, তাহা হইলে ২ নং রেজিস্টার বহিতে অনুরূপ একটি টীকা লিপিবদ্ধ করিতে হইবে।
Add comment