Last Updated on 07/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
দলিল বাতিল করার পদ্ধতিঃ
কয়েক প্রকারের দলিল আছে, যেগুলো সম্পত্তি হস্তান্তরের দলিল নয়, যেমন- বায়নাপত্র দলিল, পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) দলিল, উইল দলিল, অছিয়ত দলিল, চুক্তিপত্র দলিল রেজিস্ট্রি অফিসে “… বাতিলকরণ দলিল” রেজিস্ট্রির মাধ্যমে সংশ্লিষ্ট দলিলের পক্ষগণ সকলের সম্মতিতে একত্রে দলিল সম্পাদনের মাধ্যমে বাতিল করতে পারেন। সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন দলিল যেমন, সাফ কবলা, দানপত্র, হেবার ঘোষণাপত্র, হেবাবিল এওয়াজ ইত্যাদি দলিল রেজিস্ট্রি অফিসে “…বাতিলকরণ দলিল” রেজিস্ট্রি করে বাতিল করা যায় না। আইনগত ও যৌক্তিক কারণে বাতিলের প্রয়োজন হলে আদালতে মোকদ্দমা দায়ের করে বাতিলের উদ্যোগ গ্রহণ করতে হয়।
এমনিভাবে রেজিস্ট্রিকৃত জাল দলিল বাতিলের ক্ষমতা সাব-রেজিস্ট্রার এর নেই। জাল দলিল বাতিলের ক্ষমতা আদালতের উপর ন্যস্ত করা হয়েছে। তাই দলিল জাল হলে জাল দলিলটি বাতিলের জন্য আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে।
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৩৯ ধারায় রেজিস্ট্রিকৃত দলিল বাতিলের পদ্ধতি লেখা রয়েছে। এ ধারা মোতাবেক, যে কোন ব্যক্তি যার বিরুদ্ধে লিখিত চুক্তি বাতিল কিংবা বাতিলযোগ্য, যার যুক্তিসঙ্গত সম্ভাবনা আছে যে, সেরূপ দলিল যদি অনিস্পন্ন অবস্থায় ছেড়ে দেয়া হয়, তবে তার গুরুতর ক্ষতির কারন হবে; তবে সে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য ঘোষনার জন্য মোকাদ্দমা দায়ের করতে পারে এবং আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে উক্ত রূপে রায় প্রদান করতে পারেন ও চুক্তিটি বাতিল করার নির্দেশ দিতে পারেন।
তবে যদি কোন দলিল রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ অনুসারে রেজিস্ট্রিকৃত হয়ে থাকে (অর্থাৎ বালাম বহিতে নকল বা কপি হয়ে থাকে), তবে আদালত এরূপ ডিক্রীর একটি কপি সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে প্রেরন করবেন। আদালতের আদেশ প্রাপ্তির পর সংশ্লিষ্ট কর্মকর্তা, দলিলটি রেজিস্টার বইয়ের যে পৃষ্টায় নকল হয়েছে সেখানে বিলুপ্তির বিষয়ে টীকা লিপিবদ্ধ করবেন।
কোন রেজিস্ট্রিকৃত দলিল আদালতে জাল বা কপট পরিচয় প্রদানকারী ব্যক্তির মাধ্যমে রেজিস্ট্রিকৃত হয়েছে মর্মে ঘোষিত হলে, সংশ্লিষ্ট আদালত হতে ডিক্রির নকল প্রাপ্তির পর রেজিস্ট্রি অফিসে সংশ্লিষ্ট রেজিস্টার বহিতে নকলের মার্জিনে এবং প্রাপ্তি সাপেক্ষে দলিলটিতেও উক্ত বিষয়ে একটি টীকা লিপিবদ্ধ করতে হবে।
ওয়ারিশাকে কম দিয়ে দলিল করেছে কিভাবে বাতিল করতে হবে
পিতা বিক্রি করে মারা গেছেন ,রের্কডে সমান সমান হার আসায় ছেলে মেয়েরা আবার খারিজ করে বিক্রি করেছ ,এখন ছেলে মেয়ের বিক্রিত দলিল বাদ করতে হবে, যানালে উপকিত হব’
বিক্রিত দলিল কেন বাদ করতে চান, বিস্তারিত লিখুন।
আদালতে যদি উপযুক্ত প্রমাণ দিতে পারি তাহলে কি রেজিস্ট্রি করা দানপত্র দলিল বাতিল করা সম্ভব?
আমার বড় ভাই নিঃসন্তান, বাবা জীবিত কিন্তু ভাইকে কিছু জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছে, এখন ভাইয়ের মৃত্যুর পর বাবা চাচ্ছে জমির রেজিস্ট্রেশন বাতিল করতে, বাতিল করা কি সম্ভব..?
আসসালামু আলাইকুম।
স্যার আমার আব্বু জমি বিক্রি করেন,
কিন্তু গ্রহীতা এক দাগ বলে, দুই তফসিল দুটো দাগ বসিয়ে কৌশলে আব্বার সাইন নিছে বলে দলিল দেখাতে চাচ্ছে না, এখন আমার কি করার আছে? এক দাগের জায়গায় দেখিয়ে অন্য দাগ সহ বসিয়ে সৃজিত খতিয়ান সৃষ্টি হয়েছে গ্রহীতার নামে, আমি নথি বের করতে গিয়ে ১০পৃষ্ঠার দলিলে প্রায় ৭/৮ টির উপর স্বাক্ষর আছে, তাই স্বাক্ষর যাচাই করার কোন সিস্টেম আছে কিনা?
আমি মোঃ আব্দুল কুদ্দুস। আমি আমার বাবার কাছ থেকে ১২০ শতাংশ জমি ক্রয় করি। এবং আমার বাবা আমাকে 120 শতাংশ জমি দলিল করে দেন এবং পরবর্তীতে খারিজ করে দেন ও খাজনা দিয়ে দেন। কিন্তু পরবর্তীতে আমি যখন আমার বাবাকে জমিটি আমার নামে রেকর্ড করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অফিসে পাঠাই তখন আমার বাবা আমার নামে রেকর্ড না করে তার নিজের নামে এবং অন্যান্য ভাই বোন সহ আমার নামে 15 শতাংশ করে রেকর্ড করেন। এখন আমি কিভাবে জমিনের মালিকানা বুঝে পাবো একটু বললে উপকৃত হব।