দলিল রেজিস্ট্রিতে ভূমি উন্নয়ন কর (খাজনা) এর রশিদ দাখিল সংক্রান্ত পরিপত্র

দলিল রেজিস্ট্রিতে ভূমি উন্নয়ন কর (খাজনা) এর রশিদ দাখিল সংক্রান্ত পরিপত্র

Last Updated on 09/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকার

নিবন্ধন পরিদপ্তর

১৪ আব্দুল গণি রোড, ঢাকা।

পরিপত্র

ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২১/১০/২০০৯ খ্রি: তারিখের ৬ষ্ট বৈঠকে খাজনা খারিজ ব্যতীত আমমোক্তারনামা দলিল অনুযায়ী জমি রেজিস্ট্রি না করনের যে সিদ্ধান্ত গৃহীত ও কার্যকর হইয়াছে তদালোকে এখন হইতে সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত সকল দলিলের ক্ষেত্রে খাজনার রশিদ যাচাই পূর্বক উহার কপি অফিসে সংরক্ষণের জন্য বলা হইল।

ভূমি মন্ত্রনালয়ের স্নারক নং- ভূ:ম:/শা-৯/(নামজারী) (সকল জেলা)/ ৫১/০৮-৯ তারিখ: ১৩/০১/২০১০ খ্রি: এবং আইন ও বিচার বিভাগের স্নারক নং- আর-৬/১এম-১৩/২০০৯/৪৪৭ তারিখ: ২৬/০৭/২০১০ খ্রি: এর অনুগমনে নিবন্ধন পরিদপ্তরের ০৫/০৮/২০১০ খ্রি: তারিখের নিপ/নিয়োগ/রেজি:শা:-১/১৭২৩৭ (৬১) নং স্নারকে প্রেরীত পত্রের মর্ম অনুসারে প্রশাসনিক ও জনস্বার্থে অত্র পরিপত্র জারী করা হইল

স্বাক্ষরিত
(মুন্সী নজরুল ইসলাম)
মহা-পরিদর্শক, নিবন্ধন (চলতি দায়িত্ব)
 নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।

স্মারক নং- নিপ/রেজি: শা:-৫/২০০০২ (৭৭) তারিখ: ২৭/১২/২০১১ ইং

অনুলিপি সদয় জ্ঞাতার্থে প্রদান করা হইল:-

  1. মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়,  বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
  2. মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, ভূমি মন্ত্রনালয় ঢাকা।
  3. মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়,  বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
  4. মাননীয় সচিব মহোদয়ের একান্ত সচিব, আইন ও বিচার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

অনুলিপি জ্ঞাতার্থে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনার্থে প্রদান করা হইল:-

৫-১০। রেজিস্ট্রি অফিস সমুহের পরিদর্শক, ……বিভাগ, নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।

১১-৭১। জেলা রেজিস্ট্রার….. (সকল)।

৭২-৭৬। শাখা প্রধান, রেজিস্ট্রেশন শাখা-………, নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।

৭৭। গার্ড ফাইল।

স্বাক্ষরিত
তারিখ: ২৭/১২/১১
(মুন্সী নজরুল ইসলাম)
মহা-পরিদর্শক, নিবন্ধন (চলতি দায়িত্ব)
নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

2 comments

  • Online a jodi jomir kor dita partam toba vlo hoto vumi ofice giya kor dita problem hoy. Tara record file khojta somoy nai.tai bolam jno vumi kor sobai k online korar sojuge daya hoi…

  • বিগত ১৭ বছর আমার পরিবার ভূমি উন্নয়ন কর ( খাজনা ) প্রধান করে নাই, এখন আমি কি করতে পারি? জানালে আমি খুব বেশি উপকৃত হবো।

error: Content is protected !!