Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
সম্পত্তির উত্তরাধিকার বিষয়ে আমাদের হিন্দু সমাজে একটি ভুল ধারনা প্রচলিত আছে। সেটি হলো, মায়ের মৃত্যুর পর সকল ক্ষেত্রে মৃত মায়ের সম্পত্তির উত্তরাধিকার হিসাবে ছেলেদের চেয়ে মেয়েরা বেশী সম্পত্তি পাবেন, যা সঠিক সবক্ষেত্রে নয়।
দায়ভাগ আইন অনুসারে, হিন্দু ধর্মীয় মহিলারা সাধারণত: দুইভাবে সম্পত্তি অর্জন করে থাকেন।
- উত্তরাধিকার সূত্রে।
- স্ত্রীধন সূত্রে।
উত্তরাধিকার সূত্রে:
পিতা-মাতা কিংবা স্বামীর মৃত্যুর পর কোন হিন্দু মহিলা উত্তরাধিকার সূত্রে কোন সম্পত্তির মালিক হলে উক্ত মহিলার মৃত্যুর পর তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে তিনি সম্পত্তি যার নিকট থেকে পেয়েছিলেন, তার কাছে ফিরে যাবে এবং সেই ব্যক্তির জীবিত উত্তরাধিকারীগণ উক্ত সম্পত্তি পাবেন।
স্ত্রীধন সূত্রেঃ
হিন্দু ধর্মীয় কোন মহিলা উত্তরাধিকার ব্যতিত অন্য কোনভাবে (ক্রয়মূলে, দানপত্র মূলে, উপহার সামগ্রী ইত্যাদি) কোন সম্পত্তির মালিক হলে সেই সম্পত্তি হচ্ছে স্ত্রীধন।
স্ত্রীধন সাধারণত চার ভাবে অর্জিত হতে পারে।
- শুল্ক (এক ধরণের উপহার সামগ্রী)।
- যৌতুক (এক ধরণের উপহার সামগ্রী)।।
- অন্বধেয়ক (এক ধরণের উপহার সামগ্রী)।।
- অযৌতুক (ক্রয়মূলে ইত্যাদি)।
শুল্ক:
শুল্ক হচ্ছে কোন মহিলাকে স্বামীর বাড়িতে যাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করার জন্য ঐ মহিলা কর্তৃক প্রাপ্ত উপহার সামগ্রী। হিন্দু ধর্মীয় নিয়ম অনুসারে, কোন হিন্দু মহিলা মারা যাওয়ার পর তার শুল্ক সম্পত্তি নিম্নে উল্লিখিত পর্যায়ক্রমিক ভাবে মৃত্যের ওয়ারিশগণ প্রাপ্ত হবেন-
- ভ্রাতা
- মাতা
- পিতা
- স্বামী
এখানে উত্তরাধিকার হিসাবে একজনের অনুপস্থিতিতে তালিকায় উল্লিখিত অন্যজন সম্পত্তি প্রাপ্ত হবেন।
যৌতুক ও অন্বধেয়ক:
যৌতুক হল পিতা-মাতা কর্তৃক কন্যাকে বিবাহের সময় দেওয়া উপহার সামগ্রী। দায়ভাগ আইন অনুসারে পূত্র সন্তান থাকলে কন্যা সন্তান যেহেতু পিতার উত্তরাধীকার হিসেবে তার রেখে যাওয়া সম্পত্তি পান না, সেহেতু বিবাহের সময় পিতা তার কন্যাকে যৌতুক দিয়ে থাকেন। অবশ্য পুত্র সন্তান থাকলেও যৌতুক গ্রহণে কোন বাধা নাই। আর অন্বধেয়ক হল বিবাহের পরবর্তী সময় বিবাহিতা নারী কর্তৃক প্রাপ্ত উপহার।
কোন হিন্দু মহিলা যৌতুক বা অন্বধেয়ক সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলে পর তার রেখে যাওয়া যৌতুক বা অন্বধেয়ক সম্পত্তি নিম্ন উল্লিখিত ক্রমানুসারে তার জীবিত ওয়ারিশগণ পাবেন।
- কুমারী কন্যা।
- বাগদত্তা কন্যা।
- পুত্রবতী বিবাহিত কন্যা।
- বিবাহিত বন্ধ্যা কন্যা।
- পুত্র।
- দৌহিত্র।
- পৌত্র।
- প্রপৌত্র।
এভাবে ক্রমিকে উল্লিখিত একজনের অনুপস্থিতিতে অন্যজন সম্পত্তি প্রাপ্ত হবেন।
অযৌতুক:
অযৌতুক হল কোন হিন্দু মহিলা কর্তৃক শুল্ক, অন্বধেয়ক এবং যৌতুক ব্যতীত অন্য কোনভাবে অর্জিত সম্পত্তি (যেমন, ক্রয়সূত্রে ইত্যাদি)। কোন হিন্দু মহিলা মারা যাওয়ার পর তার রেখে যাওয়া অযৌতুক সম্পত্তি নিম্নে উল্লিখিত ব্যক্তিগণ পর্যায়ক্রমিক ভাবে পাবেন।
- পুত্র এবং কন্যা মিলিতভাবে।
- পুত্রবতী বিবাহিত কন্যা।
- পৌত্র।
- দৌহিত্র।
- বন্ধ্যা বিবাহিত কন্যা।
- সহোদর ভ্রাতা।
- মাতা।
- পিতা।
- স্বামী।
এখানে উত্তরাধিকার হিসাবে উল্লিখিত পূর্ববর্তী ব্যক্তির অনুপস্থিতিতে পরবর্তী ব্যক্তি সম্পত্তির উত্তরাধিকার হবেন।
সুতরাং দেখা যাচ্ছে যে, দায়ভাগ মতে হিন্দু সম্পত্তির উত্তরাধিকারের নিয়মে কিছু কিছু ক্ষেত্রে (যৌতুক ও অন্বধেয়ক) মায়ের সম্পত্তিতে মেয়েরা অগ্রাধিকার পায়, সব ক্ষেত্রে নয়।
পুত্র না থাকার কারণে স্বামী সম্পূর্ণ সম্পত্তি স্ত্রীর কাছে হস্তান্তর করেছে। এটি কোন প্রকার স্ত্রীধন? তার কন্যাও পুত্রহীন। এক্ষেত্রে তার মৃত্যুর পরে সম্পত্তির উত্তরাধিকারী কে হবেন?
মায়ের মৃত্যুর পর তার অযোওতুক সম্পওি দুই ছেলে ও এক মেয়ে (বিবাহিত পুএ সন্তান আছে) ১৮ কাঠা জমি কি ভাবে বন্টন হবে।
হিন্দু আইনে পুত্র থাকলে বাবার সম্পত্তি কি মেয়ে পায়?
পাবে না।
স্যার ডি এফ মোল্লার আইন গ্রন্থে দেওয়া আছে , স্ত্রীধনের অযৌতুক সম্পত্তি – ১৫৭ ধারায়
(১) পুত্র এবং কুমারী কন্যা মিলিতভাবে পাবেন।
জীমূতবাহনের দায়ভাগ এবং স্যার ডিএফ মোল্লার আইন বইটিতে – কোন স্ত্রী বিয়ের পরে পিতার কাছ থেকে দান ও উইল হিসেবে পেলে তাকে অন্বধেয়ক বলে। আর অন্বধেয়ক উত্তরাধিকারী হবেন-
১. কুমারী কন্যা
২. পুত্র
৩. বাগদত্তা কন্যা
৪.পুত্রবতী বিবাহিত কন্যা
পরে যৌতুকের ন্যায়
সূত্রঃ জীমূতবাহনের দায়ভাগ ও ডিএফ মোল্লা, ধারা- ১৫৬. আশা করি শুদ্ধ করে লিখবেন আর মানুষকে সঠিক তথ্য দিবেন-
৪ কন্যা, স্ত্রী, বোন, চাচাতো ভাই আছে সে ক্ষেত্রে বোন কি সম্পত্তি পাবে?? আর পেলে কত টুকু পাবে??
আমার দিদিমণির 4 কন্যা সন্তান। তবে কোনো পুত্র সন্তান নেই। কিন্তু ৪টি কন্যা সন্তানের মধ্যে ১টি সন্তান মৃত।
তবে সেক্ষেত্রে মৃত কন্যাসন্তানের পুত্র সন্তান কি সম্পত্তির অংশীদার হতে পারে কি???
মায়ের মৃত্যুর আগে পুত্রসন্তানের মৃত্যু হয়েছে। সম্পত্তিটি মায়ের নামে ক্রয়মূল্যে কেনা।মায়ের মৃত্যুর পরে ওই সম্পত্তিটি কি মৃত ছেলের স্ত্রী, কন্যা পাবে? না-কি মায়ের জীবিত সন্তানরা পাবে?
হিন্দু উত্তরাধিকার আইনে সৎ একমাত্র পুত্র কি মৃত বাবার সম্পত্তির অংশ পাবে
পুত্র ১ জন কিন্তু সৎ পুত্র বাকি ৩ মেয়ে (বাবা ২ টা মা একটা) কারোরই ডিভোর্স হয়নি
মৃত মায়ের সম্পওি মেয়েরা পাবে কিনা
মায়ের মৃত্যুর পর ছেলে না থাকলে মেয়ে কি সম্পত্তি পাবে
মায়ের ক্রয়করা জমি মারা যাওয়ার পরে, কে পাবে ছেলে না মেয়ে
ছেলে সন্তান না থাকলে মৃত্যুর পর ঐ ব্যক্তির সম্পত্তি বন্ঠন প্রক্রিয়ায় মেয়েরা কেমন হারে পাবে?
আমার ঠাকুরমা(আমার বাবার মায়ের মা)উপহার হিসেবে পাওয়া সম্পত্তির মালিক। আমার ঠাকুরমার এক মেয়ে এবং পাঁচ ছেলে।সেক্ষেত্রে অন্বধেয়ক হিসেবে সম্পত্তির মালিক আমার দিদিমণি (আমার বাবার মা)।বর্তমানে আমার দিদিমণি মৃত। সেক্ষেত্রে আমার বাবা কি উক্ত সম্পত্তির মালিক হবে।
হিন্দু আইন অনুযায়ী কন্যা (মেয়ে) প্রথম বিয়ে করেন এবং দ্বিতীয়বার আবার বিয়ে করেন, তাদের উভয় পক্ষে দুই জন করে পুত্র সন্তান আছে। কন্যা, (মেয়ে) মূলধনী থাকা অবস্থায় দ্বিতীয় স্বামীর ঘরে মারা যান এই ক্ষেত্রে তার সন্তানরা কি সম্পত্তির মালিক হবেন???