পৌরসভা আদর্শ কর তফসিল, ২০১৪

পৌরসভা আদর্শ কর তফসিল, ২০১৪ [স্থানীয় সরকার কর (পৌরসভার জন্য) নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন।]

Last Updated on 09/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

স্থানীয় সরকার বিভাগ

পৌর-১ শাখা

প্রজ্ঞাপন

তারিখ, ৬ কার্তিক ১৪২১ বঙ্গাব্দ/ ২১ অক্টোবর ২০১৪ খ্রিস্টাব্দ

এস.আর.ও. নং ২৪৬-আইন/২০১৪।- স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন) এর ধারা ১০০ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার নিম্নরূপ আদর্শ কর তফসিল প্রণয়ন করিল, যথাঃ-

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রয়োগ।-

  • এই তফসিল “পৌরসভা আদর্শ কর তফসিল, ২০১৪” নামে অভিহিত হইবে।
  • ইহা শ্রেণীভেদে দেশের সকল পৌরসভার ক্ষেত্রে প্রযোজ্য হইবে।

২। সংজ্ঞা।- বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই আদর্শ কর তফসিলের-

  • “আইন” অর্থ স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন);
  • “ইমারত” অর্থ আইনের ধারা ২ এর দফা (৬) এ সংজ্ঞায়িত ইমারত;
  • “কর” অর্থ কোন কর, উপ-কর, রেইট, টোল, ফি, শুল্ক অথবা আইনের অধীন আরোপযোগ্য অন্য কোন কর;
  • “প্রতিষ্ঠান” অর্থ সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানসমূহ এবং শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া ও সেবামূলক প্রতিষ্ঠানসমূহ। শিল্প বা বাণিজ্যিক হোল্ডিং এর বাহিরে অবস্থিত উহাদের স্বীকৃত দপ্তরসমূহও এই সংজ্ঞার অন্তর্ভুক্ত হইবে;
  • “পৌরসভা” অর্থ আইনের অধীন গঠিত কোন পৌরসভা;
  • “বাজার” অর্থ আইনের ধারা ২ এর দফা (৫০) এ সংজ্ঞায়িত বাজার;
  • “মালিক” অর্থ আইনের ধারা ২ এর দফা (৫৫) এ সংজ্ঞায়িত মালিক;
  •  “হোল্ডিং” কাহারো দখলে, স্বত্বাধিকারে বা আয়ত্তাধীনে থাকা সীমানাভুক্ত ইমারত বা ভূমি;
  • “মাস” অর্থ ইংরেজি পঞ্জিকার মাস এবং “বছর” অর্থ “অর্থ-বছর”কে বুঝাইবে; এবং
  • এই তফসিলে যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই, সেই সকল শব্দ বা অভিব্যক্তি আইনের যে অর্থে ব্যবহৃত হইয়াছে, সেই অর্থ প্রযোজ্য হইবে।

৩। ইমারত ও ভূমির উপর কর।- কোন পৌরসভার এলাকাভুক্ত মালিকানাধীন ও দখলস্বত্বের সকল হোল্ডিং এ অবস্থিত ইমারত ও ভূমির বার্ষিক মূল্যের উপর শতকরা ৭% (শতকরা সাত ভাগ) হারে কর আরোপ করা যাইবে এবং করের অংক ভগ্নাংশ হইলে উহা পূর্ণ টাকায় নির্ধারণ করা যাইবে;

তবে শর্ত থাকে যে, কোন ইমারত বা ভূমি সরকারী দাতব্য প্রতিষ্ঠান হিসাবে ব্যবহৃত হইলে উহা হইতে হোল্ডিং কর আদায় করা যাইবে না;

আরও শর্ত থাকে যে, প্রকৃত মুক্তিযোদ্ধাদের বসবাসের নিজস্ব মালিকানাধীন হোল্ডিংং এ অবস্থিত ইমারত বা ভূমির ১০০০ বর্গফুট আয়তন পর্যন্ত হোল্ডিং কর আদায়ের আওতামুক্ত থাকিবে;

আরও শর্ত থাকে যে, কোন ধর্মীয় বা সরকারী দাতব্য প্রতিষ্ঠানের অথবা মুক্তিযোদ্ধাদের নিজস্ব মালিকানাধীন ভূমি বা ইমারতের কোন অংশ বাণিজ্যিক বা লাভজনক উদ্দেশ্যে ব্যবহৃত হইলে উক্ত ইমারত বা ভূমির অংশ হইতে হোল্ডিং কর আদায়যোগ্য হইবে।

৪। স্থাবর সম্পত্তি হস্তান্তর কর আরোপ।- স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে হস্তান্তর দলিলে উল্লিখিত মূল্যের সর্বোচ্চ ২% (শতকরা ২ ভাগ) হারে কর আরোপ করা যাইবে;

তবে শর্ত থাকে যে, ওয়াকফ-ই-আল আওলাদ ব্যতীত নিবন্ধনকৃত ধর্মীয়, দাতব্য, ক্রীড়া বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অনুকূলে যে কোনো দান বা উইল সংক্রান্ত হস্তান্তর দলিলের ক্ষেত্রে এই কর আরোপ করা যাইবে না;

আরও শর্ত থাকে যে, বৈধ ঋণ পরিশোধের জন্য যে কোনো স্থাবর সম্পত্তি হস্তান্তর দলিলের ক্ষেত্রে এই কর আরোপ করা যাইবে না।

৫। বিশেষ উন্নয়নমূলক বা সেবামূলক কাজের জন্য কর।-

  • পৌরসভা কর্তৃক উহার অধিবাসীগণের কাছে সর্বজনগ্রাহ্য কোনো বিশেষ উন্নয়ন বা সেবামূলক কাজের জন্য, উহার বিপরীতে, ইমারত ও ভূমির বার্ষিক মূল্যের উপর সর্বোচ্চ ২% (শতকরা ২ ভাগ) হারে কর আরোপ করা যাইবে।
  • নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় এইরূপ কাজের ক্ষেত্রে, টোল আদায় করা হইলে, উহা এই বিধানের কার্যকারিতা ও প্রয়োগ খর্ব করিবে না; তবে শর্ত থাকে যে, বিশেষ উন্নয়ন বা সেবার বিপরীতে কর আরোপ করিতে হইলে সরকারের পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে।

৬। সারচার্জ।- প্রতি অর্থবছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নবায়নে ব্যর্থ লাইসেন্সধারীগণের নিকট হইতে ট্রেড লাইসেন্স ফি এর ৫% (শতকরা ৫ ভাগ), অর্থবছরের মধ্যে নবায়নে ব্যর্থ লাইসেন্সধারীগণের নিকট হইতে বকেয়া ট্রেড লাইসেন্স ফি এর উপর বার্ষিক ১০% (শতকরা ১০ ভাগ) হারে সারচার্জ আরোপিত হইবে।

৭। পৌরসভা আদর্শ কর তফসিল, ২০০৩ এতদদ্বারা রহিত করা হইল।

রাষ্ট্রপতির আদেশক্রমে
মনজুর হোসেন
সিনিয়র সচিব।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!