Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
“দলিলের নকল-তল্লাশ ফিস ক্যালকুলেটর” মোবাইল অ্যাপটি ফ্রি ইন্সটল করতে এখানে ক্লিক করুন।
দলিলের সার্টিফাইড কপি বা নকল পেতে বেশিরভাগ সময় রেজিস্ট্রি অফিসের সূচিবহি তল্লাশ করার প্রয়োজন হয়। তল্লাশ করে আপনার কাংখিত দলিল পাওয়া গেলে, সেটিই আপনার প্রত্যাশিত দলিল কিনা তা আপনার নিজের চোখে পরিদর্শন বা দেখার প্রয়োজন হয়। এই দুই বিষয়ে সরকার নির্ধারিত ফি আপনাকে পরিশোধ করতে হবে।
সূচিবহি তল্লাশ ফিস নিম্নরূপঃ
এফ (১)-ঃ- কোন নির্দিষ্ট কার্যালয়ের প্রতি দলিলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম বা অন্তর্ভুক্ত সম্পত্তির বিবরন সংক্রান্ত প্রতিটি ভুক্তির সূচি তল্লাশির খেত্রেঃ
- এক বছরের জন্য- ২০ টাকা
- একাধিক বৎসরের ক্ষেত্রে, প্রথম বৎসরের জন্য- ২০ টাকা এবং অতিরিক্ত প্রতি বৎসরের জন্য- ১৫ টাকা।
রেজিস্টার বহি পরিদর্শন ফিস নিম্নরূপঃ
এফ (২)-ঃ- ১,৩ ও ৪ নং বহিতে অন্তর্ভুক্ত প্রতিটি নকল অথবা অন্যান্য রেজিস্টার বা বহি বা কোন সুনির্দিষ্ট দলিল বা নথির কোন পৃষ্টা পরিদর্শনের জন্য- ১০ টাকা।
তবে শর্ত এই যে,
- কোন নির্দিষ্ট অফিসের সূচিবহিতে অন্তর্ভুক্ত কোন একটি নাম বা সম্পত্তির বিবরন তল্লাশির ক্ষেত্রে ফি’র পরিমান ১৫০ টাকার অধিক হবে না।
- যদি কোন আবেদনকারী কোন নির্দিষ্ট বৎসরের নির্দিষ্ট কোন ভুক্তি তল্লাশির জন্য আবেদন দাখিলক্রমে আবেদনে নিরূপিত প্রাপ্যতার অধিক ভুক্তি সম্পর্কে টোকা গ্রহন করে, তাহলে তাকে আবেদনকালীন সময় জমাকৃত ফি বাদ দিয়া মোট ১৫০ টাকা পরিশোধ করিতে হইবে।
- যদি কোন দলিলের নকল সংগ্রহের জন্য আবেদনের সহিত নিবন্ধিত মূল দলিল বা উহার সত্যায়িত অনুলিপি দাখিল করা হয়, কিংবা যদি কোন দলিল নিবন্ধনের সময় উহার নকল পাইবার জন্য আবেদন দাখিল করা হয়, তবে কোন তল্লাশি ফি প্রদান করিতে হইবে না।
- ধারা ৭২, ধারা ৭৩ ও ধারা ৭৪ অনুসারে কোন মামলা সংক্রান্ত একটি নথি অথবা কতিপয় নথিপত্র পরিদর্শনের জন্য আবেদন দাখিল করা হইলে দফা এফ (২) অনুসারে কেবলমাত্র একটি পরিদর্শন ফি প্রদান করিতে হইবে।
৪ নং বহিতে কোন দলিল লেখা থাকে
আর রেজিস্ট্রেশন করতে গেলে মুহুরিরা ১২০০টাকা ওদের সমিতি জন্য নেয় দলিল প্রতি এটা কি?
আমি আর এস ১০০৭,বি এস ১০১০ দাগের দলিলটি বের করতে চাই কিন্তু কিভাবে করবো
মোবাইল নাম্বার দাও
দলিল এর সূচি বই তল্লাশি করার জন্য আবেদন করার পরে কি আমি নিজে সূচি বই তল্লাশি দিতে পারবো না সূচি বই তল্লাশি সাব রেজিস্টার অফিস এর সরকারি কর্মকর্তা দারাই দিতে হবে।
আপনি পারবেন না। একজন দলিল লেখকের সহযোগিতা নিন।
আমি ১৯৪০ সনের একটি দলিলের নকল কপি পাইতেছি না ,দলিল নং ৩৬৮৬ বালাম নং ৩৯ ,পৃষ্টা নং ১৯৭-২০০ ,সন ১৯৪০ ,রেজিষ্টি অফিস নরসিংদী সদর নরসিংদী,গ্রহীতা দুঃখাই ,পিতা সাকির মাহমুদ,সাং বনাইদ,দাতা -শেখ এলাহী ও শেখ রহিম সর্ব পিতা আমানি সাং বনাইদ
আপনার জেলা রেজিস্ট্রারের রেকর্ড রুমে গিয়ে তল্লাশি দিন। বালামে কপি কেবলমাত্র একযায়গায় সংরক্ষিত থাকে।
আমার বাবা কিছু জায়গা বিক্রি করেছে শুনেছি কিন্তু আমরা সঠিক কিছুই জানি না…!!
এখন আমার বাবার জায়গা গুলো বিক্রি করছে নাকি করে নাই তার জন্য আমাদের কি করতে হবে….??
স্যার
তোরে করলাম মুসুল্লি তার ছেলে মজিদ মুসল্লি তোর কলা মুসল্লির সম্পত্তি মানুষের ভোগ করতেছে তিনি মৃত তার ছেলেও মিতুআমরা তার ওয়ারিশ বালামের ভিতরে তাদের সম্পত্তি আছে কি নেইএকটু খুঁজে দেখা যাবেকেউ একজন বলেছিল যে তাদের সম্পত্তি বালামে পড়ে রয়েছে কিন্তু এখানে দখলদার অন্য একজন আছে
আমার আব্বু বলছে আমার তালুই কোন জায়গা সম্পত্তি বিক্রি করে নাই বালামে খুঁজে দেখলে সবকিছু পেতে পারি আপনারা একটু বালামটা খুঁজে দেখে আমাদেরকে নকল দলিলটা বাইর করে দিবেন খতিয়ান পচায় আরএসএসআই এগুলা বাইর করে দিবেন যদি আল্লাহর রহমতেযদি কপালে থাকে তাহলে পেতে পারি তোরও করলা মুসুল্লি তার সম্পত্তি
আমি একটি দলিল খুজে বের করতে চাই.. আমার কাচে cs রেকর্ড. sa রেকর্ড.rs রেকর্ড আছেন…. খারিজ বা নামজারি খতিয়ান ও আমার আছেন.. কিন্তু দলিলটা বের করবো কি ভাবে