সম্পত্তির (জমি, প্লট ও ফ্লাট এর) সর্বনিম্ন বাজার মূল্য (সরকারী মূল্য)

সম্পত্তির (জমি-প্লট-ফ্লাট) সর্বনিম্ন বাজার মূল্য বা জমির মৌজা মূল্য বা ভূমির সরকারি মূল্য জেনে নিন-

Last Updated on 13/07/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

ব্যক্তিমালিকানাধীন সম্পত্তিঃ ১। ব্যক্তিমালিকানাধীন কোন জমির বাজার মূল্য সংশ্লিষ্ট জমি যে সাব-রেজিস্ট্রার অফিসের স্থানীয় অধিক্ষেত্রের আওতাভুক্ত, সেই সাব-রেজিস্ট্রার অফিসে “সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০” এর অধীন প্রস্তুতকৃত বাজারমূল্য অনুযায়ী নির্ধারিত হয়। এক্ষেত্রে কোন জমি বা প্লটের সরকার নির্ধারিত সর্বনিম্ন মূল্য কত তা সংশ্লিষ্ট জমিখন্ড বা প্লট যে রেজিস্ট্রি অফিসের অধীন সেই রেজিস্ট্রি অফিস থেকে জানা যাবে। রেজিস্ট্রি অফিসে সাধারণত সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন মৌজার সকল জমির শ্রেণী ভিত্তিক সর্বনিম্ন বাজার মূল্য বা সরকারী মূল্য তৈরী করা থাকে। 

২। ব্যক্তিমালিকানাধীন কোন ভূমির উপরস্থ স্থাপনা বা ফ্লাটের ক্ষেত্রে স্থাপনা বা ফ্লাট হস্তান্তরকারী কর্তৃক নির্ধারিত মূল্য বাজারমূল্য হিসেবে গণ্য হবে, তবে ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ এর উপবিধি ৩ (৪) অনুযায়ী ব্যক্তি কর্তৃক স্বনির্ধারণী বাজার মূল্য প্রতি বর্গফুটের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশন এলাকার জন্য ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকা, অন্যান্য শহরাঞ্চলের জন্য ১,২০০(এক হাজার দুইশত) টাকা এবং মফস্বল এলাকার জন্য ১,০০০ (এক হাজার) টাকার কম হবে না।

 

বাংলাদেশের ব্যক্তিমালিকানাধীন সকল মৌজার জমির সর্বনিম্ন মূল্য অর্থাৎ মৌজা মূল্য জানতে এখানে ক্লিক করুন- AmarVumi.com

 

সরকারি সম্পত্তিঃ সরকারি মালিকানাধীন কোন সম্পত্তির বাজারমূল্য সরকার কর্তৃক বা প্রকাশ্য নিলামের দ্বারা নির্ধারিত হয়।

 

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের আওতাধীন সম্পত্তিঃ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় তাদের গত ২৪.০৮.২০১৫ তারিখের এস,আর,ও, নং ২৬৭-আইন/২০১৫ এর মাধ্যমে প্রচারিত গেজেটে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনাধীন সম্পত্তির বাজার মূল্য, উক্ত সম্পত্তির সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার অফিসের স্থানীয় অধিক্ষেত্রের আওতাভুক্ত ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির জন্য ধার্যকৃত বাজারমূল্যকে নির্ধারণ করেছেন।

 

গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনাধীন জমির মূল্য নির্ধারণী পরিপত্র পড়তে এখানে ক্লিক করুন।

DOWNLOAD

গণপূর্তের জমির মূল্য

 

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

2 comments

  • চট্রগ্রাম সদর সাব রেজিস্টারি অফিস অধিন জমির সরকারী মৌজা মুল্য তালিকা

  • বগুড়া সদর উপজেলার আওতায় ব্যক্তি মালিকানাধীন স্থাপনার ক্ষেত্রে সাব রেজিস্ট্রার ও দলিল লেখক এবং অফিস সহকারী ১৬% সরকারি ফি দাবি করিতেছেন।
    বিবরণঃ
    ১। রেজিষ্ট্রেশন – ১%
    ২। স্ট্যাম্প- ১.৫%
    ৩। স্থানীয় সরকার ৩%
    ৪। ডেপুটি কমিশনার ট্যাক্স- ৩%
    ৫। কর কমিশন, কর অঞ্চল বগুড়া – ৩%
    ৬। মুসক——————————- ৪.৫%
    মোতাবেক খরচ দাবী করছেন।
    আমরা জমির মূল্য + স্থাপনার স্কয়ার ফিট+ স্থাপনার মূল্যের উপর ৮.৫% দিতে চাইলে তারা বলছেন অডিট ধরবে,
    মূলতঃ আমরা মৌজা মূল্যের থেকে ১ থেকে দের লক্ষ টাকা করে প্রতি শতক মূল্য বেশি দেখিয়ে সর্বোচ্চ ফি দিচ্ছি।
    এ বিষয়ে মতামত কামনা করছি।

error: Content is protected !!