শিকল দিয়ে ভূমি পরিমাপ পদ্ধতি

শিকল দিয়ে ভূমি পরিমাপ পদ্ধতি

Last Updated on 23/07/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

মাত্র কয়েকটি ক্লিকে জমি বা প্লটের পরিমাপ বের করতে ” মোবাইলের প্লে-স্টোর থেকে “জমি পরিমাপ ক্যালকুলেটর” মোবাইল অ্যাপটি ইন্সটল করুন।

“জমি পরিমাপ ক্যালকুলেটর” মোবাইল অ্যাপটি ফ্রি ইন্সটল করতে এখানে ক্লিক করুন।

 

শিকল দিয়ে জমি পরিমাপ পদ্ধতিঃ ভূমির পরিমাপ পদ্ধতি সঠিক এবং সহজ করার জন্য ফরাসি বিজ্ঞানী এডমন্ড গান্টা এই পদ্ধতি আবিষ্কার করেন। তিনি ভূমি পরিমাপের জন্য ইস্পাত দ্বারা এক ধরণের শিকল আবিষ্কার করেন। পরবর্তীতে তার নাম অনুসারে এই শিকলের নামকরণ করা হয় “গান্টার শিকল”।

আমাদের দেশে গান্টার শিকল দ্বারা ভূমি পরিমাপ পদ্ধতি অত্যন্ত জনপ্রিয়। শতক ও একরে ভূমি পরিমাপ এবং মাইলস্টোন বসানোর জন্য গান্টার শিকল পদ্ধতি অত্যন্ত উপযোগী। এই শিকলের দৈর্ঘ্য ৬৬ ফুট।

ভূমি পরিমাপের সুবিধার্থে গান্টার শিকলকে ১০০ ভাগে ভাগ করা হয়। এর প্রতিটি ভাগকে লিঙ্ক বলা হয়। প্রতিটি লিঙ্ক = ৭.৯২ ইঞ্চি। গান্টার শিকলে ১০ লিঙ্ক বা ৭৯.২ ইঞ্চি পরপর নস বা ফুলি বসানো আছে।

প্রথমে শিকল দিয়ে জমির দৈর্ঘ্য এবং প্রস্থ মেপে নিন এরপর দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করুন।

  • কোন ভূমি দৈর্ঘ্যে ১ শিকল বা ১০০ লিঙ্ক এবং প্রস্তে ১০ লিঙ্ক হলে = ১০০০ বর্গ লিঙ্ক = ১ শতক।
  • কোন ভূমি দৈর্ঘ্যে ১০ শিকল × প্রস্থে ১ শিকল = ১০ বর্গ শিকল = ১ একর।

 

আপনার যে কোন আকৃতির জমিকে প্রয়োজনীয় একাধিক অংশে ভাগ করে মেপে নিন এবং উপরের “ভূমি পরিমাপ ক্যালকুলেটর” মোবাইল এ্যাপটিতে জমির বিভিন্ন পার্শ্বের মাপ বসিয়ে ফলাফল বাটনে ক্লিক করুন। এভাবে সহজে জমির পরিমাপ বের করতে পারবেন।

অর্থাৎ ১ লিঙ্ক = ০.৬৬ ফুট।
১০০ লিঙ্ক = ৬৬ ফুট।
১০০ লিঙ্ক = ১ গান্টার শিকল।
১০০০ বর্গ লিঙ্ক = ১ শতক।
১,০০,০০০ বর্গ লিঙ্ক = ১ একর।

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

Add comment

error: Content is protected !!