Last Updated on 09/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
১৮৭৩ সনের ১০ নং আইনের ধারা ৭ এর অধীন হাইকোর্ট কর্তৃক সাক্ষীগণের জন্য নির্ধারিত শপথ ও ঘোষণাপত্রের ফরম
(বিধি ৫৯ দ্রষ্টব্য)
শপথ:
আমি শপথ করিতেছি যে, এই মামলায় আমি যে সাক্ষ্য দিব তাহা সত্য হইবে, আমি কোন কিছুই গোপন করিব না এবং আমার সাক্ষ্যের কোন অংশই মিথ্যা হইবে না। আল্লাহ (ঈশ্বর) আমার সহায় হোন।
ঘোষণা:
আমি সশ্রদ্ধচিত্তে ঘোষণা করিতেছি যে, এই মামলায় আমি যে সাক্ষ্য দিব তাহা সত্য হইবে, আমি কোন কিছুই গোপন করিব না এবং আমার সাক্ষ্যে কোন অংশই মিথ্যা হইবে না।
(খ্রিস্টান ধর্মাবলম্বী সাক্ষীকে নিউ টেস্টামেন্ট গ্রন্থের উপরে শপথ করানো হয়। অন্যান্য ক্ষেত্রে এইরূপ প্রতীকের উপর বা এইরূপ ক্রিয়ার সহিত শপথ পাঠ করানো হয় যাহা গতানুগতিক বা এমন, যাহা সাক্ষী তাহার বিবেক দ্বারা আবদ্ধ বলিয়া স্বীকার করিতে পারেন।)
BAHAR ULLAH Dolil address older address new address details documents documentry passeport passport address ok