Last Updated on 17/09/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর কার্যালয়
পুরাতন সংসদ ভবন, ঢাকা।
পত্র সংখ্যা ০৩.০৭৭.০৪.০৪৬.০০.০৪.২০১১-৩৫ তারিখঃ ২৪ চৈত্র, ১৪১৯ বঃ ০৭ এপ্রিল, ২০১৩ খ্রিঃ
বিষয়ঃ রেজিস্ট্রেশন পরিদপ্তর ও এর অধীনস্থ দপ্তরের কর্মকর্তাদের দাবি-দাওয়া সম্পর্কে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রেজিস্ট্রেশন পরিদপ্তর ও এর অধীনস্ত দপ্তরের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের কিছু দাবি-দাওয়া উত্থাপন করেন। এসব দাবি-দাওয়া পরীক্ষা করে প্রতিবেদন তৈরির জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি কমিটি গঠনের অনুশাসন প্রদান করেন। কমিটি এ বিষয়ে প্রতিবেদন তৈরী করে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করলে তিনি নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করেন;
রেজিস্ট্রেশন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীতকরণের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করবে। প্রশাসনিক মন্ত্রণালয় অর্থ বিভাগের নিকট জেলা রেজিস্ট্রারের বেতন বৈষম্য দূরীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সংক্রান্ত একটি স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠাবে। অর্থ বিভাগ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে; জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রমে ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করতে হবে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রয়োজনে সহযোগিতা প্রদান করবে।
০২। বর্ণিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগসমূহকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
০৭/০৪/২০১৩
(মোঃ শওকত আকবর)
পরিচালক
ফোনঃ ৮১৫১২৯১
E-mail: dir10@pmo.gov.bd
১। সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
২। সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৩। সচিব, আইন ও বিচার বিভাগ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
Add comment