Last Updated on 24/05/2024 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
রেজিস্ট্রি অফিসে ব্যবহৃত রেজিস্টারসমূহ পেতে নিচের লিংকে ক্লিক করুন।
- ভিজিট ও কমিশনের রেজিস্টার।
- নিবন্ধন অগ্রাহ্যের রেজিস্টার (২ নং রেজিস্টার)।
- পাওয়ার অব অ্যাটর্নি রেজিস্টার।
- আটককৃত দলিলের রেজিস্টার।
- নৈমিত্তিক ছুটির রেজিস্টার।
- প্রাপ্ত চিঠি-পত্রের রেজিস্টার।
- প্রেরিত চিঠি-পত্রের রেজিস্টার।
- তল্লাশ ও নকলের আবেদনের রেজিস্টার।
- তল্লাশ ও পরিদর্শনের জন্য জমাকৃত ফিসের রসিদ।
- স্ট্যাম্প শুল্ক আদায়ের রেজিস্টার।
- পরোয়ানা ও কোর্ট ফি রেজিস্টার।
- নিবন্ধন গ্রাহ্যকরণের জন্য অপেক্ষমান দলিলের রেজিস্টার।
- ধারা ২৫ ও ৩৪ এর অধীন জরিমানার রেজিস্টার।
- ধারা ৭২ এর অধীন আপিলের রেজিস্টার।
- অন্যান্য কার্যালয়ে প্রেরিত প্রতিলিপি, স্মারকলিপি ও সংক্ষিপ্ত টীকার রেজিস্টার।
- অন্যান্য কার্যালয় হইতে প্রাপ্ত নকল, স্মারকলিপি, বিক্রয় সার্টিফিকেট ও সংক্ষিপ্ত-টীকার রেজিস্টার।
- ফেরত প্রদানের রেজিস্টার।
- ধারা ৭৩ এর অধীন আবেদনের এবং ধারা ৭৪ এর অধীন কার্যধারার রেজিস্টার।
- রেকর্ড কিপারের ইস্যু রেজিস্টার।
- সনদপ্রাপ্ত দলিল লেখকগণের জন্য নির্দিষ্ট রেজিস্টার।
- সাব-রেজিস্ট্রার কর্তৃক সংরক্ষণের জন্য সনদপ্রাপ্ত দলিল লেখকগণের রেজিস্টারের ফরম।
- সদর কার্যালয়ে সংরক্ষণের জন্য সনদপ্রাপ্ত দলিল লেখকগণের রেজিস্টারের ফরম।
- দলিল পুনঃনকলের রেজিস্টার।
- পুনঃনকলকৃত বহির রেজিস্টার।
Add comment