Last Updated on 08/05/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ২ (১২) ধারায় রিয়েল এস্টেট (real estate) এর সংজ্ঞা প্রদান করা হয়েছে।
এ ধারা মতে, রিয়েল এস্টেট (real estate) অর্থ উন্নয়ন, ব্যবস্থাপনা ও ক্রয়-বিক্রয়ের নিমিত্ত আবাসিক বা প্রাতিষ্ঠানিক বা বাণিজ্যিক প্লট অথবা এপার্টমেন্ট বা ফ্ল্যাট, প্রাতিষ্ঠানিক বা মিশ্র ফ্লোর স্পেস জাতীয় স্থাবর ভূ-সম্পত্তি;
ডেভেলপারঃ এই আইনের (১৫) ধারা মতে, রিয়েল এস্টেট ডেভেলপার বা ডেভেলপার অর্থ রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে এ আইনের ধারা ৫ এর অধীন নিবন্ধিত কোন ব্যক্তি।
ভূমি ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপার সম্বন্ধে জানতে এখানে ক্লিক করুন।
Add comment