বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত Collective Investment Scheme/Mutual Fund এর Trust Deed নিবন্ধনের উপর আরোপীয় সমুদয় স্ট্যাম্প ডিউটি মওকুফ প্রসঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত Collective Investment Scheme/Mutual Fund এর Trust Deed নিবন্ধনের উপর আরোপীয় সমুদয় স্ট্যাম্প ডিউটি মওকুফ প্রসঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন।

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

(স্ট্যাম্প প্রশাসন অধিশাখা)

অর্থ মন্ত্রণালয়

প্রজ্ঞাপন

তারিখ, ২৪ জ্যৈষ্ঠ, ১৪২২ বঙ্গাব্দ / ০৭ জুন, ২০১৫ খ্রিস্টাব্দ

এস,আর,ও নং- আইন/২০১৫/০৮.০০.০০০০.০৪০.২২.০০৬.১২। –  Stamp Act, 1899 (Act No. II of 1899) এর section 9 এর clause (a) তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত Collective  Investment Scheme/Mutual Fund এর Trust Deed নিবন্ধনের উপর আরোপীয় সমুদয় স্ট্যাম্প ডিউটি এতদদ্বারা মওকুফ (remit) করিল।

রাষ্ট্রপতির আদেশক্রমে
পারভীন বানু
যুগ্ম-সচিব।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!