বন্টননামা বা বাটোয়ারা দলিল রেজিস্ট্রির সময় প্রায়ই উৎস করের প্রসংগ আসে। জাতীয় রাজস্ববোর্ড গত ০৯ জুন, ২০১৫ খ্রিঃ তারিখে একটি পত্রের মাধ্যমে এ সংক্রান্ত বিষয়টি স্পষ্ট করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
রাজস্ব ভবন, সেগুনবাগিচা, ঢাকা।
(করনীতি শাখা)
নথি নং- ০৮.০১.০০০০.০৩১.০১.০০৪ (অংশ-১) ২০১১ তারিখঃ- ২৬ জৈষ্ঠ্য, ১৪২২ বঙ্গাব্দ, ০৯ জুন, ২০১৫ খ্রিস্টাব্দ
বিষয়ঃ বন্টননামা দলিল রেজিস্ট্রেশনকালে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৩ এইচ ধারায় উৎসে আয়কর আদায় প্রসঙ্গে।
সূত্রঃ আপনার ০৭/০৬/২০১৫ খ্রিস্টাব্দ তারিখের পত্র
আদিষ্ট হয়ে উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
০২। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর 53H ধারায় Registration Act 1908 এর ধারা ১৭ এর উপধারা (I) এর ক্লজ (b) (c) ও (e) তে উল্লিখিত রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উৎসে আয়কর আদায়ের বিধান করা হয়েছে। বন্টননামা দলিল সম্পাদনের বিষয়টি উল্লিখিত ক্লজ (b) (c) ও (e) এর অন্তর্ভুক্ত নয় বিধায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বন্টনকালে বন্টননামা দলিল সম্পাদনের ক্ষেত্রে 53H ধারার উৎসে আয়কর আদায়যোগ্য নয়।
০৩। তাছাড়া একই দলিলের মাধ্যমে ভাই-বোন, বাবা-মা, পিতা-পূত্র-কন্যা বা স্বামী-স্ত্রীর নামে যৌথ মালিকানায় ক্রয়কৃত জমি এর মালিকদের মধ্যে দলিল অনুযায়ী বন্টনকালে বন্টননামা দলিল সম্পাদনের ক্ষেত্রে 53H ধারার উৎসে আয়কর আদায়ের প্রযোজ্যতা নেই।
(সেহেলী সিদ্দিকা)
দ্বিতীয় সচিব (কর আইন- ২)
জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।
জনাব
তাহমিদ হাসনাত খান
বাড়ি নং ১৮, রোড নং ১৬,
সেক্টর- ১১, উত্তরা, ঢাকা।
নথি নং- ০৮.০১.০০০০.০৩১.০১.০০৪ (অংশ-১) ২০১১ তারিখঃ ০৯/০৬/২০১৫ খ্রিস্টাব্দ
অনুলিপিঃ অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে-
০১। সাব-রেজিস্ট্রার, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ।
২। মহা-পরিদর্শক, নিবন্ধন, নিবন্ধন পরিদপ্তর, ১৪ আব্দুল গণি রোড, ঢাকা।
(সেহেলী সিদ্দিকা)
দ্বিতীয় সচিব (কর আইন- ২)
জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।
এই দুই ক্ষেত্র ব্যতিত সকল ক্ষেত্রে উৎস কর প্রযোজ্য হবে।
We six friends jointly constructed a six storied building having 12 flats.now we want to make a partition deed.should we have to pay any tax at source.kindly let me know the law in this regard.
Yes, you have to pay source tax.
My mother in law expired. Now, while making partition deed among her 3 daughter and husband will they have to pay source tax or not?
No need to pay any source Tax.