Last Updated on 03/09/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
বিচার শাখা-৬
নং-৪৫৩ আর-৬/১ সি-৩/৯৫ তারিখঃ ২৫/১১/২০০২ ইং
বিষয়ঃ পাবনা জেলার দুর্নীতি দমন কর্মকর্তা কর্তৃক তথ্য ও রেকর্ডপত্রাদি প্রেরণ প্রসঙ্গে।
সূত্রঃ নিবন্ধন পরিদপ্তরের ১৪-০৯-২০০২ ইং তারিখের ১০৮২৫ নম্বর স্মারক।
উপরোক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নিম্নস্বাক্ষরকারী নির্দেশিত হইয়া জানাইতেছেন যে, দুর্নীতি দমন কর্তৃপক্ষ কোন কাগজ দেখিতে চাহিলে তাহাদিগকে আইনের বিধান অনুসারে দেখানোর নিয়ম আছে। ইহাতে কাজের Transparency প্রকাশ পায়। তবে কাগজ জব্দ করিয়া দুর্নীতি দমন কর্তৃপক্ষের হেফাজতে না দিয়া উহা রেজিস্ট্রেশন বিভাগের জিম্মায় রাখার বিধান রহিয়াছে।
২। এমতাবস্থায় বিষয়টি দুর্নীতি দমন কর্তৃপক্ষকে অবহিত করা যাইতে পারে।
স্বাঃ
২৫/১১/২০০২
(মোঃ আবুল হাসেম)
সহকারী সচিব।
মহা-পরিদর্শক, নিবন্ধন,
বাংলাদেশ, ঢাকা।
স্মারক নং- নিপ/বিবিধ/১৪৮৭৬(৬১) তারিখঃ ১০-১২-২০০২ ইং
অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণার্থে প্রেরণ করা হইল।
১। জেলা রেজিস্ট্রার, চট্টগ্রাম। (বিষয়টি তাহার অধীনস্থ সকল রেজিস্ট্রি কর্মকর্তাকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হইল।)
২। জেলা দুর্নীতি দমন কর্মকর্তা।
স্বাঃ
(টি,আই,এম, নুরুন নবী চৌধুরী)
মহা-পরিদর্শক, নিবন্ধন,বাংলাদেশ।
Add comment