পাওয়ার অব অ্যাটর্নি অবসান সংক্রান্ত অবহিতকরণ নোটিশ

পাওয়ার অব অ্যাটর্নি অবসান সংক্রান্ত অবহিতকরণ নোটিশ

Last Updated on 06/05/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২ ও পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা, ২০১৫ অনুসারে, নোটিশ প্রদানের মাধ্যমে যে কোন পক্ষ পাওয়ার অব অ্যাটর্নির অবসান ঘটাতে পারেন। এ সংক্রান্ত নোটিশের ফরমেট নিচে দেয়া হলো- 

পাওয়ার প্রত্যাহার সংক্রান্ত নোটিশের সরকারি ফরমেট পেতে এখানে ক্লিক করুন। 

Download


বিঃদ্রঃ (১) এই নোটিশে নোটিশ প্রদানকারীর পাসপোর্ট আকারের সাদা পটভূমিতে সম্প্রতি তোলা রঙিন ছবি সংযুক্তক্রমে উহাতে আড়াআড়িভাবে তাহার দস্তখত ও টিপ প্রদান করিতে হইবে।
২। ‘পরিচিতি’ অর্থ রেজিস্ট্রেশন আইনের section 2 এর sub-section (1) এ প্রদত্ত ‘addition’ সংজ্ঞা অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচিতি।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

Add comment

error: Content is protected !!