নিবন্ধিত দলিল দ্বারা পাওয়ার অব অ্যাটর্নি অবসান সংক্রান্ত নোটিস

নিবন্ধিত দলিল দ্বারা পাওয়ার অব অ্যাটর্নি অবসান সংক্রান্ত নোটিস

Last Updated on 21/01/2024 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

 

[পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালার বিধি-১৩(২) দ্রষ্টব্য]

[দ্রষ্টব্যঃ- (১) এই নোটিশে নোটিশ প্রদানকারীর পাসপোর্ট আকারের সাদা পটভূমিতে সম্প্রতি তোলা রঙিন ছবি সংযুক্তক্রমে উহাতে আড়াআড়িভাবে তাহার দস্তখত ও টিপ প্রদান করিতে হইবে।
২। ‘পরিচিতি’ অর্থ রেজিস্ট্রেশন আইনের section 2 এর sub-section (1) এ প্রদত্ত ‘addition’ সংজ্ঞা অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচিতি।]

ক্রমিক নং-                                               তারিখঃ-

 

সংশ্লিষ্ট কার্যালয়ের নাম ও ঠিকানাঃ

প্রতি

(যে কর্মকর্তা বরাবরে নোটিশ দাখিল করা হইবে তাহার নাম ও ঠিকানা) সমীপে-

১। যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, নিম্নে উল্লিখিত ১ নং তফসিলে বর্ণিত পাওয়ার অব অ্যাটর্ণি দলিল দ্বারা আমি/আমরা  কে আমার/আমাদের অ্যাটর্নিরূপে কাজ করিবার ক্ষমতা প্রদান করিয়াছিলাম (বা আমি/আমরা  অ্যাটর্ণিরূপে নিযুক্ত হইয়া কার্যাদি সম্পন্ন করিবার জন্য ক্ষমতা প্রাপ্ত হইয়াছিলাম)।

২। বর্তমানে অনিবার্য কারণে (বা সুনির্দিষ্ট কোন কারণ থাকিলে উহা উল্লেখ করিতে হইবে) উক্ত ক্ষমতা প্রত্যাহার (বা সমর্পণ) করা আবশ্যক হওয়ায় ২ নং তফসিলে বর্নিত এখানি দলিল নিবন্ধনক্রমে প্রদত্ত ক্ষমতা সম্পূর্ণ/আংশিকরূপে প্রত্যাহার/প্রত্যর্পনপূর্বক উল্লিখিত পাওয়ার অব অ্যাটর্নির অবসান(বা সমাপ্তি) ঘটানো হইয়াছে। করিলাম। [প্রদত্ত ক্ষমতা আংশিকরূপে প্রত্যাহার করা হইলে উহার সুস্পষ্ট বর্ণনা দিতে হইবে]

৩। উল্লেখ্য, উক্ত পাওয়ার অব অ্যাটর্ণি দলিল নিবন্ধন/প্রমানীকরনের ফলে কোন প্রকার বিরোধের উদ্ভব হয় নাই বা পাওয়ার অব অ্যাটর্ণি আইন, ২০১২ এর ১৩ ধারা এর বিধান মোতাবেক বিরোধ নিষ্পত্তির কোন পদক্ষেপ গ্রহনের আবশ্যকতা নাই।

সেমতে পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা, ২০১৫ এর বিধি ১৩(২) অনুযায়ী আপনার কার্যালয়ে নথিভুক্তকরনের নিমিত্ত অদ্য …    …    …তারিখে  উক্ত দলিলের সহিমোহরকৃত নকল সহযোগেএই নোটিস দাখিল করা হইল।

 

১ নং তফসিলঃ পাওয়ার অব অ্যাটর্নির বিবরণ

  1. পাওয়ারদাতা/দাতাগনের নাম ও পরিচিতিঃ
  2. পাওয়ারগ্রহিতা/গ্রহিতাগনের নাম ও পরিচিতিঃ
  3. যে কার্যালয়ে নিবন্ধন বা প্রমাণীকৃত হইয়াছে উহার নাম ও ঠিকানাঃ
  4. পাওয়ার অব অ্যাটর্নির নিবন্ধন বা ভুক্তি নম্বর, সন ও তারিখঃ

 

২ নং তফসিলঃ পাওয়ার অব অ্যাটর্নি বাতিল সংক্রান্ত দলিলের বিবরণ

  1. দলিলের শিরোনামঃ
  2. সম্পাদনকারীর নাম ও পরিচিতিঃ
  3. যে কার্যালয়ে নিবন্ধিত হইয়াছে উহার নাম ও ঠিকানাঃ
  4. নিবন্ধন নম্বর, সন ও তারিখঃ

 

৩ নং তফসিলঃ সম্পত্তির তফসিল বর্ণনাঃ

  • জেলা, উপজেলা, থানা, মৌজার নাম ও জে,এল, নম্বরঃ
  • সি,এস; এস,এ; আর,এস; বি,এস; মহানগর জরিপ ও খারিজা (যাহা প্রযোজ্য) দাগ ও খতিয়ান নম্বরঃ
  • পাওয়ার অব অ্যাটর্নিতে অন্তর্ভুক্ত সম্পত্তির শ্রেণী, পরিমাণ ও চৌহদ্দিঃ
  • অন্য কোন বিবরণ (যদি থাকে):

পাওয়ারদাতা/দাতাগণের বা পাওয়ারগ্রহিতা/গ্ররহিতাগণের নাম ও স্বাক্ষরঃ

অ্যাডভোকেট বা সলিসিটর বা দলিল মুসাবিদাকারীর নাম, পরিচিতি ও স্বাক্ষর (প্রযোজ্য ক্ষেত্রে):

অনুলিপি (যে কর্মকর্তার কার্যালয়ে নোটিসটি নথিভুক্ত করা হইবে, তাহার নাম ও ঠিকানা) বরাবর সদয় অবগতি ও তাহার কার্যালয়ে নথিভুক্তির নিমিত্ত দাখিল করা হইল।

নোটিশ দাখিলকারীর নাম ও তারিখসহ স্বাক্ষরঃ

 

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!