ভূমি খারিজ বা নামজারি (Mutation) পদ্ধতি ও এর এর ধাপ সমুহ

ভূমি খারিজ বা নামজারি (Mutation) পদ্ধতি ও এর এর ধাপ সমুহ

Last Updated on 29/07/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

বর্তমানে অনলাইনে ভূমি খারিজ, মিউটেশন বা নামজারির আবেদন করা যায়।  

ভূমি খারিজ বা নামজারি (Mutation) করার জন্য এই লিংকে ক্লিক করে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করুন।

 

 খারিজ বা নামজারি (Mutation) এর ধাপঃ

১। সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন দাখিল।

২। সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক সরেজমিন তদন্তের জন্য আবেদনটি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ।

৩। ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক প্রস্তাব/প্রতিবেদন সহকারী কমিশনার (ভূমি) অফিসে প্রেরণ।

৪। সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক সংশ্লিষ্ট পক্ষগণকে শুনানীর জন্য নোটিশ প্রদান।

৫। নোটিশ প্রাপ্তির পর যাবতীয় মূল কাগজ-পত্র সহ আবেদনকারী/প্রতিনিধি কর্তৃক শুনানীতে অংশগ্রহণ।

৬। সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক আদেশ প্রদান।

 

জমি-জমা ও দলিল রেজিস্ট্রি সংক্রান্ত সকল তথ্যের জন্য এখানে ক্লিক করুন AmarVumi.com

 

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

19 comments

error: Content is protected !!