দলিল লেখকের লাইসেন্স (সনদ) প্রাপ্তির জন্য আবেদন ফরম

দলিল লেখকের লাইসেন্স (সনদ) প্রাপ্তির জন্য আবেদন ফরম

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

ফরম নং ১

দলিল লেখকগণের সনদের জন্য আবেদন ফরম

[বিধি ২ দ্রষ্টব্য]

  • আবেদনকারীর নামঃ
  • পিতার/মাতার/স্বামীর নামঃ
  • ঠিকানাঃ গ্রাম…………থানা…………ঢাকঘর……….. সাব-রেজিস্ট্রারের কার্যালয়…………..জেলা
  • বয়স/জন্ম-তারিখঃ
  • আবেদনকারী কতদূর লেখাপড়া করিয়াছেঃ
  • আবেদনকারী কোন কোন ভাষা লিখিতে পারেঃ
  • পূর্ব-অভিজ্ঞতাঃ
  • সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২; রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০; স্ট্যাম্প আইন, ১৮৯৯ এবং নিবন্ধন আইন, ১৯০৮ এর অধীন আবশ্যকীয় বিধি সম্বন্ধে আবেদনকারীর জ্ঞান আছে কিনাঃ
  • যে কার্যালয়ের জন্য সনদ প্রাপ্তির আবেদন করা হইয়াছেঃ
  •  আবেদনের তারিখঃ

আবেদনকারীর স্বাক্ষর

বিঃদ্রঃ উপরিউক্ত সর্ববিধ বিবরণ আবেদনকারীকে স্বহস্তে লিখিতে হইবে।

জেলা রেজিস্ট্রার- এর আদেশ

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

6 comments

  • দলিল লেখকের লাাইসেন্স করে চালু হবে?

  • স্যার, আমি নিন্মবিত্ত পরিবারের একজন সাধারণ মানুষ। আমি একজন ভালোমানের দলিল লিখক হতে চাই দায়া করে আমায় সেই সুযোগটা করেদেন।

  • স্যার লাইসেন্স কই কারণে বন্ধ!
    এইটা জানার কি কোনো উপায় আছে!

    • স্যার লাইসেন্স কি কারণে বন্ধ!
      এইটা জানার কি কোনো উপায় আছে?

error: Content is protected !!