Last Updated on 08/05/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
একটি দলিলের রেজিস্ট্রি খরচ কত, তা বের করা একটা জটিল কাজ। কারণ দলিল রেজিস্ট্রি খরচ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন- দলিলের প্রকৃতি (সাফ কবলা, দানপত্র, পাওয়ার অব অ্যাটর্নি ইত্যাদি), সম্পত্তির মূল্য (রেজিস্ট্রি অফিসে প্রত্যেক মৌজার শ্রেণীভিত্তিক সর্বনিম্ন মূল্য তালিকা সংরক্ষিত থাকে), দাতা-গ্রহিতার মধ্যে বিদ্যমান সম্পর্ক (যেমন- হেবার ঘোষনাপত্র দলিল, দানের ঘোষনাপত্র দলিল), বিক্রেতার ধরন (সাধারন বিক্রেতা, ভূমি উন্নয়ন সংস্থা, ভবন নির্মান সংস্থা), সম্পত্তির অবস্থান (ইউনিয়নের অধীন, উপজেলা পৌরসভা, জেলা সদরের পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড, সিটি কর্পোরেশন ইত্যাদি), সম্পত্তির ধরন (ফ্লাট, প্লট, জমি ইত্যাদি), ফ্লাটের আয়তন (যেমন- ১৬০০ বর্গফুট আয়তন, ১৬০১ বর্গফুট বা তদুর্ধ), দলিলের ভাষা (যেমন- বাংলা ভাষা, ইংরেজি ভাষা), দলিলটির পৃষ্ঠা সংখ্যা (যেমন- ১০ পৃষ্ঠা, ১১ পৃষ্ঠা ইত্যাদি), দলিলটি স্থাবর সম্পত্তি সংক্রান্ত না-কি অস্থাবর সম্পত্তি সংক্রান্ত দলিল, সম্পত্তির দখল হস্তান্তর হয়েছে নাকি হয়নি (যেমন- বায়নাপত্র), পণমূল্যের বিনিময়ে নাকি পণমূল্য ছাড়া (যেমন- অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি), দলিলের মাধ্যমে কি ক্ষমতা প্রদান করবেন (যেমন- পাওয়ার অব অ্যাটর্নি), প্রভৃতি ভেদে দলিল রেজিস্ট্রি খরচের তারতম্য হয়। তাই দলিল রেজিস্ট্রি খরচ হিসাব করার সময় এগুলো বিবেচনায় নিতে হবে।
সাফ কবলা (ক্রয়-বিক্রয়ের দলিল) দলিলের রেজিস্ট্রি খরচ কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখানো হলোঃ
উদাহরণ- ১:
প্রশ্নঃ একজন সাধারণ বিক্রেতার নিকট থেকে ইউনিয়ন পরিষদভূক্ত ১,০০,০০০ (এক লক্ষ) টাকা মূল্যের বাংলায় লিখিত ২ (দুই) শতাংশ জমি ক্রয়ের হলফনামাসহ ১০ (দশ) পৃষ্ঠার একটি দলিলের রেজিস্ট্রি খরচ কত? [প্রতি ৩০০ (তিনশত) শব্দ বা তার অংশবিশেষে ১ (এক) পৃষ্ঠা ধরা হয়]
এই দলিল রেজিস্ট্রির জন্য স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় সরকার কর, উৎস কর, এন ফি, এনএন ফি, কোর্ট ফি এবং হলফনামার স্ট্যাম্প এবং দলিল লেখকের পারিশ্রমিক পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ২% টাকা বা ২০০০ টাকা, স্ট্যাম্প শুল্ক ৩% টাকা বা ৩,০০০ টাকা, স্থানীয় সরকার কর ৩% টাকা বা ৩,০০০ টাকা, উৎস কর ১% টাকা বা ১,০০০ টাকা।
মোট (২%+৩%+৩%+১%) ৯% টাকা বা ৯,০০০ টাকা এবং এর সাথে ই- ফিস ১০০ (একশত) টাকা, কোর্ট ফি ১০ (দশ) টাকা, এন ফি- (১৬×১০ পৃষ্ঠা) ১৬০ টাকা, এনএন ফি-(২৪×১০ পৃষ্ঠা) ২৪০ টাকা পরিশোধ করতে হবে।
সর্বমোট (৯,০০০+১০০+১০+১৬০+২৪০) ৯,৫১০ (নয় হাজার পাঁচশত দশ) টাকা পরিশোধ করতে হবে।
এর সাথে ২০০ (দুইশত) টাকা মূল্যের স্ট্যাম্পে সরকার নির্ধারিত হলফনামা প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
অর্থাৎ মোট খরচ ৯,৫১০ টাকা + ২০০ টাকা মূল্যের হলফনামা।
দলিল লেখকের পারিশ্রমিকঃ দলিল লেখক সরকারি বেতনভুক্ত কর্মচারী নয়। তাঁরা জনগনের পক্ষে কাজ করে এর বিনিময়ে জনগনের নিকট থেকে পারিশ্রমিক আদায় করে থাকে। বর্তমানে সনদপ্রাপ্ত দলিল লেখকগণ জনগনের পক্ষে সম্পত্তি হস্তান্তর ও দলিল রেজিস্ট্রির প্রয়োজনে নানাবিধ কাজ করে থাকে। যেমন- দলিল মসাবিদাকরণ বা লেখন; এল, টি নোটিশ লেখন; মূল দলিল সংগ্রহে সহায়তাকরন, বালামবহি তল্লাশে সহায়তাকরন, দলিলের নকল সংগ্রহে সহায়তাকরন ইত্যাদি। তাই দলিল রেজিস্ট্রির পূর্বে দলিল লেখকের সাথে কথা বলে তাঁর পারিশ্রমিক নির্ধারণ করে নিন।
উদাহরণ- ২
প্রশ্নঃ একজন সাধারণ বিক্রেতার নিকট থেকে উপজেলা পৌরসভাভূক্ত ১,০০,০০০ (এক লক্ষ) টাকা মূল্যের বাংলায় লিখিত ২ (দুই) শতাংশ জমি ক্রয়ের হলফনামাসহ ১০ (দশ) পৃষ্ঠার [প্রতি ৩০০ (তিনশত) শব্দ বা তার অংশবিশেষে ১ (এক) পৃষ্ঠা ধরা হয়] একটি দলিলের রেজিস্ট্রি খরচ কত?
উপরের ১ নং উদাহরণ অনুসরণ করুন। উৎস করে পরিবর্তন আসবে। উৎস কর ১% টাকা বা ১০০০ টাকার স্থলে ২% টাকা বা ২০০০ টাকা হবে। বাকী সব কিছুই ঠিক থাকবে।
উদাহরণ- ৩
প্রশ্নঃ একজন সাধারণ বিক্রেতার নিকট থেকে জেলা সদরের পৌরসভাভূক্ত ১,০০,০০০ (এক লক্ষ) টাকা মূল্যের বাংলায় লিখিত ২ (দুই) শতাংশ জমি ক্রয়ের হলফনামাসহ ১০ (দশ) পৃষ্ঠার একটি দলিলের রেজিস্ট্রি খরচ কত? [প্রতি ৩০০ (তিনশত) শব্দ বা তার অংশবিশেষে ১ (এক) পৃষ্ঠা ধরা হয়]
উপরের ১ নং উদাহরণ অনুসরণ করুন। উৎস করে পরিবর্তন আসবে। উৎস কর ১% টাকা বা ১০০০ টাকার স্থলে ৩% টাকা বা ৩০০০ টাকা হবে। বাকী সব কিছুই ঠিক থাকবে।
দানপত্র দলিলের রেজিস্ট্রি খরচ কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখানো হলোঃ
উদাহরণ- ১:
প্রশ্নঃ একজন ব্যক্তি অন্য আর একজন ব্যক্তিকে জমি দান করবেন। ১,০০,০০০ (এক লক্ষ) টাকা মূল্যের বাংলায় লিখিত ২ (দুই) শতাংশ জমির হলফনামাসহ ১০ (দশ) পৃষ্ঠার একটি দানপত্র দলিলের রেজিস্ট্রি খরচ কত? [প্রতি ৩০০ (তিনশত) শব্দ বা তার অংশবিশেষে ১ (এক) পৃষ্ঠা ধরা হয়]
এই দলিল রেজিস্ট্রির জন্য স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় সরকার কর, এন ফি, এনএন ফি, কোর্ট ফি এবং হলফনামার স্ট্যাম্প এবং দলিল লেখকের পারিশ্রমিক পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ২% টাকা বা ২০০০ টাকা, স্ট্যাম্প শুল্ক ৩% টাকা বা ৩,০০০ টাকা, স্থানীয় সরকার কর ৩% টাকা বা ৩,০০০ টাকা।
মোট (২%+৩%+৩%) ৮% টাকা বা ৮,০০০ টাকা এবং এর সাথে ই- ফিস ১০০ (একশত) টাকা, কোর্ট ফি ১০ (দশ) টাকা, এন ফি- (১৬×১০ পৃষ্ঠা) ১৬০ টাকা, এনএন ফি-(২৪×১০ পৃষ্ঠা) ২৪০ টাকা পরিশোধ করতে হবে।
সর্বমোট (৮,০০০+১০০+১০+১৬০+২৪০) ৮,৫১০ (আট হাজার পাঁচশত দশ) টাকা পরিশোধ করতে হবে।
এর সাথে ২০০ (দুইশত) টাকা মূল্যের স্ট্যাম্পে সরকার নির্ধারিত হলফনামা প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
অর্থাৎ মোট খরচ ৮,৫১০ টাকা + ২০০ টাকা মূল্যের হলফনামা।
দলিল লেখকের পারিশ্রমিকঃ দলিল লেখক সরকারি বেতনভুক্ত কর্মচারী নয়। তাঁরা জনগনের পক্ষে কাজ করে এর বিনিময়ে জনগনের নিকট থেকে পারিশ্রমিক আদায় করে থাকে। বর্তমানে সনদপ্রাপ্ত দলিল লেখকগণ জনগনের পক্ষে সম্পত্তি হস্তান্তর ও দলিল রেজিস্ট্রির প্রয়োজনে নানাবিধ কাজ করে থাকে। যেমন- দলিল মসাবিদাকরণ বা লেখন; এল, টি নোটিশ লেখন; মূল দলিল সংগ্রহে সহায়তাকরন, বালামবহি তল্লাশে সহায়তাকরন, দলিলের নকল সংগ্রহে সহায়তাকরন ইত্যাদি। তাই দলিল রেজিস্ট্রির পূর্বে দলিল লেখকের সাথে কথা বলে তাঁর পারিশ্রমিক নির্ধারণ করে নিন।
উদাহরণ- ২
প্রশ্নঃ কয়েকজন ব্যক্তি নিবন্ধনকৃত কোন ধর্মীয় (মসজিদ, মাদ্রাসা ইত্যাদি) প্রতিষ্ঠানে জমি দান করবেন। ১,০০,০০০ (এক লক্ষ) টাকা মূল্যের বাংলায় লিখিত ৫ (পাঁচ) শতাংশ জমির হলফনামাসহ ১২ (বার) পৃষ্ঠার একটি দানপত্র দলিলের রেজিস্ট্রি খরচ কত? [প্রতি ৩০০ (তিনশত) শব্দ বা তার অংশবিশেষে ১ (এক) পৃষ্ঠা ধরা হয়]
এই দলিল রেজিস্ট্রির জন্য স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, এন ফি, এনএন ফি, কোর্ট ফি এবং হলফনামার স্ট্যাম্প এবং দলিল লেখকের পারিশ্রমিক পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ২% টাকা বা ২০০০ টাকা, স্ট্যাম্প শুল্ক ৩% টাকা বা ৩,০০০ টাকা।
মোট (২%+৩%) ৫% টাকা বা ৫,০০০ টাকা এবং এর সাথে ই- ফিস ১০০ (একশত) টাকা, কোর্ট ফি ১০ (দশ) টাকা, এন ফি- (১৬×১২ পৃষ্ঠা) ১৯২ টাকা, এনএন ফি-(২৪×১২ পৃষ্ঠা) ২৮৮ টাকা পরিশোধ করতে হবে।
সর্বমোট (৫,০০০+১০০+১০+১৯২+২৮৮) ৫,৫৯০ (পাঁচ হাজার পাঁচশত নব্বই) টাকা পরিশোধ করতে হবে।
এর সাথে ২০০ (দুইশত) টাকা মূল্যের স্ট্যাম্পে সরকার নির্ধারিত হলফনামা প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
অর্থাৎ মোট খরচ ৫,৫৯০ টাকা + ২০০ টাকা মূল্যের হলফনামা।
দলিল লেখকের পারিশ্রমিকঃ দলিল লেখক সরকারি বেতনভুক্ত কর্মচারী নয়। তাঁরা জনগনের পক্ষে কাজ করে এর বিনিময়ে জনগনের নিকট থেকে পারিশ্রমিক আদায় করে থাকে। বর্তমানে সনদপ্রাপ্ত দলিল লেখকগণ জনগনের পক্ষে সম্পত্তি হস্তান্তর ও দলিল রেজিস্ট্রির প্রয়োজনে নানাবিধ কাজ করে থাকে। যেমন- দলিল মসাবিদাকরণ বা লেখন; এল, টি নোটিশ লেখন; মূল দলিল সংগ্রহে সহায়তাকরন, বালামবহি তল্লাশে সহায়তাকরন, দলিলের নকল সংগ্রহে সহায়তাকরন ইত্যাদি। তাই দলিল রেজিস্ট্রির পূর্বে দলিল লেখকের সাথে কথা বলে তাঁর পারিশ্রমিক নির্ধারণ করে নিন।
হেবার ঘোষনাপত্র দলিলের রেজিস্ট্রি খরচ কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখানো হলোঃ
উদাহরণ- ১:
প্রশ্নঃ একজন ব্যক্তি তাঁর পূত্রকে ইসলামী শরিয়া আইন অনুযায়ী মৌখিকভাবে জমি দান করেছেন। এ ধরনের মৌখিক দানকে তিনি দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দিতে চান। হলফনামাসহ ১০ (দশ) পৃষ্ঠার একটি হেবার ঘোষনাপত্র দলিলের রেজিস্ট্রি খরচ কত? [প্রতি ৩০০ (তিনশত) শব্দ বা তার অংশবিশেষে ১ (এক) পৃষ্ঠা ধরা হয়]
এই দলিল রেজিস্ট্রির জন্য স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, এন ফি, এনএন ফি, কোর্ট ফি এবং হলফনামার স্ট্যাম্প এবং দলিল লেখকের পারিশ্রমিক পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা, স্ট্যাম্প শুল্ক ২০০ টাকা।
মোট (১০০ টাকা + ২০০ টাকা) ৩০০ টাকা এবং এর সাথে ই- ফিস ১০০ (একশত) টাকা, কোর্ট ফি ১০ (দশ) টাকা, এন ফি- (১৬×১০ পৃষ্ঠা) ১৬০ টাকা, এনএন ফি-(২৪×১০ পৃষ্ঠা) ২৪০ টাকা পরিশোধ করতে হবে।
সর্বমোট (৩০০+১০০+১০+১৬০+২৪০) ৮১০ (আটশত দশ) টাকা পরিশোধ করতে হবে।
এর সাথে ২০০ (দুইশত) টাকা মূল্যের স্ট্যাম্পে সরকার নির্ধারিত হলফনামা প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
অর্থাৎ মোট খরচ ৮১০ টাকা + ২০০ টাকা মূল্যের হলফনামা।
দলিল লেখকের পারিশ্রমিকঃ দলিল লেখক সরকারি বেতনভুক্ত কর্মচারী নয়। তাঁরা জনগনের পক্ষে কাজ করে এর বিনিময়ে জনগনের নিকট থেকে পারিশ্রমিক আদায় করে থাকে। বর্তমানে সনদপ্রাপ্ত দলিল লেখকগণ জনগনের পক্ষে সম্পত্তি হস্তান্তর ও দলিল রেজিস্ট্রির প্রয়োজনে নানাবিধ কাজ করে থাকে। যেমন- দলিল মসাবিদাকরণ বা লেখন; এল, টি নোটিশ লেখন; মূল দলিল সংগ্রহে সহায়তাকরন, বালামবহি তল্লাশে সহায়তাকরন, দলিলের নকল সংগ্রহে সহায়তাকরন ইত্যাদি। তাই দলিল রেজিস্ট্রির পূর্বে দলিল লেখকের সাথে কথা বলে তাঁর পারিশ্রমিক নির্ধারণ করে নিন।
হেবাবিল এওয়াজ দলিলের রেজিস্ট্রি খরচ কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখানো হলোঃ
উদাহরণ- ১:
প্রশ্নঃ ইসলাম ধর্মীয় একজন ব্যক্তি তার ভাইয়ের পূত্রের আচরণে খুশি হয়ে তার ভাইয়ের পূত্রকে পবিত্র কোরআন শরিফ, যায়নামাজ বা তসবিহ এর বিনিময়ে জমি দান করলেন। ১,০০,০০০ (এক লক্ষ) টাকা মূল্যের বাংলায় লিখিত ৫ (পাঁচ) শতাংশ জমির হলফনামাসহ ১০ (দশ) পৃষ্ঠার একটি হেবাবিল এওয়াজ দলিলের রেজিস্ট্রি খরচ কত? [প্রতি ৩০০ (তিনশত) শব্দ বা তার অংশবিশেষে ১ (এক) পৃষ্ঠা ধরা হয়]
এই দলিল রেজিস্ট্রির জন্য স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় সরকার কর, এন ফি, এনএন ফি, কোর্ট ফি এবং হলফনামার স্ট্যাম্প এবং দলিল লেখকের পারিশ্রমিক পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ২% টাকা বা ২০০০ টাকা, স্ট্যাম্প শুল্ক ৩% টাকা বা ৩,০০০ টাকা, স্থানীয় সরকার কর ৩% টাকা বা ৩,০০০ টাকা।
মোট (২%+৩%+৩%) ৮% টাকা বা ৮,০০০ টাকা এবং এর সাথে ই- ফিস ১০০ (একশত) টাকা, কোর্ট ফি ১০ (দশ) টাকা, এন ফি- (১৬×১০ পৃষ্ঠা) ১৬০ টাকা, এনএন ফি-(২৪×১০ পৃষ্ঠা) ২৪০ টাকা পরিশোধ করতে হবে।
সর্বমোট (৮,০০০+১০০+১০+১৬০+২৪০) ৮,৫১০ (আট হাজার পাঁচশত দশ) টাকা পরিশোধ করতে হবে।
এর সাথে ২০০ (দুইশত) টাকা মূল্যের স্ট্যাম্পে সরকার নির্ধারিত হলফনামা প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
অর্থাৎ মোট খরচ ৮,৫১০ টাকা + ২০০ টাকা মূল্যের হলফনামা।
দলিল লেখকের পারিশ্রমিকঃ দলিল লেখক সরকারি বেতনভুক্ত কর্মচারী নয়। তাঁরা জনগনের পক্ষে কাজ করে এর বিনিময়ে জনগনের নিকট থেকে পারিশ্রমিক আদায় করে থাকে। বর্তমানে সনদপ্রাপ্ত দলিল লেখকগণ জনগনের পক্ষে সম্পত্তি হস্তান্তর ও দলিল রেজিস্ট্রির প্রয়োজনে নানাবিধ কাজ করে থাকে। যেমন- দলিল মসাবিদাকরণ বা লেখন; এল, টি নোটিশ লেখন; মূল দলিল সংগ্রহে সহায়তাকরন, বালামবহি তল্লাশে সহায়তাকরন, দলিলের নকল সংগ্রহে সহায়তাকরন ইত্যাদি। তাই দলিল রেজিস্ট্রির পূর্বে দলিল লেখকের সাথে কথা বলে তাঁর পারিশ্রমিক নির্ধারণ করে নিন।
বিনিময় বা এওয়াজ দলিলের রেজিস্ট্রি খরচ কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখানো হলোঃ
উদাহরণ- ১:
প্রশ্নঃ একজন ব্যক্তি তাঁর ১,০০,০০০ (এক লক্ষ) টাকা মূল্যের ৫ শতাংশ জমির বিনিময়ে অন্য একজন ব্যক্তির একই মূল্যের ২ শতাংশ জমি বিনিময় দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে নিতে চান। হলফনামাসহ ১০ (দশ) পৃষ্ঠার একটি বিনিময় দলিলের রেজিস্ট্রি খরচ কত? [প্রতি ৩০০ (তিনশত) শব্দ বা তার অংশবিশেষে ১ (এক) পৃষ্ঠা ধরা হয়]
এই দলিল রেজিস্ট্রির জন্য স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় সরকার কর, উৎস কর, এন ফি, এনএন ফি, কোর্ট ফি এবং হলফনামার স্ট্যাম্প এবং দলিল লেখকের পারিশ্রমিক পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ২% টাকা বা ২০০০ টাকা, স্ট্যাম্প শুল্ক ৩% টাকা বা ৩,০০০ টাকা, স্থানীয় সরকার কর ৩% টাকা বা ৩,০০০ টাকা, উৎস কর ১% টাকা বা ১,০০০ টাকা।
মোট (২%+৩%+৩%+১%) ৯% টাকা বা ৯,০০০ টাকা এবং এর সাথে ই- ফিস ১০০ (একশত) টাকা, কোর্ট ফি ১০ (দশ) টাকা, এন ফি- (১৬×১০ পৃষ্ঠা) ১৬০ টাকা, এনএন ফি-(২৪×১০ পৃষ্ঠা) ২৪০ টাকা পরিশোধ করতে হবে।
সর্বমোট (৯,০০০+১০০+১০+১৬০+২৪০) ৯,৫১০ (নয় হাজার পাঁচশত দশ) টাকা পরিশোধ করতে হবে।
এর সাথে ২০০ (দুইশত) টাকা মূল্যের স্ট্যাম্পে সরকার নির্ধারিত হলফনামা প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
অর্থাৎ মোট খরচ ৯,৫১০ টাকা + ২০০ টাকা মূল্যের হলফনামা।
দলিল লেখকের পারিশ্রমিকঃ দলিল লেখক সরকারি বেতনভুক্ত কর্মচারী নয়। তাঁরা জনগনের পক্ষে কাজ করে এর বিনিময়ে জনগনের নিকট থেকে পারিশ্রমিক আদায় করে থাকে। বর্তমানে সনদপ্রাপ্ত দলিল লেখকগণ জনগনের পক্ষে সম্পত্তি হস্তান্তর ও দলিল রেজিস্ট্রির প্রয়োজনে নানাবিধ কাজ করে থাকে। যেমন- দলিল মসাবিদাকরণ বা লেখন; এল, টি নোটিশ লেখন; মূল দলিল সংগ্রহে সহায়তাকরন, বালামবহি তল্লাশে সহায়তাকরন, দলিলের নকল সংগ্রহে সহায়তাকরন ইত্যাদি। তাই দলিল রেজিস্ট্রির পূর্বে দলিল লেখকের সাথে কথা বলে তাঁর পারিশ্রমিক নির্ধারণ করে নিন।
বায়নাপত্র দলিলের রেজিস্ট্রি খরচ কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখানো হলোঃ
উদাহরণ- ১:
প্রশ্নঃ একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির নিকট ৫,০০,০০০ টাকা মূল্যের ৫ শতাংশ জমি বিক্রয়ের চুক্তি করেছেন। এই বিক্রয় চুক্তিকে তিনি বায়নাপত্র দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করাতে চান। হলফনামাসহ ১০ (দশ) পৃষ্ঠার একটি বায়নাপত্র দলিলের রেজিস্ট্রি খরচ কত? [প্রতি ৩০০ (তিনশত) শব্দ বা তার অংশবিশেষে ১ (এক) পৃষ্ঠা ধরা হয়]
এই দলিল রেজিস্ট্রির জন্য স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, এন ফি, এনএন ফি, কোর্ট ফি এবং হলফনামার স্ট্যাম্প এবং দলিল লেখকের পারিশ্রমিক পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা, স্ট্যাম্প শুল্ক ৩০০ টাকা।
মোট (৫০০ টাকা + ৩০০ টাকা) ৮০০ টাকা এবং এর সাথে ই- ফিস ১০০ (একশত) টাকা, এন ফি- (১৬×১০ পৃষ্ঠা) ১৬০ টাকা, এনএন ফি-(২৪×১০ পৃষ্ঠা) ২৪০ টাকা পরিশোধ করতে হবে।
সর্বমোট (৮০০+১০০+১৬০+২৪০) ১,৩০০ (তেরশত) টাকা পরিশোধ করতে হবে।
এর সাথে ২০০ (দুইশত) টাকা মূল্যের স্ট্যাম্পে সরকার নির্ধারিত হলফনামা প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
অর্থাৎ মোট খরচ ১,৩০০ টাকা + ২০০ টাকা মূল্যের হলফনামা।
দলিল লেখকের পারিশ্রমিকঃ দলিল লেখক সরকারি বেতনভুক্ত কর্মচারী নয়। তাঁরা জনগনের পক্ষে কাজ করে এর বিনিময়ে জনগনের নিকট থেকে পারিশ্রমিক আদায় করে থাকে। বর্তমানে সনদপ্রাপ্ত দলিল লেখকগণ জনগনের পক্ষে সম্পত্তি হস্তান্তর ও দলিল রেজিস্ট্রির প্রয়োজনে নানাবিধ কাজ করে থাকে। যেমন- দলিল মসাবিদাকরণ বা লেখন; এল, টি নোটিশ লেখন; মূল দলিল সংগ্রহে সহায়তাকরন, বালামবহি তল্লাশে সহায়তাকরন, দলিলের নকল সংগ্রহে সহায়তাকরন ইত্যাদি। তাই দলিল রেজিস্ট্রির পূর্বে দলিল লেখকের সাথে কথা বলে তাঁর পারিশ্রমিক নির্ধারণ করে নিন।
বন্ধকী দলিলের রেজিস্ট্রি খরচ কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখানো হলোঃ
উদাহরণ- ১:
প্রশ্নঃ একজন ব্যক্তি তাঁর স্থাবর সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক থেকে ১০,০০,০০০ টাকা লোন গ্রহণ করবেন। এক্ষেত্রে তিনি ব্যাংকের অনূকুলে বন্ধকী দলিল রেজিস্ট্রি করাতে চান। হলফনামাসহ ১০ (দশ) পৃষ্ঠার একটি বন্ধকী দলিলের রেজিস্ট্রি খরচ কত? [প্রতি ৩০০ (তিনশত) শব্দ বা তার অংশবিশেষে ১ (এক) পৃষ্ঠা ধরা হয়]
এই দলিল রেজিস্ট্রির জন্য স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, এন ফি, এনএন ফি, কোর্ট ফি এবং হলফনামার স্ট্যাম্প এবং দলিল লেখকের পারিশ্রমিক পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ২০০০ টাকা, স্ট্যাম্প শুল্ক ২০০০ টাকা।
মোট (২০০০ টাকা + ২০০০ টাকা) ৪০০০ টাকা এবং এর সাথে ই- ফিস ১০০ (একশত) টাকা, এন ফি- (১৬×১০ পৃষ্ঠা) ১৬০ টাকা, এনএন ফি-(২৪×১০ পৃষ্ঠা) ২৪০ টাকা পরিশোধ করতে হবে।
সর্বমোট (৪০০০+১০০+১৬০+২৪০) ৪৫০০ (চার হাজার পাঁচশত) টাকা পরিশোধ করতে হবে।
এর সাথে ২০০ (দুইশত) টাকা মূল্যের স্ট্যাম্পে সরকার নির্ধারিত হলফনামা প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
অর্থাৎ মোট খরচ ৪৫০০ টাকা + ২০০ টাকা মূল্যের হলফনামা।
দলিল লেখকের পারিশ্রমিকঃ দলিল লেখক সরকারি বেতনভুক্ত কর্মচারী নয়। তাঁরা জনগনের পক্ষে কাজ করে এর বিনিময়ে জনগনের নিকট থেকে পারিশ্রমিক আদায় করে থাকে। বর্তমানে সনদপ্রাপ্ত দলিল লেখকগণ জনগনের পক্ষে সম্পত্তি হস্তান্তর ও দলিল রেজিস্ট্রির প্রয়োজনে নানাবিধ কাজ করে থাকে। যেমন- দলিল মসাবিদাকরণ বা লেখন; এল,টি নোটিশ লেখন; মূল দলিল সংগ্রহে সহায়তাকরন, বালামবহি তল্লাশে সহায়তাকরন, দলিলের নকল সংগ্রহে সহায়তাকরন ইত্যাদি। তাই দলিল রেজিস্ট্রির পূর্বে দলিল লেখকের সাথে কথা বলে তাঁর পারিশ্রমিক নির্ধারণ করে নিন।
অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলের রেজিস্ট্রি খরচ কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখানো হলোঃ
উদাহরণ- ১:
প্রশ্নঃ একজন ব্যক্তি ঢাকায় বসবাস করেন। তাঁর নিজ জেলা কুড়িগ্রামে তাঁর ২৫০ শতাংশ জমি আছে। তিনি তাঁর ভাইকে উক্ত জমি বিক্রয়ের ক্ষমতা প্রদানের জন্য ভাইয়ের অনূকুলে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল রেজিস্ট্রি করাতে চান। হলফনামাসহ ১০ (দশ) পৃষ্ঠার একটি পাওয়ার অব অ্যাটর্নি দলিলের রেজিস্ট্রি খরচ কত? [প্রতি ৩০০ (তিনশত) শব্দ বা তার অংশবিশেষে ১ (এক) পৃষ্ঠা ধরা হয়]
এই দলিল রেজিস্ট্রির জন্য স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, এন ফি, এনএন ফি, কোর্ট ফি এবং হলফনামার স্ট্যাম্প এবং দলিল লেখকের পারিশ্রমিক পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা, স্ট্যাম্প শুল্ক ১০০০ টাকা।
মোট (১০০ টাকা + ১০০০ টাকা) ১১০০ টাকা এবং এর সাথে ই- ফিস ১০০ (একশত) টাকা, এন ফি- (১৬×১০ পৃষ্ঠা) ১৬০ টাকা, এনএন ফি-(২৪×১০ পৃষ্ঠা) ২৪০ টাকা পরিশোধ করতে হবে।
সর্বমোট (১১০০+১০০+১৬০+২৪০) ১৬০০ (এক হাজার ছয়শত) টাকা পরিশোধ করতে হবে।
এর সাথে ২০০ (দুইশত) টাকা মূল্যের স্ট্যাম্পে সরকার নির্ধারিত হলফনামা প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
অর্থাৎ মোট খরচ ১৬০০ টাকা + ২০০ টাকা মূল্যের হলফনামা।
দলিল লেখকের পারিশ্রমিকঃ দলিল লেখক সরকারি বেতনভুক্ত কর্মচারী নয়। তাঁরা জনগনের পক্ষে কাজ করে এর বিনিময়ে জনগনের নিকট থেকে পারিশ্রমিক আদায় করে থাকে। বর্তমানে সনদপ্রাপ্ত দলিল লেখকগণ জনগনের পক্ষে সম্পত্তি হস্তান্তর ও দলিল রেজিস্ট্রির প্রয়োজনে নানাবিধ কাজ করে থাকে। যেমন- দলিল মসাবিদাকরণ বা লেখন; এল, টি নোটিশ লেখন; মূল দলিল সংগ্রহে সহায়তাকরন, বালামবহি তল্লাশে সহায়তাকরন, দলিলের নকল সংগ্রহে সহায়তাকরন ইত্যাদি। তাই দলিল রেজিস্ট্রির পূর্বে দলিল লেখকের সাথে কথা বলে তাঁর পারিশ্রমিক নির্ধারণ করে নিন।
অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (পণমূল্যের বিনিময়ে) দলিলের রেজিস্ট্রি খরচ কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখানো হলোঃ
উদাহরণ- ১
প্রশ্নঃ একজন ব্যক্তি ঢাকায় বসবাস করেন। তাঁর নিজ জেলা কুড়িগ্রাম শহরে তাঁর ৫০,০০,০০০ টাকা মূল্যের ৫০ শতাংশ জমি আছে। তিনি তাঁর ভাইকে ভূমি উন্নয়নের মাধ্যমে উক্ত জমিতে ভবন নির্মাণ করে ফ্লাট বিক্রয়ের ক্ষমতা প্রদানের জন্য ভাইয়ের অনূকুলে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল রেজিস্ট্রি করাতে চান। হলফনামাসহ ১০ (দশ) পৃষ্ঠার একটি পাওয়ার অব অ্যাটর্নি দলিলের রেজিস্ট্রি খরচ কত? [প্রতি ৩০০ (তিনশত) শব্দ বা তার অংশবিশেষে ১ (এক) পৃষ্ঠা ধরা হয়]
এই দলিল রেজিস্ট্রির জন্য স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, এন ফি, এনএন ফি, কোর্ট ফি এবং হলফনামার স্ট্যাম্প এবং দলিল লেখকের পারিশ্রমিক পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ৪০,০০০ টাকা, স্ট্যাম্প শুল্ক ৬০,০০০ টাকা।
মোট (৪০,০০০ টাকা + ৬০,০০০ টাকা) ১,০০,০০০ টাকা এবং এর সাথে ই- ফিস ১০০ (একশত) টাকা, এন ফি- (১৬×১০ পৃষ্ঠা) ১৬০ টাকা, এনএন ফি-(২৪×১০ পৃষ্ঠা) ২৪০ টাকা পরিশোধ করতে হবে।
সর্বমোট (১,০০,০০০+১০০+১৬০+২৪০) ১,০০,৫০০ (এক লক্ষ পাঁচশত) টাকা পরিশোধ করতে হবে।
এর সাথে ২০০ (দুইশত) টাকা মূল্যের স্ট্যাম্পে সরকার নির্ধারিত হলফনামা প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
অর্থাৎ মোট খরচ ১,০০,৫০০ টাকা + ২০০ টাকা মূল্যের হলফনামা।
দলিল লেখকের পারিশ্রমিকঃ দলিল লেখক সরকারি বেতনভুক্ত কর্মচারী নয়। তাঁরা জনগনের পক্ষে কাজ করে এর বিনিময়ে জনগনের নিকট থেকে পারিশ্রমিক আদায় করে থাকে। বর্তমানে সনদপ্রাপ্ত দলিল লেখকগণ জনগনের পক্ষে সম্পত্তি হস্তান্তর ও দলিল রেজিস্ট্রির প্রয়োজনে নানাবিধ কাজ করে থাকে। যেমন- দলিল মসাবিদাকরণ বা লেখন; এল, টি নোটিশ লেখন; মূল দলিল সংগ্রহে সহায়তাকরন, বালামবহি তল্লাশে সহায়তাকরন, দলিলের নকল সংগ্রহে সহায়তাকরন ইত্যাদি। তাই দলিল রেজিস্ট্রির পূর্বে দলিল লেখকের সাথে কথা বলে তাঁর পারিশ্রমিক নির্ধারণ করে নিন।
উদাহরণ- ২:
প্রশ্নঃ একজন ব্যক্তি তাঁর সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন গ্রহণ করবেন। ব্যাংক লোন পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ যাতে বন্ধকী সম্পত্তি বিক্রয় করে লোন অ্যাডজাস্ট করতে পারেন এজন্য ব্যাংক কর্তৃপক্ষের অনূকুলে সম্পত্তি বিক্রয়ের ক্ষমতা সম্বলিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল রেজিস্ট্রি করাতে চান। হলফনামাসহ ১০ (দশ) পৃষ্ঠার একটি পাওয়ার অব অ্যাটর্নি দলিলের রেজিস্ট্রি খরচ কত? [প্রতি ৩০০ (তিনশত) শব্দ বা তার অংশবিশেষে ১ (এক) পৃষ্ঠা ধরা হয়]
এই দলিল রেজিস্ট্রির জন্য স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, এন ফি, এনএন ফি, কোর্ট ফি এবং হলফনামার স্ট্যাম্প এবং দলিল লেখকের পারিশ্রমিক পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা, স্ট্যাম্প শুল্ক ১০০০ টাকা।
মোট (১০০ টাকা + ১০০০ টাকা) ১১০০ টাকা এবং এর সাথে ই- ফিস ১০০ (একশত) টাকা, এন ফি- (১৬×১০ পৃষ্ঠা) ১৬০ টাকা, এনএন ফি-(২৪×১০ পৃষ্ঠা) ২৪০ টাকা পরিশোধ করতে হবে।
সর্বমোট (১১০০+১০০+১৬০+২৪০) ১৬০০ (এক হাজার ছয়শত) টাকা পরিশোধ করতে হবে।
এর সাথে ২০০ (দুইশত) টাকা মূল্যের স্ট্যাম্পে সরকার নির্ধারিত হলফনামা প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
অর্থাৎ মোট খরচ ১৬০০ টাকা + ২০০ টাকা মূল্যের হলফনামা।
দলিল লেখকের পারিশ্রমিকঃ দলিল লেখক সরকারি বেতনভুক্ত কর্মচারী নয়। তাঁরা জনগনের পক্ষে কাজ করে এর বিনিময়ে জনগনের নিকট থেকে পারিশ্রমিক আদায় করে থাকে। বর্তমানে সনদপ্রাপ্ত দলিল লেখকগণ জনগনের পক্ষে সম্পত্তি হস্তান্তর ও দলিল রেজিস্ট্রির প্রয়োজনে নানাবিধ কাজ করে থাকে। যেমন- দলিল মসাবিদাকরণ বা লেখন; এল, টি নোটিশ লেখন; মূল দলিল সংগ্রহে সহায়তাকরন, বালামবহি তল্লাশে সহায়তাকরন, দলিলের নকল সংগ্রহে সহায়তাকরন ইত্যাদি। তাই দলিল রেজিস্ট্রির পূর্বে দলিল লেখকের সাথে কথা বলে তাঁর পারিশ্রমিক নির্ধারণ করে নিন।
নাদাবীপত্র দলিলের রেজিস্ট্রি খরচ কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখানো হলোঃ
উদাহরণ- ১:
প্রশ্নঃ রহিম নামক একজন ব্যক্তি উপজেলা পৌরসভা ভুক্ত ১,০০,০০০ (এক লক্ষ) টাকা মূল্যের ৫ (পাঁচ) শতাংশ জমি কিনেছেন। কিন্তু জরিপের সময় জমিটি তাঁর নামে রেকর্ড না হয়ে ভুল ক্রমে অন্য ব্যক্তির নামে রেকর্ড বা খতিয়ান চুড়ান্ত হয়। জমিটি যার নামে ভুলভাবে রেকর্ড হয়েছে তিনি মূল মালিককে অর্থাৎ রহিম সাহেবের অনূকুলে নাদাবী দলিল রেজিস্ট্রি করাতে সম্মত হন যাতে রহিম সাহেব রেকর্ড সংশোধন করাতে পারে। বাংলায় লিখিত হলফনামাসহ ১০ (দশ) পৃষ্ঠার নাদাবী দলিলটির রেজিস্ট্রি খরচ কত? [প্রতি ৩০০ (তিনশত) শব্দ বা তার অংশবিশেষে ১ (এক) পৃষ্ঠা ধরা হয়]
এই দলিল রেজিস্ট্রির জন্য স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় সরকার কর, উৎস কর, এন ফি, এনএন ফি, কোর্ট ফি এবং হলফনামার স্ট্যাম্প এবং দলিল লেখকের পারিশ্রমিক পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ২% টাকা বা ২০০০ টাকা, স্ট্যাম্প শুল্ক ২০০ টাকা, স্থানীয় সরকার কর ৩% টাকা বা ৩,০০০ টাকা, উৎস কর ২% টাকা বা ২,০০০ টাকা।
মোট (২%+২০০+৩%+২%) টাকা বা ৭,২০০ টাকা এবং এর সাথে ই- ফিস ১০০ (একশত) টাকা, এন ফি- (১৬×১০ পৃষ্ঠা) ১৬০ টাকা, এনএন ফি-(২৪×১০ পৃষ্ঠা) ২৪০ টাকা পরিশোধ করতে হবে।
সর্বমোট (৭,২০০+১০০+১৬০+২৪০) ৭,৭০০ (সাত হাজার সাতশত) টাকা পরিশোধ করতে হবে।
এর সাথে ২০০ (দুইশত) টাকা মূল্যের স্ট্যাম্পে সরকার নির্ধারিত হলফনামা প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
অর্থাৎ মোট খরচ ৭,৭০০ টাকা + ২০০ টাকা মূল্যের হলফনামা।
দলিল লেখকের পারিশ্রমিকঃ দলিল লেখক সরকারি বেতনভুক্ত কর্মচারী নয়। তাঁরা জনগনের পক্ষে কাজ করে এর বিনিময়ে জনগনের নিকট থেকে পারিশ্রমিক আদায় করে থাকে। বর্তমানে সনদপ্রাপ্ত দলিল লেখকগণ জনগনের পক্ষে সম্পত্তি হস্তান্তর ও দলিল রেজিস্ট্রির প্রয়োজনে নানাবিধ কাজ করে থাকে। যেমন- দলিল মসাবিদাকরণ বা লেখন; এল, টি নোটিশ লেখন; মূল দলিল সংগ্রহে সহায়তাকরন, বালামবহি তল্লাশে সহায়তাকরন, দলিলের নকল সংগ্রহে সহায়তাকরন ইত্যাদি। তাই দলিল রেজিস্ট্রির পূর্বে দলিল লেখকের সাথে কথা বলে তাঁর পারিশ্রমিক নির্ধারণ করে নিন।
ভ্রম সংশোধন দলিলের রেজিস্ট্রি খরচ কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখানো হলোঃ
উদাহরণ- ১:
প্রশ্নঃ রহিম নামের একজন ব্যক্তি সাফ কবলা দলিল রেজিস্ট্রির মাধ্যমে কিছু জমি ক্রয় করেন। তাড়াহুড়ো করে দলিল লেখার কারণে দলিলের তফসিল অংশে ৪৫৩ নং আর,এস খতিয়ানের অন্তর্ভুক্ত আর,এস দাগ নম্বর ১১২৪ এর স্থলে ভুলক্রমে ১১৪২ লেখা হয়েছিল, যা ভূমি অফিসে নামজারী করতে গেলে ধরা পড়ে। আর,এস ৪৫৩ নম্বর খতিয়ানে ১১৪২ নম্বর দাগ নেই। তিনি দলিলের দাতাকে ভুল দাগ নম্বরটি সংশোধন করে দেয়ার অনুরোধ করেন। দলিলটির দাতা রাজি হয়ে যায় এবং ভ্রম সংশোধন দলিল করে দিতে চায়। হলফনামাসহ ১০ (দশ) পৃষ্ঠার একটি ভ্রম সংশোধন দলিলের রেজিস্ট্রি খরচ কত? [প্রতি ৩০০ (তিনশত) শব্দ বা তার অংশবিশেষে ১ (এক) পৃষ্ঠা ধরা হয়]
এই দলিল রেজিস্ট্রির জন্য স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, এন ফি, এনএন ফি এবং হলফনামার স্ট্যাম্প এবং দলিল লেখকের পারিশ্রমিক পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে স্ট্যাম্প শুল্ক মওকুফের দরখাস্ত করা হলে এবং তা মঞ্জুর হলে দলিলটির রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা, স্ট্যাম্প শুল্ক ৩০০ টাকা।
মোট (১০০ টাকা + ৩০০ টাকা) ৪০০ টাকা এবং এর সাথে ই- ফিস ১০০ (একশত) টাকা, এন ফি- (১৬×১০ পৃষ্ঠা) ১৬০ টাকা, এনএন ফি-(২৪×১০ পৃষ্ঠা) ২৪০ টাকা পরিশোধ করতে হবে।
সর্বমোট (৪০০+১০০+১৬০+২৪০) ৯০০ (নয়শত) টাকা পরিশোধ করতে হবে।
এর সাথে ২০০ (দুইশত) টাকা মূল্যের স্ট্যাম্পে সরকার নির্ধারিত হলফনামা প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
অর্থাৎ মোট খরচ ৯০০ টাকা + ২০০ টাকা মূল্যের হলফনামা।
দলিল লেখকের পারিশ্রমিকঃ দলিল লেখক সরকারি বেতনভুক্ত কর্মচারী নয়। তাঁরা জনগনের পক্ষে কাজ করে এর বিনিময়ে জনগনের নিকট থেকে পারিশ্রমিক আদায় করে থাকে। বর্তমানে সনদপ্রাপ্ত দলিল লেখকগণ জনগনের পক্ষে সম্পত্তি হস্তান্তর ও দলিল রেজিস্ট্রির প্রয়োজনে নানাবিধ কাজ করে থাকে। যেমন- দলিল মসাবিদাকরণ বা লেখন; এল, টি নোটিশ লেখন; মূল দলিল সংগ্রহে সহায়তাকরন, বালামবহি তল্লাশে সহায়তাকরন, দলিলের নকল সংগ্রহে সহায়তাকরন ইত্যাদি। তাই দলিল রেজিস্ট্রির পূর্বে দলিল লেখকের সাথে কথা বলে তাঁর পারিশ্রমিক নির্ধারণ করে নিন।
Add comment