Last Updated on 30/07/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রির জন্য দলিল গ্রহণের পূর্বে আইন ও বিধি পরিপালন, সম্পত্তির পরিচয় যাচাই, মালিকানা যাচাই, বিক্রেতা- দাতা- সম্পাদনকারীগণের পরিচয় যাচাই, পরিশোধকৃত সরকারি ফি, কর ও শুল্ক এর পরিমাণ যাচাই ইত্যাদির জন্য কতকগুলো কাগজপত্র পর্যালোচনা ও পরীক্ষা করতে হয়। পর্যালোচনার স্বার্থে এ সকল বৈধ কাগজপত্র চাওয়ার আইনগত এখতিয়ার প্রতিষ্ঠার লক্ষ্যে নিবন্ধন অধিদপ্তর ০৫ ডিসেম্বর, ২০১২ তারিখে পরিপত্র জারি করে।
দলিল রেজিস্ট্রির সময় সাব-রেজিস্ট্রার কি কি কাগজপত্র চাইতে পারে
Add comment