Last Updated on 21/07/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
The Agriculturist’s Loans Act, 1884 এর 4(1) ধারায় বর্ণিত বাংলাদেশ কৃষি ব্যাংকের কৃষি ঋণ সংক্রান্ত বন্ধকী দলিল রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর ধারা ১৭(২) এর (x) দফায় অব্যাহতি প্রাপ্ত হওয়ায় রেজিস্ট্রেশনের জন্য দলিল গ্রহণ প্রক্রিয়া সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। রেজিস্ট্রেশনের জন্য দলিল গ্রহণের পর সেগুলো নথিভুক্তির জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে প্রেরণ করা হয়। কৃষিঋণ ব্যতীত অন্যান্য ঋণ রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর ১৭(১) এর (সিসি) দফা প্রযোজ্য হবে বিধায় তা রেজিস্ট্রির জন্য গ্রহণের ক্ষমতা সংশ্লিষ্ট ব্যাংকের নেই। অন্যান্য বন্ধকী দলিলের মতো রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করাতে হবে।
কৃষি ব্যাংকের দলিল রেজিস্ট্রি
Add comment