বন্টননামা দলিল ছাড়াই ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি নামজারি/খারিজ করার পদ্ধতি

Last Updated on 23/07/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

কোন ব্যক্তির মৃত্যুর পর তাঁর জীবিত ওয়ারিশগণ একত্রে ওয়ারিশ সনদ গ্রহণ পূর্বক প্রত্যেকের প্রাপ্য হিস্যা অনুযায়ী নামজারি বা খারিজের আবেদন করতে পারেন। এভাবে আবেদন করা হলে নিজেদের মধ্যে ‘বন্টননামা’ দলিল নাই এই অজুহাতে সহকারী কমিশনার (ভূমি) নামজারি/খারিজের আবেদন নামঞ্জুর করতে পারবেন না। এই মর্মে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ হতে পরিপত্র জারি করা হয়েছে, যার নম্বর- ৩১.০০.০০০০.০৪৬.৯৯.০২০.২০.১১২ তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫; তবে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি কোন ব্যক্তি তাঁর নিজের হিস্যায় প্রাপ্ত সম্পত্তির পৃথক নামজারি/খারিজের আবেদন করলে তাঁকে অবশ্যই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ১৪৩খ ধারা মোতাবেক রেজিস্ট্রি অফিসের মাধ্যমে বণ্টননামা দলিল রেজিস্ট্রি করতে হবে।

পরিপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

DOWNLOAD

 

ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

Add comment

error: Content is protected !!