Last Updated on 08/05/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
অধ্যায় ৪
আঞ্চলিক বিভাগসমূহ
৩৪। দলিলে আঞ্চলিক বিভাগ উল্লেখে স্থাবর সম্পত্তির সঠিক ও যথাযথ বর্ণনা।– নিবন্ধনের জন্য গৃহীত দলিলসমূহে স্থাবর সম্পত্তি স্থাবর সম্পত্তি সনাক্তকরণের ক্ষেত্রে যাহাতে কোন প্রকার সন্দেহের অবকাশ না থাকে তাহার জন্য ধারা ২১, বিধি ১৯ এবং সংবিধিবদ্ধ আদেশের অনুচ্ছেদ এর নির্দেশ মোতাবেক যথাযথভাবে এবং পর্যাপ্তরূপে বর্ণিত হইয়াছে কিনা তদ্বিষয়ে নিবন্ধনকার সজাগ দৃষ্টি রাখিতে হইবে।
যেক্ষেত্রে নিবন্ধনের জন্য দাখিলকত কোন দলিলে সম্পত্তির বিবরণ অপর্যাপ্ত বলিয়া দৃষ্ট হয়, সেইক্ষেত্রে। নিবন্ধনকারী কর্মকর্তা বিধি ২১ এ বর্ণিত পদ্ধতি অনুসরণ করিবেন।
Add comment