Last Updated on 07/05/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
সম্পম অধ্যায়
ধারা ২৫(১) এবং ধারা ৩৪(১) এর অধীন জরিমানা আরোপ
৬২। “যথাযথ নিবন্ধন ফি” এর অর্থ।- নিবন্ধন আইনের ধারা ২৫ এবং ধারা ৩৪ এবং বিধি ৩৮ এ। উল্লিখিত “প্রকৃত নিবন্ধন ফি” শব্দসমষ্টি ফিসের তালিকার দফা “ক” হইতে “ও” এর অধীন আদায়যােগ্য কেবলমাত্র সাধারণ ফিসকে বুঝায় বলিয়া ধরিয়া লইতে হইবে। একই তালিকার অধীন বাড়তি বা অতিরিক্ত আদায়যোগ্য ফিস বাদ দিতে হইবে। এইরূপে একটি দলিলের ক্ষেত্রে যদি নিম্নবর্ণিত ফিসাদি আদায়যোগ্য হয় –
দফা টাকা/পয়সা
ক………………………………………..ব
ঙ………………………………………..ভ
ড (অ) …………………………………ম
ঢ……………………………………….য
তাহা হইলে, “প্রকৃত নিবন্ধন ফি” যাহার ভিত্তিতে জরিমানা গণনা করিতে হইবে, উহা হইল, ক + ঙ অর্থাৎ (ব + ভ ) = … টাকা, ফিসের তালিকায় ‘ক’ এবং ‘ঙ’ উভয়ই সাধারণ ফিসের অধীন, পক্ষান্তরে ‘ড’ এবং ‘ঢ’ দফার ফিস বাড়তি বা অতিরিক্ত বিধায় তাহা প্রকৃত নিবন্ধন ফি হিসাবে বিবেচনা করা উচিত নহে।
৬৩। ধারা ১৭ক এবং ধারা ২৩ হইতে ২৬ এর অধীন সময় গণনাকরণ।- ধারা ১৭ক এবং ধারা ২৩ হইতে ২৬ এর অধীন সময় গণনাকালে দলিল সম্পাদনের দিনটি বাদ দিতে হইবে [ জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭ (১৮৯৭ সনের ১০ নং আইন) এর ধারা ৯(১) দ্রষ্টব্য ]।
৬৪। ফিস মওকুফকৃত দলিলে ধারা ২৫ এবং ধারা ৩৪ এর অধীন জরিমানা ধার্য করা যাইবে না।- নিবন্ধন ফিস মওকুফকৃত দলিলে ধারা ২৫ এবং ধারা ৩৪ এর অধীন জরিমানা আদায় করা যাইবে না।
৬৫। জরিমানা মওকুফ করিবার আবেদন।- জরিমানা মওকুফ করিবার জন্য প্রতিটি আবেদন জেলা রেজিস্ট্রারের মাধ্যমে মহা-পরিদর্শক, নিবন্ধনের বরাবর দাখিল করিবার উদ্দেশ্যে প্রথমে যে নিবন্ধনকারী কর্মকর্তা ইহা ধার্য করিয়াছেন তাহার নিকট পেশ করিতে হইবে।
ধারা ৭০ এর অধীন জরিমানা মওকুফের আবেদন বিধি ৪১ এর উপ-বিধি (২) এর শর্তানুসারে রেজিস্ট্রারের নিকট প্রেরণের সময় সাব-রেজিস্ট্রার দলিলটি সম্পাদনের তারিখ, দাখিলের তারিখ, সম্পাদন স্বীকারের তারিখ, প্রকৃত নিবন্ধন ফিসের পরিমাণ এবং ধারা ২৫ বা, ক্ষেত্রমত, ধারা ৩৪ এর অধীন পরিশোধকৃত জরিমানার পরিমাণ বর্ণনা করিবেন। অনুরূপভাবে, রেজিস্ট্রার তাহার বরাতে এই সকল বিষয় মহা-পরিদর্শক, নিবন্ধনকে অবহিত করিবে।
Add comment