Last Updated on 24/05/2024 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
যারা “ক তফসিল” ভূক্ত সম্পত্তি নির্ধারিত সময়ে অবমুক্তির আবেদন করেন নাই, তাদের জন্য-
অদাবীকৃত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এই আইনের ২৬ ধারায় বলা হয়েছে, (১) এই আইনের অধীন আবেদনের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করা না হইলে বা নির্ধারিত সময়ের মধ্যে আপীল দায়ের করা না হইলে বা আপীলে দাবী প্রমাণিত না হইলে সংশ্লিষ্ট অর্পিত সম্পত্তি সরকারী সম্পত্তি হিসাবে গণ্য হইবে।
২) উপ-ধারা (১) এ বর্ণিত সরকারি সম্পত্তি সরকার বিক্রয় বা অন্য কোনভাবে হস্তান্তর বা সরকারের বিবেচনামতে যে কোনভাবে ব্যবহার বা নিষ্পত্তি করিতে পারিবে।
তথ্যসূত্রঃ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১
My uncle did Ayaz heba to his nephew in terms of praying mat and tazbi. In the land registration document written his nephew lived in this land. But he didn,t live in this land. So how strong the Ayaz . Two of my uncle are owner of this land.
পরামর্শের পূর্বে দলিলে কোন শর্ত আছে কি-না তা জানা দরকার।
আপনি এখানে ক্লিক করে ফেসবুক গ্রুপ “মাটির পাঠশালা” য় যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন।