Last Updated on 08/01/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
বর্তমানে আর,এস খতিয়ান অনলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইনে আর,এস খতিয়ান পেতে নিচের লিংকে ক্লিক করে প্রথমে আপনার খতিয়ান যাচাই করুন এরপর সার্টিফাইট কপি/নকলের জন্য আবেদন করুন।
এখানে প্রথমে বিভাগ, এরপর জেলা, এরপর উপজেলা এবং সর্বশেষ মৌজা বাছাই করুন। মোট চার ভাবে সার্চ করে মালিকানা সম্বন্ধে নিশ্চিত হওয়া যাবেঃ-
- খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করে,
- দাগ নম্বর দিয়ে সার্চ করে,
- ব্যক্তির নাম দিয়ে সার্চ করে এবং
- পিতার নাম দিয়ে সার্চ করে।
এই চার মাধ্যমের যে কোন একটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর নিচে যে ছোট বক্সটি আসবে সেখানে, যা সিলেক্ট করেছেন অর্থাৎ খতিয়ান নম্বর সিলেক্ট করে থাকলে খতিয়ান নম্বরটি বক্সে লিখুন, দাগ নম্বর সিলেক্ট করে থাকলে দাগ নম্বরটি বক্সে লিখুন, ব্যক্তির নাম সিলেক্ট করে থাকলে ব্যক্তির নাম বক্সে লিখুন, পিতার নাম সিলেক্ট করে থাকলে পিতার নাম বক্সে লিখুন। এরপর দুটি অংক দেয়া থাকবে। অংক দুটি যোগ করে যোগফল নিচের বক্সে লিখুন। এরপর ‘খুজুন’ অপশনে ক্লিক করুন। এভাবে সার্চ করে আপনার কাংখিত খতিয়ান পাওয়া গেলে ‘অনলাইনে আবেদন’ অপশনে ক্লিক করে আবেদন করুন।
তথ্য উৎসঃ dlrms.land.gov.bd
বিভাগ, জেলা, উপজেলা, মৌজার নাম দিতে পারি কিন্তু দাগ নং এর জন্য কোনো ঘর নাই। খতিয়ান নং এর ঘর থাকলেও দেওয়া যাচ্ছে না। আবেদন আই.ডি তে (মৃত. বাবার নাম দাদা )র নাম দিয়ে আমার মোবাইল নং দিয়েছি তবু হচ্ছে না আসলে এটা কাজ করে নাকি আমি কোথাও ভুল করছি বুঝতে পারছি না। কিভাবে আমার দাদা অথবা বাবার নাম আর.এস পচাঁয় দেখতে পারব জানালে উপকৃত হবো।
Deal Sir
আমি টাংগাইল জেলার মির্জাপুর উপজেলার গায়রাবেতিল মৌজার নাম অনলাইনে পাচ্ছি না। কিন্তু বাকি সব মৌজা আছে দুই একটি ছাড়া। কি করব জানালে উপকৃত হব।
আর এস দাগ 2004,মৌজা- আনোয়ারা, চট্টগ্রাম,বাংলাদেশ, খতিয়ানটি কিভাবে পাবো ?
Ami online abedon korci kin2 delivery date par hoye geche kin2 akhno pai nai onek din hoilo
I want create an acount for it but Couldn’t why
Its great..
Baiya amar khatinae j mouja nam deoa ace ta astacena but amar upozealr onek moujar nam paici ta ekhon ami ki korbo ?
j sob jalay r mouja dakha jay na, ta ki vabe dekbo. please janaben. amar jila gaibandha.thana. sundorgonj. mouja 9 no chaporhati. but ata mouja astece na. now ki korbo.janale upokirto hobo.
আমার ব্রাউজারে আবেদন ফরমটি দেখা য়াচ্ছে না
আমি কি করলে এর সমাধান পাব?
জমির খতিয়ান আবেদন
খতিয়ানের উপর ডাবল ক্লিক করলে আবেদন ফরম আসছেনা । কিভাবে আবেদন করব ?