Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
কোর্ফাঃ জমির নিম্নতম, মালিকানা, স্বত্ব বা অধিকারকে কোর্ফা বলে; যে প্রজা তার উর্ধ্বতন প্রজার কাছ থেকে জমি নিয়ে চাষ করে তাকে কোর্ফা প্রজা বলে।
বর্গা চাষী: বর্গা বলতে ভূমিতে উৎপন্ন ফসলের ভাগ বুঝায়। কোন ব্যক্তি ভূমিতে উৎপন্ন ফসলের কোন নির্দিষ্ট অংশ ভূমি মালিককে দেয়ার শর্তে যদি চাষাবাদ করেন, তবে উক্ত চাষীকে বর্গাচাষী বলা হবে।
এজমালী সম্পত্তি: কোন প্লট বা জমি খন্ড একাধিক শরিক একত্রে ভোগ-দখলে রাখলে তাকে এজমালী সম্পত্তি বলে।
চাকরান ভূমি: জমিদারগণ তাদের চাকরদেরকে বেতনের পরিবর্তে যে ভূমি ভোগ-দখলের সুবিধা প্রদান করতেন, তাকে চাকরান ভূমি বলে।
ভূমি অধিগ্রহণ: জনস্বার্থে কোন উন্নয়নমুলক কাজের জন্য স্থাবর সম্পত্তির প্রয়োজনে কালেক্টরেট বা জেলা প্রশাসক জনসাধারণের নিকট হতে বাধ্যতামূলকভাবে যে ভূমি গ্রহন করে, তাকে ভূমি অধিগ্রহণ বলে।
জে,এল, নম্বর (Jurisdiction List No) : থানা বা উপজেলাধীন প্রত্যেকটি মৌজাকে পর্যায়ক্রমে ক্রমিক নম্বর দ্বারা চিন্থিত করা হয়। মৌজার এ নম্বরকে জে,এল, নম্বর বলে।
জমি-জমা ও দলিল রেজিস্ট্রি সংক্রান্ত সকল তথ্য জানতে এখানে ক্লিক করুন।
দাগ নম্বর: জরিপের সময় ভূমির নকশায় প্রতিটি জমিকে বা প্লটকে এক একটি নম্বর দ্বারা চিহ্নিত করা হয়, এই নম্বরকে দাগ নম্বর বলে।
ছুট বা ছুটা দাগ (Omitted or dropped plot): নকশায় সংখ্যায়নের মাধ্যমে ভূমির দাগ নম্বর দেয়ার সময় প্রায়শই ভুলক্রমে কোন সংখ্যা বাদ পরে অথবা কোন কারণে পরবর্তী সময় কোন সংখ্যা নকশায় বাদ দিতে হয়। নকশায় প্রকৃত অনুপস্থিত ঐ নম্বরকে ছুট দাগ বলে। ছুট দাগ নম্বর সীটের পার্শ্বে নোট করা থাকে।
নকশা: কাগজে অংকিত ভূমির প্রতিচ্ছবিকে নকশা বলে।
বাটা দাগ (Divided plot): নকশা প্রস্তুতের সময় প্রত্যেক ভূমি খণ্ডকে চিহ্নিত করার জন্য দাগ নম্বর দেয়া হয়। পবর্তীকালে কোন দাগ বাস্তব প্রয়োজনে বিভক্ত করা আবশ্যক হতে পারে। যদি কোন দাগকে বিভক্ত করে আলাদাভাবে নতুনদাগ সৃষ্টি করে নম্বর দেয়া হয়, তাহলে বিশেষ পদ্ধতিতে দাগ নম্বর দিতে হয়। পরবর্তী সময় এ নতুন সৃষ্ট নম্বরকে বাটা দাগ নম্বর বলে। এ নতুন সৃষ্ট দাগে বাটা দাগ নম্বর দেয়ার সময় বিভক্ত দাগের মুল নম্বর এর নীচে (বাই নম্বর) সীটের শেষ নম্বরে পরের নম্বর দিয়ে চিহ্নিত করা হয়। বাটা দাগ নম্বরে সীটের পার্শ্বে নোট করে প্রর্দশন করতে হয়।
সম্পত্তির ওয়াশিলাতঃ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ২(১২) ধারায় বলা হয়েছে, ‘ওয়াশিলাত’ বলতে বে-আইনী দখলকার ব্যক্তি সম্পত্তি হতে প্রকৃতপক্ষে যে মুনাফা লাভ করেছে বা সাধারণ বুদ্ধিমত্তায় যে মুনাফা লাভ করতে পারত সুদসহ সেই মুনাফা বুঝায়, কিন্তু বে-আইনী দখলকার ব্যক্তি সম্পত্তির কোন উন্নতি সাধন করে থাকলে ইহার ফলে সৃষ্ট মুনাফা অন্তর্ভুক্ত হবে না।
বারবরদারী খরচ: দলিলের দাতা রেজিস্ট্রি অফিসে বা কোন স্বাক্ষী আদালতে উপস্থিত হতে অপারগ হলে, সাব-রেজিস্ট্রার বা কমিশনার উক্ত ব্যক্তিবর্গের বাড়িতে গমনাগমনের জন্য যে খরচ হয়, তাকে বারবরদারী খরচ বলে।
চালা (Highland): আবাদী উঁচু জমি যেখানে সাধারনত শাক-সবব্জির চাষ করা হয়, তাকে চালা বলে। কোন কোন এলাকায় চালা শ্রেনীর জমিকে ভিটিও বলা হয়।
মৌজাঃ সি,এস, জরিপের সময় প্রতিটি থানা এলাকাকে অনেকগুলো এককে বিভক্ত করে প্রত্যেকটি একককে ক্রমিক নম্বর দিয়ে চিহ্নিত করে জরিপ করা হয়েছে। থানা এলাকার এরূপ প্রত্যেকটি একককে মৌজা বলে। এক বা একাধিক গ্রাম বা পাড়া নিয়ে একটি মৌজা গঠিত হয়।
খতিয়ান: সাধারণত স্বত্ব সংরক্ষণ ও রাজস্ব আদায়ের উদ্দেশ্যে জরীপ বিভাগ কর্তৃক প্রত্যেক মৌজার ভূমির মালিক বা মালিকগণের নাম, পিতা অথবা স্বামীর নাম, ঠিকানা, জমির হিস্যা বা অংশ এবং তাদের স্বত্বাধীন দাগসমূহের নম্বরসহ ভূমির পরিমাণ, শ্রেণী ইত্যাদি বিবরণসহ যে স্বত্ব তালিকা বা স্বত্বের রেকর্ড প্রস্তুত করা হয়, তাকে খতিয়ান বলা হয় এবং উক্ত রেকর্ডকে স্বত্ত্বের রেকর্ড বা রেকর্ড অব রাইটস (ROR) বলা হয়। খতিয়ানগুলো ১,২,৩,৪ ইত্যাদি ক্রমিক সংখ্যা দ্বারা সাজানো হয়। এই নম্বরকে খতিয়ান নম্বর বলে। প্রত্যেক মৌজার খতিয়ান নম্বর ১ হতে শুরু হয়। কোন কোন মৌজায় কয়েক হাজারে খতিয়ান থাকতে পারে। কোন মৌজায় কতটি খতিয়ান রয়েছে তা উক্ত মৌজার স্বত্বের রেকর্ডে (ROR) পাওয়া যায়।
পর্চা (Draft copy of Khatian) : জরীপ চলাকালে খসড়া খতিয়ানের যে অনুলিপি ভূমির মালিককে দেয়া হয় তাকে পর্চা বলে।
তসদিক: কাগজপত্র ও সাক্ষ্যপ্রমাণ দ্বারা সত্যতা যাচাই করার নাম তসদিক। যেমন, তসদিককৃত পর্চা।
বয়নামাঃ ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধির ২১ আদেশের ৯৪ নিয়ম অনুসারে কোনো স্থাবর সম্পত্তির নিলাম বিক্রয় চূড়ান্ত হলে আদালত নিলাম ক্রেতাকে নিলামকৃত সম্পত্তির বিবরণ সংবলিত যে সনদ প্রদান করেন তাকে বয়নামা বলে।
বয়নামায় নিলাম ক্রেতার নামসহ অন্যান্য তথ্যাবলি লিপিবদ্ধ থাকে। যে তারিখে নিলাম বিক্রয় চূড়ান্ত হয় বয়নামায় সে তারিখ উল্লেখ করতে হয়।
দখলনামাঃ দখল হস্তান্তরের সনদপত্র। সার্টিফিকেট জারীর মাধ্যমে কোনো ব্যক্তি কোনো সম্পত্তি নিলাম খরিদ করে নিলে, সরকার-পক্ষ সম্পত্তির ক্রেতাকে দখল বুঝিয়ে দেয়ার পর যে সনদপত্র প্রদান করেন, তাকে দখলনামা বলে। সরকারের লোক সরেজমিনে গিয়ে ঢোল পিটিয়ে, লাল নিশান উড়ায়ে বা বাঁশ গেড়ে দখল প্রদান করেন।
এছাড়া কোনো ডিক্রিজারির ক্ষেত্রে কোনো সম্পত্তি নিলামে বিক্রয় হলে আদালত ওই সম্পত্তির ক্রেতাকে দখল বুঝিয়ে দিয়ে যে সার্টিফিকেট প্রদান করেন, তাকেও দখলনামা বলা হয়। যিনি সরকার অথবা আদালতের নিকট থেকে কোনো সম্পত্তির দখলনামা প্রাপ্ত হন, ধরে নিতে হবে যে, দখলনামা প্রাপ্ত ব্যক্তির সংশ্লিষ্ট সম্পত্তিতে দখল আছে।
জমাবন্দিঃ জমিদারি আমলে জমিদার বা তালুকদারের সেরেস্তায় প্রজার নাম, জমি ও খাজনার বিবরণী লিপিবদ্ধ করা হত, যা জমাবন্দি নামে পরিচিত। বর্তমানে ইউনিয়ন ভূমি অফিসে অনুরূপ রেকর্ড রাখা হয়।
আমলনামাঃ আমলনামা বা হুকুমনামা বলতে জমিদারের কাছ থেকে জমি বন্দোবস্ত নেয়ার পর প্রজার স্বত্ব ও দখল প্রমাণের দলিলকে বুঝায়। সংক্ষেপে বলতে গেলে জমিদার কর্তৃক প্রজার বরাবরে দেয়া জমির বন্দোবস্ত সংক্রান্ত নির্দেশপত্রই আমলনামা।
জমা খারিজঃ জমা খারিজ অর্থ যৌথ জমা বিভক্ত করে নতুন খতিয়ান সৃষ্টি করা। প্রজার কোন জোতের কোন জমি হস্তান্তর বা বন্টনের কারনে মূল খতিয়ান থেকে কিছু জমি নিয়ে নতুন জোত বা খতিয়ান খোলাকে জমা খারিজ বলা হয়।
ভিটি (Highland): এমন অনেক উঁচু জমি আছে যেখানে বসবাসের জন্য বাড়ীঘর নির্মাণ না করে চাষাবাদ করা হয়। বাড়ীঘর করার যোগ্য এমন উঁচু ভূমিকে ভিটি জমি বলে।
ছড়া (Downward strip land): পাহাড় বা টিলার যে সকল এলাকা সমতল ভূমির দিকে ঢালু হয়ে ছড়িয়ে পড়েছে, তাকে ছড়া বা ছড়ি বলা হয়।
নয়নজুলি (Roadside Drain): রাস্তা নির্মানের সময় দুধার থেকে মাটি তোলার কারণে নালা সৃষ্টি হয়। রাস্তার দুধারে সৃষ্ট এমন নালাকে নয়নজুলি বলা হয়।
বাওড়: প্রাকৃতিক বা অন্য কারনে নদীর গতিপথ পরিবর্তনের ফলে পুর্বের গতিপথের স্রোত প্রাকৃতিক কারণে বন্ধ হয়ে যে বিস্তীর্ণ জলাভূমি সৃষ্টি করে তাকে বাওড় বলে।
হাওড়: প্রাকৃতিক কারণে সৃষ্ট বিস্তীর্ণ জলমগ্ন নিম্ন জলাভূমি হাওড় নামে পরিচিত। হাওড় এলাকা বিলের চেয়ে বড়।
বিল: বিস্তীর্ণ আবদ্ধ স্বাদু পানির জলাভূমি, যেখানে অতিরিক্ত পানি এসে জমা হয়।
ঝিল: লম্বাকৃতি জলাভূমি, ছোট আকারের বিল।
হালট: চাষিদের জমি চাষের জন্য হাল-বলদ নিয়ে জমিতে চলাচলের জন্য এবং শ্রমিকদের ভূমিতে কাজে যাওয়ার জন্য, ভূমির পাশ দিয়ে যে পথ বা রাস্তা রাখা হয়, তাকে হালট বলে।
আইল: প্রত্যেকটি ভূমি খন্ডকে আলাদা করার জন্য সীমানানির্দেশক উঁচু ধরনের চিহ্নকে আইল বলা হয়। জমিতে পানি আটকানোর জন্য নির্মিত অনুচ্চ বাঁধকেও আইল বলা হয়।
সিকস্তি: কোন ভূমি যখন নদী বা সাগরে ভেঙ্গে যায়, তখন তাকে সিকস্তি বলে।
পয়স্তি: পুর্বে যে ভূমি নদী বা সাগরে বিলুপ্ত হয়েছিল তা যদি পুনরায় চর রূপে জেগে উঠে, তাকে পয়স্তি বলে।
গোপাট, গোচর, গোবাম (Pasture Land): যে পতিত জমিতে গবাদি পশু ঘাস খাওয়ার জন্য চড়ে বেড়ায় ।
গান্টার চেইন (Gunter chain): ভূমির দৈর্ঘ্য পরিমাপের জন্য একশত লিংক বিশিষ্ট যে চেইন ব্যবহার করা হয়, তাকে গান্টার চেইন বলে। এ চেইনের দৈর্ঘ্য ৬৬ ফিট। চেইনের উদ্ভাবকের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে।
দাখিলা (Rent Receipt): ভূমি মালিকের নিকট হতে ভূমি উন্নয়ন কর আদায়ের পর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) যে রশিদ ভূমি মালিককে প্রদান করে, তাকে দাখিল বলা হয়। দাখিলা ভূমির মালিকানা স্বত্বের অন্যতম প্রমান।
ডি,সি,আর, (Duplicate Carbon Receipt): ভূমি কর ব্যতীত অন্যান্য সরকারী পাওনা আদায় করার পর নির্ধারিত ফর্মে যে রশিদ দেয়া হয়; তাকে ডি,সি,আর, বলে।
সায়রত মহল (Sairat Mahal): সায়রত অর্থ ভূমি কর ব্যতিত অন্যান্য করের মাধ্যম সরকারের আয়। যে সমস্ত সাধারণ ব্যবহার্য স্থান সমুহ সাময়িক ব্যবহারের জন্য সরকার কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা কোন প্রতিষ্টানকে বার্ষিক লিজ দিয়ে অথবা স্বল্প মেয়াদি লিজ দিয়ে রাজস্ব আদায় করেন, তাকে সায়রত মহল বলে। এ লীজ দ্বারা সংশ্লিষ্ট সম্পত্তির মালিকানা হস্তান্তরিত হয় না।
কোর্ট অব ওয়ার্ডস (Court of Wards): চিরস্থায়ী বন্দোবস্তের পরবর্তীকালে কোন জমিদার নি:সন্তান অথবা নাবালক সন্তান রেখে মৃত্যুবরণ করলে উক্ত জমিদারি, সরকার কর্তৃক তত্ত্বাবধান করার জন্য ১৮৭৯ সনে কোর্ট অব ওয়ার্ডস আইন করা হয়। এ আইন মোতাবেক বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট কালেক্টর একজন ম্যানেজার নিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট জমিদারী তত্বাবধান করতেন।
শত্রু সম্পত্তি: ১৯৬৫ সালে পাকিস্থান ও ভারতের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। এ যুদ্ধের কারনে কিছু পাকিস্থানী (হিন্দু) ভারতে চলে যায়। এরূপ পাকিস্তানী নাগরিকের ফেলে যাওয়া সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে।
অর্পিত সম্পত্তি: ১৯৬৫ সালে পাকিস্থান ও ভারতের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। এ যুদ্ধের কারনে কিছু পাকিস্থানী (হিন্দু) ভারতে চলে যায়। এরূপ পাকিস্তানী নাগরিকের ফেলে যাওয়া সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উক্ত সম্পত্তিকে অর্পিত সম্পত্তি নামে নামকরণ করা হয়।
বিনিময় সম্পত্তি (Exchange property): ১৯৪৭ সালে পাকিস্তান ও ভারত বিভক্তির পর তদানিন্তন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ হতে কিছু হিন্দু নাগরিক ভারতে চলে যায় এবং ভারত হতে কিছু মুসলমান নাগরিক পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে আসে। এভাবে চলে যাওয়া ও আগত ব্যক্তিদের মধ্যে বিধি মোতাবেক যে সম্পত্তি বিনিময় হয়, তাকে বিনিময় সম্পত্তি বলে।
পরিত্যক্ত সম্পত্তি (Abandoned Property): ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকালে বা স্বাধীনতার অব্যবহিত পরে যে সকল পাকিস্তানি নাগরিক স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করে চলে যায়, বাংলাদেশে ফেলে যাওয়া তাদের সম্পত্তিকে পরিত্যক্ত সম্পত্তি বলে।
ওয়াকফ সম্পত্তি (Wakf property): কোন মুসলমান তার সম্পত্তি ধর্মীয় বা সমাজ কল্যাণমুলক কাজের জন্য দান করতে পারে। ধর্মীয় ও সমাজ কল্যাণমুলক প্রতিষ্ঠানের ব্যয়ভার বহন করার উদ্দেশ্যে কোন সম্পত্তি দলিলের মাধ্যমে উৎসর্গ করলে সেই সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে। যিনি সম্পত্তি উৎসর্গ করেন তাকে ওয়াকিফ বলে। ওয়াকফ প্রশাসকের অনুমতি ছাড়া ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করা যায় না।
মোতোওয়াল্লী (Manager): যিনি ওয়াকফফ সম্পত্তি তত্বাবধান বা পরিচালনা করেন, কাকে মোতোওয়াল্লী বলে। ওয়াকিফ নিজেও মোতোওয়াল্লী হতে পারেন। মোতোওয়াল্লী ওয়াকফ প্রশাসক বা সরকারের অনুমতি ছাড়া ওয়াকফ্কৃত সম্পত্তি হস্তান্তর করতে পারেন না।
কবুলিয়ত: মালিকের বরাবরে প্রাপ্তি স্বীকারোক্তিমূলক দলিলকে কবুলিয়ত (Counterpart of Lease) বলে। সাধারনত ভূমিহীনদের বরাবর কবুলিয়ত দলিলের মাধ্যমে সরকারি খাস জমি হস্তান্তর হয়ে থাকে। কবুলিয়ত দলিলে জমি ভোগ-দখল করার নির্দিষ্ট কিছু শর্ত ও প্রজা কর্তৃক খাজনা দেয়ার প্রতিশ্রুতি লেখা থাকে। শর্ত ভঙ্গ করলে কবুলিয়ত বাতিল হতে পারে।
নজরানা: এর অর্থ সেলামী বা উপঢৌকন। জমিদারদের নিকট হতে ভূমি পত্তন নেয়ার জন্য পূর্বে প্রজাগণ জমিদারদের কে যে অর্থ প্রদান করত, তাকে নজরানা বলা হত।
জলকর: জলকর অর্থ জল ব্যবহারের উপর কর। কোন জলমগ্ন স্থানকে ইজারা দিয়ে যে কর আদায় করা হয়, তাকে জলকর বলে।
জলমহাল: বিল, হাওর, বাওর, নিম্ন জলাভূমি ও নদ-নদীতে মৎস্য আহরণের এলাকাকে জলমহাল বলা হয়।
ডাঙ্গা জমি: দলিলে ব্যবহৃত জমির শ্রেণী। সাধারণত চাষযোগ্য উচু শ্রেনীর জমিকে ডাঙ্গা বলা হয়।
ভিটি জমি: সমভূমি হতে সামান্য উচু ভূমিকে ভিটি জমি বলে।
নাল জমি: সাধারনত নিচুঁ সমতল কৃষি জমি জমিকে নাল জমি বলে।
কোলা জমি: বসতবাড়ী সংলগ্ন নাল জমিকে কোলা জমি বলে।
চিরাগী: মসজিদ বা কবরস্থান আলোকিত করার উদ্দেশ্যে উৎসর্গীকৃত নিষ্কর ভূমি।
পালাম ভূমি: বসতবাড়ি সংলগ্ন সবজি চাষের জন্য উচুঁ ভিটি জমিকে পালাম ভূমি বলে।
তলববাকী: মৌজার হোল্ডিং ভিত্তিক ভূমি উন্নয়ন কর (খাজনা) এর হাল ও বকেয়া দাবির বিবরণকে তলববাকী বলে। ভূমি অফিসে তলব বাকীর রেজিস্টারকে ২ নং রেজিস্টার বলা হয়।
দেবোত্তর সম্পত্তি: হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানাদি আয়োজন, ব্যবস্থাপনা ও সুসম্পন্ন করার ব্যয়-ভার নির্বাহের জন্য উৎসর্গকৃত ভূমিকে দেবোত্তর সম্পত্তি বলা হয়। যিনি দেবোত্তর সম্পত্তি তত্ত্বাবধান ও পরিচালনা করেন তাকে সেবায়েত বলে।
সালামি: কোন হস্তান্তরের স্বীকৃতিস্বরূপ প্রিমিয়াম বা স্থায়ী ইজারা প্রদানের নিমিত্ত আর্থিক উপঢৌকন।
মিনাহ (Abatment): মিনাহ অর্থ হ্রাসকরণ বা আদায় স্থগিত করা। নদী ভাঙ্গনের ফলে জমি সিকস্তি হলে অথবা অন্য কোন কারণে জমি মালিকের জমির পরিমান হ্রাস পেলে আবশ্যক ক্ষেত্রে খাজনা হ্রাস করা বা খাজনা আদায় স্থগিত করাকে মিনাহ বলে।
হাসিল: গবাদি পশুর হাটে ক্রেতা বা বিক্রোতার নিকট থেকে আদায়কৃত টোলকে হাসিল বলা হয়।
তহশিলদার: সরকার বা জমিদারের অধনস্ত রাজস্ব বা খাজনা আদায়কারীকে তহশিলদার বলা হত। বর্তমানে তহশিলদার পদ বিলুপ্ত করে ভূমি উন্নয়ন কর আদায়কারীকে উপ-সহকারী ভূমি কর্মকর্তা বলা হয়।
লায়েক পতিত ভূমি : আরবি ‘লায়েক’ অর্থ যোগ্য বা উপযুক্ত। লায়েক পতিত ভূমি বলতে আবাদযোগ্য পতিত ভূমিকে বুঝায়।
হারাহারি : মালিকানার পরিমান অর্থাৎ একাধিক ক্রেতা বা বিক্রেতার ক্ষেত্রে কে কতটুকু সম্পত্তি ক্রয় বা বিক্রয় করল, তার পরিমান।
কস্য : কস্য শব্দের অর্থ ‘কাহার’। অনেক পুরাতন দলিলে এই শব্দের ব্যবহার প্রায়শই দেখা যায়। কিন্তু প্রকৃত অর্থে অমুকস্য তথা ‘অমুকের’ বা ‘যাহার দলিল তাহার নাম’ এর স্থলে কস্য শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানের দলিলে এইসব শব্দ পরিহার করাই শ্রেয়।
কায়েমী স্বত্ব (permanent interest): চিরস্থায়ী ভাবে বন্দোবস্ত দেওয়া ভূমিকে কায়েমী স্বত্ব বলে।
মৌরশী ভূমি: পৈত্রিক সম্পত্তি; পুরুষানুক্রমে কোন ভূমি ভোগদখল করাকে মৌরশী ভূমি (Heritable Land) বলে।
মুদাফৎ : যার নামে প্রথম কোন জোতের সৃষ্টি হয়।
বায়া দলিল: ‘বায়া দলিল’ অর্থ সংশ্লিষ্ট ভূমির পূর্ব মালিকের দলিল। কোন ভূমি বা ভূমি খণ্ড যে যে দলিল মূলে যতবার হস্তান্তর হয়েছে, তার প্রত্যেকটি দলিলই এক একটি বায়া দলিল।
রায়ত : জমিদারের অধীন জমির দখল-স্বত্ব বিশিষ্ট প্রজা। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ফলে রায়তরা জমির প্রকৃত মালিকে পরিণত হয়।
পত্তন: সাময়িক বন্দোবস্ত। জমিদারের নিকট হতে নির্দিষ্ট মেয়াদ ও খাজনাদির শর্তে গৃহীত জমির মালিকানা বা স্বত্ব।
পত্তনি ভূমি: সাময়িকভাবে বন্দোবস্তকৃত ভূমি। নির্দিষ্ট পরিমান কর বা খাজনার পরিশোধের শর্তে জমিদারের নিকট হতে নির্দিষ্ট সময়ের জন্য গৃহীত জমি।
জোত : জমিদারের অধীনস্ত প্রজার মালিকানাধীন আবাদি বা চাষযোগ্য জমি।
প্রজাবিলি : জমিদারী আমলে অধীনস্ত প্রজা বরাবর যথাযথ ভাবে বন্দোবস্তকৃত জমি।
চটান: কোন বাড়ির নিকটস্থ উচুঁ অনাবাদি পতিত জমি, যা চাষাবাদ না করে ফেলে রাখা হয়।
চিটা: যে কাগজে ভূমির পরিমাণ লিপিবদ্ধ থাকে।
মৌয়াজি : মোট ভূমির পরিমাণ।
স্থিতিবান : যে রায়তের স্বত্ব স্থায়ী।
মহাল : রাজস্ব আদায়ের জন্য নির্ধারিত এলাকা।
ইজা : চলমান। পূর্বের হিসাব থেকে স্থিত টেনে আনা।
কান্দা: চাষাবাদযোগ্য উঁচু জমি।
হেবা : আরবি শব্দ, যার অর্থ দান (Gift)।
গির্বি: এর অর্থ বন্ধক (Mortgage)।
খারাজ: এর অর্থ কৃষি জমির উপর কর বা খাজনা।
কিত্তা: এর অর্থ জমি খন্ড, জমির অংশ বা প্লট।
বিতং : এর অর্থ বিস্তারিত (Detailed)।
লাখেরাজ : এর অর্থ নিষ্কর অর্থাৎ যে জমিতে কর বা খাজনা নাই।
দোং : এর পূর্ণরূপ “দোপ্তরে” যার অর্থ পিতা (Father)।
জং : এর পূর্ণরূপ “জওজিয়তে” যার অর্থ স্বামী (Husband)।
আং : এর পূর্ণরূপ “আহলিয়ে” যার অর্থ স্বামী।
মং : এর পূর্ণরূপ “মবলগে” যার অর্থ মোট বা একত্রে (Total)।
সাং : এর পুর্ণরূপ “সাকিন” যার অর্থ ঠিকানা (Address)।
তৌজি শব্দের অর্থ কী?
Thanks
মহৎ উদ্যোগ। সাধুবাদ জানাই এমন চমৎকার কাজের জন্য। অন্য সকলের চেয়ে ভালো।
জনাব কাশেম জনাব সাইফুলকে ১০ শতক জমি বিক্রয়ের জন্য পাওয়ার অব অ্যাটর্নি দিল,,এবং জনাব সাইফুল জমিটি বিক্রয় করে দিলেন। এখন জনাব কাশেম কি ঐ পাওয়ারটি বাতিল করতে পারবেন? জানালে উপকৃত হব
উল্লিখিত ক্ষেত্রে পাওয়ার অব অ্যাটর্নি দলিলটি বাতিল করতে পারবে না।
We have bought a land from a ryoti and were pay land tax since 1978 now the local land office saying that govt has acquired this land in 1950 and stopped taking land tax. And also they filed case but we didn’t receive any notification from the court as the land office has filed the case against the original owner ( ryoti).
How could i pay the land tax now???
নতিজাত শব্দটি কি অর্থে ব্যবহার হয়?
আমার একটা জিজ্ঞেসা হল,,একজন বিক্রেতার মোট জমি ১৮ কাঠা,,তারমধ্যে একজনকে দিসে ১২ কাঠা,, ক্রেতা তার সব দাগেই তুলে নিছে কোনো কাতে নেই নাই,,পরে ঐই বিক্রেতা আবার অবশিষ্ট ৬ কাঠা জমি বিক্রি করবে সেই জমি আমরা নিছি পূর্বের ক্রেতা যে যে দাগে তুলছে আমিও সেই সেই দাগেই তুলে নিয়ে বাড়ির জমি কাতে নিছি, সেইও বাডির জমি তুলছে কিন্তু কতটুকু নিছে তা বলে৷ নাই,, কিন্তু আমরা কাতে নিছি,, আর একটা কথা হল বাড়ি ছাড়াই তার অনন্য জমিতে তার ১২ কাঠা বুঝ আছে,, এখন প্রশ্ন হল সে কি বাড়ির জমি দাবি করতে পারবে?? একটু জানালে খুব উপকৃত হব।।
দলিল রেজিস্ট্রির সময় কোন দাগে কতটুকু জমি আছে এবং ঐ দাগ থেকে কতটুকু জমি ক্রয় করা হচ্ছে তা স্পষ্ট থাকা উচিত। মনে হচ্ছে, উভয় দলিলের ক্ষেত্রে তা করা হয় নাই। এক্ষেত্রে যে যেভাবে দখল নিয়েছে সেভাবে কার্যকর হতে পারে। এক্ষেত্রে প্রথম দলিল প্রাধান্য পাবে।
স্যার দং দিয়ে কী বুঝানো হয়।
দং সাধারণত ‘জমির দখল’ অর্থে ব্যবহৃত হয়।
স্যার খতিয়ানে লিখা থাকে – খিলা এবং ছাড়া বাড়ী এই দুইটার অর্থ কি?
ধন্যবাদ
এগুলো জমির প্রকৃতি/শ্রেণী
আপস বন্টক সূত্রে আরিফ গং বেস্তিত। এটি দিয়ে কি বোঝানো হয়েছে।
অনেক সুন্দর করে বুঝিয়ে লিখেছেন।
c/c 3725/56
C/c 588/57
Certificate mamlar nothi kothai pabo.dc office court ac land sob jaigai khujci paini.
স্যার, মুদ্দত জমি কি?
দলিলে গোমর গুঞ্জাসসহ জমি বিক্রির কথা উল্লেখ থাকলে করণীয় কি? এ ক্ষেত্রে আইনগত অবস্থান কি? সি/এস এবং সর্বশেষ বি/এস জরিপের পর দলিলে এ ধরনের লেখা কতটুকু গ্রহণযোগ্য?
সি এস খতিয়ানে রায়তির বা জমির মালিকের নামের মাঝে অনেক গুলা………………. ডট দিয়া দুই গুপ ভাগ করা আছে এর মানে কি।
নাগরিক সনদপত্রে সাকিন এর অর্থ কি?
জোত নং আর হোল্ডিং নং কি একই জিনিস বোঝায়?
ডিং শব্দের অর্থ কী?
সিএস রেকর্ডে ব্যবহৃত বেস্তিত শব্দের অর্থ কি?
খেবট অর্থ কী ?
চূকানি কথার মানে কি..???
SA খতিয়ান এ এই চুকানি কথাটা দেখা যায়।
বি এস খতিয়ানের মন্তব্যের কলামে লিখা “জোর দং অমূল্য চন্দ্র …..” এর দ্বারা কি বোঝানো হয়েছে স্যার?
১ পোয়া ১ জষ্টি ২ পন ৫ গন্ডায় কত শতক জমি হতে পারে। জানাবেন
কালিগঞ্ছে জমি ২০১৫ সালে কেনা ৷ এখন বিক্রী করতে চাচ্ছি , কিনতু যারা বিনাত চায তারা বলছে ২০১২ তে নাকি এই জমির জোত বাতিল হয়ে গেছে ৷
এখন কি করতে পারি ?
কিনতে চাচ্ছে
আপনার ভূমি অফিসে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) এর সাথে পরামর্শ করুন।
স্যার, একটি দলিলে লেখা রয়েছে ‘সনিক মং’ এই শব্দগুলোর অর্থ কী?
কালা জমি কি
পূর্ব মেদনীপুরের কালা জমি তে কি বন্দকি লোন করা যায়?
জমির কাতে, এই শব্দের মানে কি ?
কাতে শব্দের অর্থে এর মধ্য হতে। অর্থাৎ আপনার জমির ২টি দাগে মোট ১০ শতাংশ জমির মধ্যে আপনি ৪ শতাংশ বিক্রয় করতে চান। এক্ষেত্রে লিখতে হয়, ১০ শতাংশের কাতে ৪ শতাংশ।
আমি জানতে চাই দুই দাগে জমি ৫+৫ =১০শতাংশ বিক্রি করলে দলিলে কাতে লিখলে ভোগ দখল কি এক দাগে হবে না দুই দাগে ৫+৫ ভিন্ন ভিন্ন হবে ?
নাদাবি দলিল মুলে সম্পত্তি পাওয়া যাবে কি??
নাদাবী দলিল সম্পত্তি হস্তান্তরের দলিল নয়।
কিত্তে শব্দের অর্থ কি? জানালে উপকৃত হব।
বোরো জমি কাকে বলে? জমি রেজিষ্ট্রেশন এর সময় জমির শ্রেনীতে বোরো জমি লিখা থাকলে কি বুঝবো? ধন্যবাদ।
সাধারণ বোরো জাতের ধানের চাষ হয় এমন নিচু শ্রেণির জমিকে বোরো জমি বলে। খতিয়ানে বোরো লেখা থাকলে জমির শ্রেণী বোরো উল্লেখে দলিল রেজিস্ট্রি করতে হবে।
স্যার খং দং, কোল কর্ষা এই শব্দগুলা দ্বারা কী বুঝায়?
আসসালামু আলাইকুম স্যার, অনলাইন খাজনা দেয়ার জন্য আবেদন করেছিলাম।
ওখানে বলছে জমি ১৫৭/২০২০ এর ২৪৪ জোত বাতিল করা হয়েছে।
এটার করনিয়ো কি?
দয়া করে যানাবেন স্যার।
জনাব 20/22 বছর আগে আমার জমি খতিয়ান ছিল
ঐ সময় বিভিন্ন কারণে ঝগড়া বিবাদ হয়ে জমি ভাগাভাগি হয় তখন এক পর্যায়ে জমি নিয়ে দুই দলের মধ্যে ঝগড়া হলে কোর্ড এর মাধ্যমে জমি ভাগাভাগি হয় তখন ঐ খতিয়ান বাতিল করে এক পক্ষ নতুন খতিয়ান করে ফেলে
আরেক পক্ষ এখন ও খতিয়ান করতে পারে নাই!
আমার প্রশ্ন হলো
জনাব
এখন কি খতিয়ান করা সম্ভব
বাতিল কৃত জমি গুলো?
অনেককিছু জানতে পারলাম যা আগে জানতাম না। এগুলো জানা খুবই জরুরী দরকার।
মানিজারি শব্দটির অর্থ কি?
মানিজারি শব্দটির অর্থ কি?
১৯৫৩ সালে ২৪৮ নং মানিজারি মুলে জায়গাটা খরিদ করা হয়। এখানে ২৪৮ নাম্বারটা কি কবলা নাম্বার? নাকি অন্য কিছু। বিস্তারিত জানালে উপকৃত হবো।
কালা দোয়েম মানে কি?
ডিং মানে কি?
এশ,আর,আর, মানে কি?
আমাদের ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলাতে ইং ক্রেতা নামের আগে লেখা হয়, লিখিতং বিক্রেতার নামের আগে লেখা হয়, মোং জমির পরিমাণের আগে লেখা হয়
পাউন্ডি মানে কি
best
জমা জমির খুঁটিনাটি গুরুত্বপূর্ণ বিষয় আশয়গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান। তবে কপি করার অপশন না থাকায় save করে রাখতে পারছি না। হোয়াটসঅ্যাপ নাম্বার এ কপি করে দিলে আরও উপকৃত হতাম।
দলিলে জমির পরিমাণ বেশি আছে কিন্তু জরিপে বা খতিয়ানে কম দেখানো হয়েছে। এখন করণীয় কি?
আর বিক্রিত জমি মিউটেশন না করায় খাজনা আমার উপর বর্তাচ্ছে। এর থেকে উত্তরণের উপায় কি?
WhatsApp number: 01834836030
১৯৪০ সালে সম্পাদিত একটি দলিলের তফসিলে খতিয়ান নম্বর এবং দাগ নম্বরের গড়মিল আছে। গ্রহীতা ৪৩১ নম্বর খতিয়ানের জমি ক্রয় করেছেন। দলিল লেখার সময় খতিয়ান নম্বর লেখা হয়েছে ৪৩১ যা সঠিক। দাগ নম্বর লেখার সময় ৪৩১ খতিয়ানের দাগের পরিবর্তে ভুলবশতঃ ৭৪৬ নম্বর খতিয়ানের দাগ নম্বর লেখা হয়েছ এবং মোট জমির পরিমান ৪৩১ এর পরিবর্তে ভুলবশতঃ ৭৪৬ নম্বর খতিয়ানের জমির পরিমান লেখা হয়েছে। ৪৩১ ও ৭৪৬ উভয় খতিয়ানের মালিক একই।
দাতার উত্তরাধীকারিগন উক্ত ভুল উদঘাটন করে জমি দাবী করছেন। এক্ষেত্রে গ্রহীতার করণীয় সম্পর্কে জানতে চাই।
দো-কর মানে একই পরিমাণ সম্পত্তি দুই নামে দুই খতিয়ানে রেকর্ড হইলে ভুলটিকে দো-কর বলা হয়।