বিভাগওয়ারী পদোন্নতিপ্রাপ্ত ৪ জন রেজিস্ট্রি অফিসসমূহের

বিভাগওয়ারী পদোন্নতিপ্রাপ্ত ৪ জন রেজিস্ট্রি অফিসসমূহের পরিদর্শক (আই.আর.ও) বিভাগীয় সদরে অবস্থান করিয়া দায়িত্ব ও কর্তব্য পালনের আদেশ জারি সংক্রান্ত

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
বিচার শাখা-৬
সরকারী পরিবহন পুল ভবন
সচিবালয় লিংক রোড, ঢাকা। www.lawjusticediv.gov.bd

স্মারক নং-আর-৬/১এম-০৫/২০১১-৩১৮ তারিখঃ ২৬-০৫-২০১১ খ্রিঃ

বিষয়ঃ- বিভাগওয়ারী পদোন্নতিপ্রাপ্ত ৪ জন রেজিস্ট্রি অফিসসমূহের পরিদর্শক (আই.আর.ও) বিভাগীয় সদরে অবস্থান করিয়া দায়িত্ব ও কর্তব্য পালনের আদেশ জারি সংক্রান্ত।

সূত্রঃ নিবন্ধন পরিদপ্তর এর স্মারক নং- নিপ/৬ই-রেজিঃশাঃ-২/সি-৯৩ তারিখঃ- ২৭-০৪-২০১১ খ্রিঃ।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, পূ র্বের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল এবং বর্তমানে বিভাগওয়ারী (চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশাল) নতুন সৃজিত ৪টিসহ বিদ্যমান মোট ৬টি রেজিস্ট্রী অফিসসমূহের পরিদর্শকগণ বর্তমান সরকারের ঘোষিত আধুনিকায়ন ও প্রশাসনে জবাবদিহিতার বিষয় চিহ্নিত করার জন্য রেজিস্ট্রি অফিসসমূহের পরিদর্শকের দায়িত্ব পালন ও মাঠ পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থা জোরদার ও অধিকতর উন্নয়নের লক্ষ্যে বিভাগীয় সদরে অবস্থান করে বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

রেজিস্ট্রেশন এ্যাক্ট এর ৮ নং ধারায় পরিদর্শক নিয়োগের কথা উল্লেখ আছে এবং উক্ত ধারার নোট  (i) এর ২ জন আই.আর.ও. এর কথা উল্লেখ আছে। যাহা পূর্ব ও পশ্চিমাঞ্চল নামে অভিহিত। বর্তমানে অঞ্চলে পরিবর্তে বিভাগীয় ভিত্তিতে পূর্বের ২ জনসহ মোট ৬ জন আই.আর.ও. কর্মরত আছেন। রেজিস্ট্রেশন ম্যানুয়েলের ৬ষ্ঠ খণ্ডের ২৯০, ২৯৪, ২৯৫ ও ২৯৬ অনুচ্ছেদ অনুযায়ী আই.আর.ও. গণ দায়িত্ব ও কর্তব্য পালন করবেন।

একই সাথে আই.আর.ও. গণ স্ব স্ব অধিক্ষেত্রের জেলাধীন কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতি কমিটি কর্তৃক ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের জেলার অভ্যন্তরীণ নিয়োগ ও বদলী বিষয়ক অনিয়ম/সরকারী রাজস্ব আদায় কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদারকি এবং বিধি বহির্ভূত কার্যক্রম পরীক্ষা ও নিরীক্ষা এবং যাচাই কাজ সরাসরি করতে পারবেন। তাছাড়া রেজিস্ট্রেশন ম্যানুয়াল/৮৩ এর ৬ষষ্ঠ খণ্ডের ৩১০এ(১) এর ৩য় অনুচ্ছেদে বিবৃত কর্মচারীদের আন্তঃজেলা বদলী বিষয়ে মহা-পরিদর্শক, নিবন্ধনের ক্ষমতা বিভাজন করে কর্মচারীদের বিভাগের মধ্যে আন্তঃজেলা বদলীর ক্ষমতা সংশ্লিষ্ট বিভাগীয় আই.আর.ও. গণের উপর ন্যস্ত হলো, তবে অকালীন (৩ বছরের পূর্বে) বদলীর ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন গ্রহণ করতে হবে।

৬ জন পরিদর্শকের বিভাগওয়ারী স্ব স্ব অফিস স্থাপনে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিভাগীয় সদরে অবস্থিত জেলা রেজিস্ট্রার কার্যালয়/ভবনের অতিরিক্ত কক্ষে সাময়িকভাবে আই.আর.ও. দের অফিস স্থাপন করার জন্য বলা হলো।

খুলনা ও বরিশাল বিভাগীয় সদরে নিজস্ব ভবনে আই.আর.ও অফিসের ব্যবস্থা না হওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে বিধিমতে অফিস উপযোগী ভবন/বাড়ি ভাড়া এবং ভবন/বাড়ি ভাড়ার অর্থের বিষয়ে মহা-পরিদর্শক, নিবন্ধন/সংশ্লিষ্ট আই.আর.ও. প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

৬ জন পরিদর্শকের অন্যান্য প্রয়োজনীয় আনুষঙ্গিক ব্যয়ের বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে মহা-পরিদর্শক, নিবন্ধন বিধিমত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আই.আর.ও. দের ৬টি অফিসের মধ্যে পূর্বে সৃষ্ট ২টি অফিসের অর্থাৎ পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের অফিসের স্থায়ী  পিয়ন (এম. এল. এস. এস.) পদ আছে। মহা-পরিদর্শক, নিবন্ধন নবসৃষ্ট ৪টি আই.আর.ও. অফিসের পিয়ন পদে নিয়োগের বিষয়ে বিধিমত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আসবাবপত্র/প্রয়োজনীয় অফিস সরঞ্জামাদি এবং সহায়ক ৩য় শ্রেণীর কর্মচারীর পদ সৃজন হয়ে নিয়োগ না হওয়া পর্যন্ত বিধিমতে বিভাগের আওতাধীন অফিসসমূহ হতে এতদবিষয়ে মহা-পরিদর্শক, নিবন্ধন/আই. আর. ও. প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এতদসংক্রান্ত সার্বিক বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে বিধি অনুযায়ী সূত্রোক্ত পত্রের আলোকে আই.আর.ও. অফিস স্থাপন ও পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত
(এ. বি. এম. মাহমুদুল হক)
সিনিয়র সহকারী সচিব
ফোনঃ- ৯৫৬৬০১০ (অঃ)

মহা-পরিদর্শক, নিবন্ধন, নিবন্ধন পরিদপ্তর, ১৪ আব্দুল গণি রোড, ঢাকা।

নং- আর-৬/১এম-০৫/২০১১-৩১৮ তারিখঃ- ২৬-০৫-২০১১ খ্রিঃ

অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হলোঃ

  1. মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
  2. মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
  3. প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, রুম নং ৫০৩ (৫ম তলা), সি.এ.জি. ভবন, সেগুনবাগিচা, ঢাকা।
  4. বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক, চট্টগ্রাম/রাজশাহী/খুলনা/বরিশাল/সিলেট বিভাগ।
  5. রেজিস্ট্রি অফিসসমূহের পরিদর্শক,……… (সকল)।
  6. সচিব মহোদয়ের একান্ত সচিব, আইন ও বিচার বিভাগ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
  7. জেলা রেজিস্ট্রার, (সকল)।
  8. সাব-রেজিস্ট্রার,(সকল)।
  9. অফিস কপি।
  10. গার্ড ফাইল কপি।

স্বাক্ষরিত
(এ. বি. এম. মাহমুদুল হক)
সিনিয়র সহকারী সচিব
ফোনঃ- ৯৫৬৬০১০ (অঃ)

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!