Last Updated on 30/09/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
১। eporcha.gov.bd তে যান।
২। পর্যায়ক্রমে বিভাগ > জেলা > উপজেলা>খতিয়ানের ধরণ> মৌজা বাছাই করুন।
৩। ‘অধিকতর অনুসন্ধান’ লেখায় ক্লিক করুন।
৪। দাগ নম্বর লিখুন।
৫। ‘খুজুন’ এ ক্লিক করুন। জমির খতিয়ান নম্বর ও মালিকদের নাম দেখতে পাবেন।
৬। আবার ‘অধিকতর অনুসন্ধান’ লেখায় ক্লিক করুন এবং স্ক্রল করে আপনার খতিয়ান নম্বরে যান এবং সেখানে ক্লিক করুন।
৭। ‘বিস্তারিত’ লেখায় ক্লিক করে সেটি আপনার খতিয়ান কিনা নিশ্চিত হোন।
৮। খতিয়ানটির কপি উঠিয়ে নিন। এজন্য ‘খতিয়ান আবেদন’ লেখায় ক্লিক করুন।
৯। আবেদন ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর দিন এবং ‘যাচাই করুন’ লেখায় ক্লিক করুন। যাচাই সম্পন্ন হয়েছে কিনা খেয়াল করুন।
১০। ইংরেজিতে নাম, ঠিকানা, (ই-মেইল থাকলে দিতে পারেন), লিখুন এবং আবেদনের ধরন অর্থাৎ ‘অনলাইন কপি’ অথবা ‘সার্টিফাইড কপি’ লেখায় ক্লিক করুন।
১০। অনলাইন কপি পেতে চাইলে ‘ফি পরিশোধের মাধ্যম’ লেখার নিচে bKash, নগদ, রকেট, উপায়, অথবা ekpay লেখায় ক্লিক করে ‘যোগাযোগ প্রদান করুন’ লেখার পাশে থাকা অংক দুটি যোগ করে যোগফল লিখুন এবং ‘পরবর্তী ধাপ (ফি পরিশোধ)’ লেখায় ক্লিক করুন।
১১। এভাবে পরবর্তী কয়েকটি ধাপে ফি পরিশোধ করে খতিয়ান ডাউনলোড করুন।
১২। ‘সার্টিফাইড কপি’ পেতে চাইলে ‘সার্টিফাইড কপি’ লেখায় ক্লিক করে খতিয়ানের কপি কোথায় পেতে চান অর্থাৎ ‘অফিস কাউন্টার’ অথবা ‘ডাকযোগে’ লেখার বামে গোল ঘরটিতে ক্লিক করুন।
১৩। অফিস কাউন্টার থেকে খতিয়ানের কপি পেতে চাইলে উপরের নিয়মে ফি পরিশোধ করুন।
১৪। ডাকযোগে খতিয়ানের কপি পেতে চাইলে ‘সেবা প্রদানের স্থান’ অর্থাৎ ‘দেশের অভ্যন্তরে’ বা ‘দেশের বাইরে’ যে কোন একটি সিলেক্ট করুন।
১৫। দেশের অভ্যন্তরে হলে উপরের নিয়মে ফি পরিশোধ করে অপেক্ষা করুন। আপনার ঠিকানায় ডাকযোগে খতিয়ানের কপি পৌছে যাবে।
১৬। দেশের বাইরে হলে ‘দেশের নাম’ সিলেক্ট করুন এবং লক্ষ করুন ওয়েবসিস্টেমের উপরে কোন কোন ঘরগুলো আপনাকে পূরণ করতে বলছে, সেগুলো পূরণ করে উপরের নিয়মে ফি পরিশোধের পর খতিয়ানের কপির জন্য অপেক্ষা করুন।
শরাফত আলী প্রামানিক পিং কাছের মল্লিক সাং বকচর
আপনি একটু আমাকে প্লিজ সাহায্য করবেন । আমি স্থানীয় ভাবে মিটিং বসালেও কোন কাজ হয়নি । তারা কোন জমি জায়গার কাগজে আমাকে দিতে চাচ্ছে না । আমার বাবার প্রায় 24 বিঘার মাটি । এবং সব সম্পত্তি কেনা । আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই , আমার বাড়ি নীলফামারী সদর ,পঞ্চপুকুর ইউনিয়ন, উত্তরাশশী গ্রাম । পাড়া , ফকির পাড়া ।
মোবাইল নাম্বার, ০১৭৩৭৪২৫৭২৯ ।
রহিমের কাছ থেকে নয়া জমি কিনার দাগ নং জেলা গাইবান্ধা ডাগঘর চন্ডিপুর ওয়ার্ড 7 গ্রাম পশ্চিম সীচা
আমি আমার সমস্ত মৌজের নকশা এবং খতিয়ান দাগ নাম্বার খুজে পেতে চাই