দলিল লেখক (Deed writer) সম্বন্ধে জেনে নিন

দলিল লেখক (Deed writer) সম্বন্ধে জেনে নিন।

Last Updated on 09/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

সরকারি সনদপত্র গ্রহণ পূর্বক রেজিস্ট্রি অফিসে জনগনের পক্ষে যারা দলিল মুসাবিদা করেন অথবা লিখিয়ে দেন, তারাই দলিল লেখক। দলিল লেখক কোন সরকারি চাকরি নয় কিংবা দলিল লেখকগণ সরকারি চাকুরীজীবি নন। দলিল লেখার সাধারণ নিয়ম কানুন জানার পর সংশ্লিষ্ট জেলার জেলা রেজিস্ট্রার কর্তৃক সনদপত্র গ্রহন করে জনগনের প্রয়োজনে এবং তাদের নিকট থেকে গৃহীত পারিশ্রমিকের বিনিময়ে দলিল লেখকগণ দলিল লেখাসহ বিভিন্ন কাজ করে থাকেন।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

3 comments

  • আমার ওয়ারিশ সম্পদ বাবা (মুল মালিক) বিক্রি করার ১০ বছর পর তিনি মারা যান ১ বছর, তিনি মারা যাওয়ার পর আমরা যাদের থেকে সম্পদ বিক্রি করছি সেই সম্পদ এ একটা পুকুর আছে সেই পুকুর ১ জন জোর পূর্বক দখল নেই, আমাদের সব কাগজ পত্র ঠিক আছে বিদাই আমরা সম্পদ বিক্রি করছি, এখন যাদের কাছে বিক্রি করছি তারা চাপ দেই, এখন কি করার?

  • বাবা মেয়েকে জমি দান করছেন।যে জমিটা দান করছেন,সেই জমিটা বাবার কেনা জমি।মেয়ে জমিটা তার দেবরে দান করছেন।সেই জমিতে পূর্বের মালিক পেএমশনের মামলা করছেন….সে যে মামলা করেছেন…তার পাশে কোন জমি নাই,,,এক্ষেত্রে করনীয় কি,

error: Content is protected !!