সিটি কর্পোরেশন এলাকায় উপজেলা পরিষদ কর আদায় করা যাবে না মর্মে স্থানীয় সরকার বিভাগের পত্র

Last Updated on 25/03/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয়  সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

স্থানীয় সরকার বিভাগ

উপজেলা-১ শাখা

স্মারক নং-৪৬.০৪৬.০২০.০০.০০.০০২.২০১২-৯৩২                                                                                      তারিখঃ ২১ আগস্ট, ২০১৩ খ্রিঃ

বিষয়ঃ উপজেলা এলাকাভুক্ত স্থাবর সম্পত্তি হস্তান্তর কর বাবদ প্রাপ্য ১% (শতকরা এক ভাগ) অর্থ উপজেলা পরিষদ রাজস্ব তহবিলে জমাকরণের জন্য সার্ভিস চার্জ কর্তনসহ অন্যান্য বিষয়ে করণীয় নির্ধারণ সভার সিদ্ধান্ত বাস্তবায়ন।

সূত্রঃ স্থানীয় সরকার বিভাগের স্মারক নং-৪৬.০৪৬.০২০.০০.০০.০০২.২০১২-৮৯৩; তারিখঃ ১২ আগস্ট, ২০১৩ খ্রিঃ

উপর্যুক্ত বিষয়ে সূত্রস্থ পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ৩১ জুলাই, ২০১৩ তারিখে অনুষ্ঠিত উপজেলা এলাকাভুক্ত স্থাবর সম্পত্তি হস্তান্তর কর বাবদ আয়ের প্রাপ্য ১% (শতকরা এক ভাগ) অর্থ উপজেলা পরিষদ রাজস্ব তহবিলে জমাকরণের জন্য সার্ভিস চার্জ কর্তনসহ অন্যান্য বিষয়ে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় নিম্নরূপ সিদ্ধান্ত হয়ঃ

০২. এমতাবস্থায়, সভায় বর্ণিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষর অস্পষ্ট
২১/০৮/২০১৩
(মোঃ সবুর হোসেন)
উপসচিব
ফোনঃ ৯৫৬২২৪৭

মহাপরিদর্শক

  • নিবন্ধন, নিবন্ধন পরিদপ্তর
  • ১৪, আব্দুল গণি রোড, ঢাকা।

অনুলিপিঃ

  • সচিব, আইন ও বিচার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
  • সচিব মহোদয়ের একান্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ।
  • অতিরিক্ত সচিব (প্রশাসন) মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগ।

 

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!