রেজিস্ট্রি অফিসের ফেরতযোগ্য ফিস

রেজিস্ট্রি অফিসের ফেরতযোগ্য ফিস

Last Updated on 09/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

ফেরতযোগ্য ফিস

নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে নিবন্ধনকারী কর্মকর্তাগণকে ফিস ফেরতের ক্ষমতা প্রদান করা হইয়াছেঃ

  1. যে দলিলের নিবন্ধন প্রত্যাখ্যান করা হইয়াছে,সেই দলিলের জন্য উপরে উল্লিখিত দফামূলে প্রদত্ত সমুদয় ফিস;
  2. নিবন্ধন আইন, ১৯০৮ এর অধীন নিবন্ধিত যে দলিলে যথোপযুক্ত ফিস অপেক্ষা বেশি ফিস গ্রহণ করা হইয়াছে, সেই অতিরিক্ত ফিস;
  3. ভিজিট সম্পন্নকরণ বা কমিশন নির্বাহ করিবার পূর্বেই যদি ভিজিটের বা কমিশনের আবেদন প্রত্যাহার করিয়া লওয়া হয়, সেই ভিজিট বা কমিশনের ফিস;
  4. তল্লাশ বা পরিদর্শনের আবেদন দাখিলপূর্বক তল্লাশ বা পরিদর্শন অথবা উভয়ের কোনটিই সম্পন্ন না করিয়া যদি উক্তরূপ আবেদন দাখিলের ৩০ দিনের মধ্যে উল্লিখিত ফিস ফেরত প্রদানের আবেদন করা হয়, তাহা হইলে সেই তল্লাশ বা পরিদর্শন ফিস অথবা উভয়বিধ ফিস; এবং
  5. নকলের কাজ শুরু হইবার পূর্বেই নকলের আবেদন প্রত্যাহার করিলে নকলের জন্য প্রদত্ত ফি।

রেজিস্ট্রেশনের জন্য দলিল দাখিলের পূর্বে কি কি বিষয় ভালভাবে দেখতে হবে তা জানতে এখানে ক্লিক করুন।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!