বালাম বহিতে লিখিত বিষয়সমূহ সংশোধন সংক্রান্ত বিষয়ে আইন মন্ত্রণালয়ের পত্র

বালাম বহিতে লিখিত বিষয়সমূহ সংশোধন সংক্রান্ত বিষয়ে আইন মন্ত্রণালয়ের পত্র

Last Updated on 09/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

আইন ও বিচার বিভাগ

বিচার শাখা-৬

সরকারী পরিবহন পুল ভবন

সচিবালয় লিংক রোড, ঢাকা।

স্মারক নং- আর-৬/১এম-১০/২০০৭-৪৮০ তারিখঃ ২২-১২-২০১৩ খ্রিঃ

বিষয়ঃ রেজিস্ট্রেশন আইনের ৬৮(২) ধারামতে বালামে নকলকৃত ভুল লিপিকৃত দলিল নম্বর জেলা রেজিস্ট্রার কর্তৃক সংশোধন এবং উক্ত ধারামতে প্রদত্ত ক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা প্রদান প্রসঙ্গে।

সূত্রঃ জেলা রেজিস্ট্রারের কার্যালয়, ফেনী এর স্মারক নং-৭২২/১(১) তারিখঃ ২৯/১০/২০১৩ খ্রিঃ

উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, রেজিস্ট্রেশন আইনের ৬৮(২) ধারামতে বালামে লিপিবদ্ধ বিষয়সমূহ সংশোধন করার ক্ষমতা দেওয়ানী আদালতের এখতিয়ারাধীন। তবে ভুলবশতঃ উপযুক্ত অফিসে বা বহিতে দলিল রেজিস্ট্রী না হলে অথবা দলিল বা বালামে সংশ্লিষ্ট কর্মকর্তার সহি বাদ পড়লে তা মহা-পরিদর্শক, নিবন্ধনের অনুমতি সাপেক্ষে জেলা রেজিস্ট্রার ক্ষেত্রমত সংশোধনের আদেশ দিতে পারেন।

স্বাক্ষর অস্পষ্ট
২২/১২/১৩
(আল আসাদ মোঃ আসিফুজ্জামান)
সিনিয়র সহকারী সচিব
ফোন নং- ৯৫৬৬০১০

জেলা রেজিস্ট্রার,
ফেনী।

স্মারক নং- আর-৬/১এম-১০/২০০৭-৪৮০ তারিখঃ ২২-১২-২০১৩ খ্রিঃ

অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতার ভিত্তিতে নহে):-

১। মহা-পরিদর্শক, নিবন্ধন, নিবন্ধন পরিদপ্তর, ১৪, আব্দুল গণি রোড, ঢাকা।

২। সচিব মহোদয়ের একান্ত সচিব, আইন ও বিচার বিভাগ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

৩। জেলা রেজিস্ট্রার, (সকল)।

৪। অফিস কপি।

(আল আসাদ মোঃ আসিফুজ্জামান)
সিনিয়র সহকারী সচিব

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!