মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি সরকারের অনুকূলে হস্তান্তরের জন্য সম্পাদিত দানপত্র দলিলের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি মওকুফ এর গেজেট

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

আইন ও বিচার বিভাগ

বিচার শাখা-৬

সরকারী পরিবহন পুল ভবন

সচিবালয় লিংক রোড, ঢাকা।

www.lawjusticediv.gov.bd

নং-আর-৬/১এম-০৮/২০১৭ তারিখঃ ০৪/০৫/১৭ খ্রিঃ

প্রজ্ঞাপন

সরকার রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ সনের ৭৮ ধারা এবং জেনারেল ক্লজেস এ্যাক্ট, ১৮৯৭ এর ২১ ধারা মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি সরকারের অনুকূলে হস্তান্তরের জন্য সম্পাদিত দানপত্র দলিলের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি মওকুফ করল।

রাষ্ট্রপতির আদেশক্রমে
স্বাঃ
(হুসাইন মুহাম্মদ ফজলুল বারী)
উপ-সচিব (রেজিস্ট্রেশন)
ফোন- ৯৫৭৪১৪৩

নং-আর-৬/১এম-০৮/২০১৭ -১১৮                                                    তারিখঃ ০৪/০৫/১৭ খ্রিঃ

সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):

  • সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
  • সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
  • মহাপরিদর্শক, নিবন্ধন, নিবন্ধন পরিদপ্তর, ১৪, আব্দুল গণি রোড, ঢাকা।
  • মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
  • উপ-পরিচালক, ফরমস ও প্রকাশনা অফিস, তেজগাঁও, ঢাকা (উল্লিখিত প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের পরবর্তী সংখ্যায় প্রকাশ করার জন্য অনুরোধ করা হলো)।
  • সচিব মহোদয়ের একান্ত সচিব, আইন ও বিচার বিভাগ।
  • জেলা রেজিস্ট্রার (সকল)।
  • সাব-রেজিস্ট্রার,(সকল)।
  • প্রোগ্রামার, আইন ও বিচার বিভাগ (প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশের অনুরোধসহ)।
  • অফিস কপি।
  • গার্ড ফাইল।

স্বাঃ
০৪/০৫/২০১৭
(মোঃ আনোয়ারুল হক)
সিনিয়র সহকারী সচিব
ফোনঃ ৯৫৬৬০১০

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!