নিবন্ধন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীতকরণ প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন।

নিবন্ধন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীতকরণ প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন।

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

আইন ও বিচার বিভাগ

বিচার শাখা-৬

সরকারি পরিবহন পুল ভবন

সচিবালয় লিংক রোড, ঢাকা।

নং-আর-৬/১এম-২/২০০৫-০২ তারিখঃ ১৯ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ, ০২ জানুয়ারি, ২০১৮ খ্রিস্টাব্দ

প্রজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৬-০২-২০১৩ খ্রিস্টাব্দ তারিখের স্মারক নং- ০৫.১৫৪.০২৮.০১.০২.০৪২.২০১২-৬৩ ও ১২-০২-২০১৪ খ্রিস্টাব্দ তারিখের স্মারক নং- ০৫.১৫৪.০২৮.০১.০২.০৪২.২০১২-৩২, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, ব্যয় নিয়ন্ত্রণ অধিশাখা-৫ এর ১১-০৬-২০১৭ খ্রিস্টাব্দ তারিখের স্মারক নং- ০৭.১৫৫.০২৮.১০.০০.০০৬.২০০৬-৩৩৪ এবং মন্ত্রিপরিষদ বিভাগ, প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা এর ১৩-১১-২০১৭ খ্রিস্টাব্দ তারিখের স্মারক নং- ০৪.০০.০০০০.৭১১.০৬.০১৭.১৭-৫৯৩ মোতাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন নিবন্ধন পরিদপ্তরকে নিবন্ধন অধিদপ্তরে উনীত করা হলো।

২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে
স্বাঃ০২/০১/২০১৮
(হুসাইন মু্হাম্মদ ফজলুল বারী)
উপ-সচিব (রেজিস্ট্রেশন)
ফোন- ৯৫৭৪১৪৩

নং-আর-৬/১এম-২/২০০৫-০২/১(১৬)   তারিখঃ ১৯ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ, ০২ জানুয়ারি, ২০১৮ খ্রিস্টাব্দ

অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)

০১। মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

০২। মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা।

০৩। সিনিয়র সচিব, রাষ্ট্রপতির কার্যালয়, ঢাকা।

০৪। সিনিয়র সচিব/সচিব……………..(সকল) মন্ত্রণালয়/বিভাগ।

০৫। অতিরিক্ত সচিব, আইন ও বিচার বিভাগ।

০৬। মহাপরিদর্শক, নিবন্ধন, নিবন্ধন পরিদপ্তর, ১৪, আব্দুল গণি রোড, ঢাকা।

০৭। যুগ্ম সচিব (সকল), আইন ও বিচার বিভাগ।

০৮। মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

০৯। মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, (সকল)………. মন্ত্রণালয়।

১০। উপ-পরিচালক, বাংলাদেশ ফরমস ও প্রকাশনা অধিদপ্তর, তেজগাঁও, ঢাকা। (উপরের বিজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের পরবর্তী সংখ্যায় প্রকাশের জন্য অনুরোধ করা হলো)

১১। প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সিজিএ ভবন, সেগুনবাগিচা, ঢাকা।

১২। সচিব মহোদয়ের একান্ত সচিব, আইন ও বিচার বিভাগ।

১৩। বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক/জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (সকল)……………।

১৪। প্রোগ্রামার, আইন ও বিচার বিভাগ। (উপরের বিজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশের অনুরোধসহ)

১৫। অফিস কপি।

১৬। গার্ড ফাইল।

স্বাঃ
০২/০১/২০১৮
(মোঃ আনোয়ারুল হক)
সিনিয়র সহকারী সচিব,
ফোনঃ ৯৫৬৬০১০

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!