Land Registration BD

ভূমি খারিজ বা নামজারি (Mutation) পদ্ধতি ও এর এর ধাপ সমুহ

ভূমি খারিজ বা নামজারি (Mutation) পদ্ধতি ও এর এর ধাপ সমুহ

বর্তমানে অনলাইনে ভূমি খারিজ বা নামজারি (Mutation) করা হচ্ছে।

ভূমি খারিজ বা নামজারি (Mutation) করার জন্য এই লিংকে ক্লিক করে অনলাইনে ফরম পূরণ করুন।

ম্যানুয়েল পদ্ধতিতে ভূমি খারিজ বা নামজারি (Mutation) এর জন্য নিম্ন-লিখিত ধাপ বিদ্যমান ছিল।

  •  সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন দাখিল। (ভূমি অফিসের নির্ধারিত ফরমে অথবা www.minland.gov.bd এই ওয়েবসাইট থেকে বিনামূল্যে ফরম ডাউনলোড করে ব্যবহার করা যায়)।
  • সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক সরেজমিন তদন্তের জন্য আবেদনটি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ।
  • ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক প্রস্তাব/প্রতিবেদন সহকারী কমিশনার (ভূমি) অফিসে প্রেরণ।
  • সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক সংশ্লিষ্ট পক্ষগণকে শুনানীর জন্য নোটিশ প্রদান।
  • নোটিশ প্রাপ্তির পর যাবতীয় মুল কাগজ-পত্র সহ আবেদনকারী কর্তৃক শুনানীতে অংশ গ্রহন।
  •  সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক আদেশ প্রদান।

জমি-জমা ও দলিল রেজিস্ট্রি সংক্রান্ত সকল তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

Md. Shahazahan Ali

16 comments

error: Content is protected !!