বণ্টননামা দলিলে স্থানীয় সরকার কর আদায়

বণ্টননামা দলিলে স্থানীয় সরকার কর আদায় প্রযোজ্য না হওয়া প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের পত্র।

Last Updated on 09/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

স্থানীয় সরকার বিভাগ

(জেলা পরিষদ শাখা)

স্মারক নং-জেপশা/কর-১৮৮/৫০ তারিখঃ ১৭/০১/২০০৭ খ্রিঃ

বিষয়ঃ বন্টননামা দলিলে স্থানীয় সরকার কর আদায় প্রযোজ্য না হওয়া প্রসঙ্গে।

সূত্রঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ১৫-১১-২০০৬ তারিখের ৫২৫ নম্বর স্মারক।

উপর্যুক্ত বিষয় ও সূত্রোল্লিখিত স্মারকের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বন্টননামা দলিল হস্তান্তর দলিল নয় বিধায় বন্টননামা দলিল রেজিস্ট্রি করতে স্থানীয় সরকার আদায় করা যুক্তিসংগত হবে না।

স্বাঃঅস্পষ্ট
(আঃ গাফফার খান)
সিনিয়র সহকারী সচিব
ফোন- ৭১৬৯২৭৪

সচিব,

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

মহা-পরিদর্শক, নিবন্ধন পরিদপ্তর, ১৪ নং আব্দুল গণি রোড, ঢাকা।

স্মারক নং-১০৭২(৬) তারিখঃ ২৪/০১/২০০৭ খ্রিঃ

অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণার্থে প্রেরণ করা হইলঃ

  • জেলা রেজিস্ট্রার,……….. (সকল)। বিষয়টি তাঁহার অধীনস্থ সকলকে জরুরি অবহিতকরণের জন্য তাহাকে নির্দেশ প্রদান করা হইল।
  • পরিদর্শক, পূর্ব/পশ্চিম।
  • প্রশাসনিক-কাম-হিসাবরক্ষণ কর্মকর্তা, টি.সি. শাখা।
  • পরিদর্শন শাখা।

স্বাঃ/অস্পষ্ট
(মোঃ মিজানুর রহমান)
মহা-পরিদর্শক, নিবন্ধন
বাংলাদেশ, ঢাকা।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!