Last Updated on 06/05/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
রেকর্ড বা খতিয়ানের প্রায় সকল ভুল ভূমি অফিসে মিসকেস এর মাধ্যমে সংশোধন করা যায়। ভূমি মন্ত্রণালয় বিভিন্ন সময়ে এ সংক্রান্ত পরিপত্র জারি করে সংশোধন প্রক্রিয়াকে সহজতর করেছে। পরিপত্রগুলো ডাউনলোড করে বিস্তারিত জেনে ভূমি অফিসে খতিয়ান সংশোধনের জন্য আবেদন করা যেতে পারে।
খতিয়ানের ভুল সংশোধনের জন্য ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র_compressed
খতিয়ান বা রেকর্ডে ভুল সংশোধন সংক্রান্ত ২৩ সেপ্টেম্বর, ২০১৫ তারিখের পরিপত্র
প্রতারণা মুলক খতিয়ান এসি ল্যান্ড সংশোধন কেইস নিতে চাচ্ছেন না, সিভিল কোর্টএ যেতে বলছেন।
রেকর্ড সংশোধন
স্যার আমার দাদার নামে আর এস খতিয়ান আছে কিন্ত বি আর এস খতিয়ানে নাম আসে নি
এস এ জরিপ চলাকালিন তখন আমার দাদা মারাগেছে
আমার বাবা তখন ধুধের শিশু আমার চাচাত দাদা
আমার দাদার অন্য আমার বাবার নামে রেকর্ড না করিয়ে
সেতারনিজের নামে এস এ খতিয়ান কোরে নিয়ে ছে আর
সেই থেকে আমার দাদার সম্পত্তি থেকে আমার বাবা বেদখল
আজ ও আমরা আমাদের জমিন বুজে পাইনি দুখের বিসায়ে
হলো আমার দাদা কোনো জমিন বিক্রি করেনেনি
বিস্তারিত জানালে খুসি হতাম ধন্যবাদ
আমরা দাদার জমিন অন্য দাদা খায়
শুধু এসে এ 39 খতিয়ানে দাদার এবং
বাবার নাম আছে আর কোনো খতিয়ান
বা দাগে দাদা এবং বাবার নাম আসেনা কেনো
আমরা দাদা কোনো জমিন বিক্রি করেননি