জামিননামা দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য

জামিননামা দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

মাত্র কয়েকটি ক্লিকে যে কোন দলিলের রেজিস্ট্রি ফিস বের করতে এখানে ক্লিক করে “দলিল ফিস ক্যালকুলেটর” মোবাইল অ্যাপটি ইন্সটল করুন।

রেজিস্ট্রেশন ফিঃ (ই-ফি)-১০০ টাকা।

স্ট্যাম্প শুল্কঃ

(এ) জামানত অর্থের পরিমাণ অনধিক ২০০০ টাকা হলে অর্থাৎ যে অর্থ উক্ত দলিল বলে নিশ্চিত করা হয়েছে তার পরিমাণ অনধিক ২০০০ টাকা হলে- ৫০ টাকা।

(বি) অন্য ক্ষেত্রে- ২০০ টাকা।

(১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৫৭ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।

বিঃদ্রঃ ১। সরকারি কর্মচারী ও জামিনদার দ্বারা সরকারের অনুকূলে সম্পাদিত জামিননামার স্টাম্প ও ফি মওকুফ।

২। জামিনস্বরূপ কোন সম্পত্তি আবদ্ধ রাখলে ৩০০ টাকার স্টাম্পে হলফনামা, অতিরিক্ত ই-ফি-১০০ টাকা দিতে হবে।

পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২ কার্যকর হওয়ার গেজেট

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

12 comments

  • 5শতাংশ জমির দাম এক লক্ষটাকা রেজিষ্ট্রি করতে কত টাকা লাগবে

    • সাফ কবলা দলিলের রেজিস্ট্রি খরচ এলাকা,বিক্রেতা ভেদে পৃথক হয়। (যেমন-পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনে উৎস কর বেশি),(যেমন- ডেভেলোপার এর নিকট থেকে প্লট বা ফ্লাট কিনলে আয়কর বেশি)

  • পৌরসভায় ৫ ডিসিমাইল ভিটি জমির রেজিস্টিশন ফি কত অাসবে।

  • I want to buy 1.65 decimal land in dhaka uddyan, mohammadpur, the price is 22 lac, what will be the total cost related to registration, like, vat, tax etc…

  • ৩৮০০০০ টাকার দলিলে খরচ কত

    • জমির রেজিস্ট্রি খরচ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। যেমন- দলিলের প্রকৃতি (সাফ কবলা, দানপত্র ইত্যাদি), বিক্রেতার ধরন (সাধারন বিক্রেতা, ভূমি উন্নয়ন সংস্থা, ভবন নির্মান সংস্থা), সম্পত্তির অবস্থান (ইউনিয়নের অধীন, উপজেলা পৌরসভা, জেলা সদরের পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড, সিটি কর্পোরেশন ইত্যাদি), সম্পত্তির ধরন (প্লট, জমি ইত্যাদি)।
      নির্দিষ্ট করে না বললে উত্তর দেয়া সঠিক হবে না।

      • Ami 2 katha jomi kinbo . bari korar jonno . union er vitor pore jomita . koi tk khoroj hobe . jomir sob kagoj update o solid .

  • How much the cost of Land registry price at ashulia thana Dhaka.
    Actual location is Toyobpur, Zirabo, ashulia, Dhaka.

  • আমি তালহা জুবায়ের, সুনামগন্জ পৌসভার অর্ন্তরভুক্ত আমি গত ৪ মাস পুর্বে ৬ মাস সময়সীমা সাপেক্ষ বায়না রেজিস্ট‌্রারি করে ৫ শতক বসত ভিটা রকম ভুমি খরিদ করি। উক্ত খরিদকৃত ভুমির পৌরসভার নির্ধারিত মুল্য চলমানবস্তায় ৩,৫২০০০ টাকা। এখন আমার প‌্রশ্ন হচ্চে সরকারি মুল্যে এই ৫ শতক ভুমির দলিল সম্পাদনে কত টাকা ফিঃ লাগতে পারে? জানালে উপকৃত হব।

error: Content is protected !!