সাব-রেজিস্ট্রার মিরেশ্বরাই ও তাহার স্ত্রীর ঋণ গ্রহণার্থে বন্ধকী দলিলে স্ট্যাম্প ও ফিস মওকুফ প্রসঙ্গে নিবন্ধন পরিদপ্তরের পত্র

সাব-রেজিস্ট্রার মিরেশ্বরাই ও তাহার স্ত্রীর ঋণ গ্রহণার্থে বন্ধকী দলিলে স্ট্যাম্প ও ফিস মওকুফ প্রসঙ্গে নিবন্ধন পরিদপ্তরের পত্র

Last Updated on 09/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নিবন্ধন পরিদপ্তর

স্মারক নং- নিপ/বিবিধ/১২২২১                     তারিখঃ ৩০/০৮/৯৯ ইং

বরাবরঃ জেলা রেজিস্ট্রার, চট্টগ্রাম।

বিষয়ঃ সাব-রেজিস্ট্রার মিরেশ্বরাই ও তাহার স্ত্রীর ঋণ গ্রহণার্থে বন্ধকী দলিলে স্ট্যাম্প ও ফিস মওকুফ প্রসঙ্গে।

সূত্রঃ তাহার স্মারক নং-২৬৬০   তারিখঃ ১১০৭-৯৯ ইং

উপরোক্ত সূত্রে বর্ণিত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাইতেছে যে, ১৯৯৩ সনের ৮ই সেপ্টেম্বর ইং তারিখের এস.আর.ও নং-১৭৮,আইন/৯৩ দ্বারা কেবলমাত্র হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন কর্তৃক প্রদত্ত গৃহ নির্মাণ অগ্রীম ঋণের ক্ষেত্রে সম্পাদিত রেহান দলিলে স্ট্যাম্প শুল্ক মওকুফের বিধান প্রযোজ্য। অন্য কোন রাষ্ট্রায়ত্ব তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুকূলে সম্পাদিত রেহান দলিলের ক্ষেত্রে স্ট্যাম্প শুল্ক মওকুফ করা যাইবে না। এই সকল ক্ষেত্রে স্ট্যাম্প আইনের ১নং তফসিলের ৪০(২) নং আর্টিকেলের বিধান প্রযোজ্য। ফিস মওকুফেরও বিধান নাই।

সংশ্লিষ্ট আবেদনকারীকে বিষয়টি অবহিত করার জন্য বলা হইল।

স্বাঃ
৩০/০৮/৯৯
(টি.আই.এম. নূরুন নবী চৌধুরী)
মহা-পরিদর্শক, নিবন্ধন,
বাংলাদেশ, ঢাকা।

স্মারক নং- নিপ/বিবিধ/১২২২১(৬০)                                                                         তারিখঃ ০৩/০৮/৯৯ ইং

অনুলিপি অবগতির জন্য প্রেরণ করা হইলঃ-

১। জেলা রেজিস্ট্রার।

স্বাঃ
৩০/০৮/৯৯
(টি.আই.এম. নূরুন নবী চৌধুরী)
মহা-পরিদর্শক, নিবন্ধন,
বাংলাদেশ, ঢাকা।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!