Last Updated on 12/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নিবন্ধন পরিদপ্তর
১৪, আব্দুল গণি রোড, ঢাকা।
পরিপত্র
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত এনাম কমিটির প্রতিবেদনে বর্ণিত সংশোধিত ‘চার্টার অব ডিউটিজ’ এবং রেজিস্ট্রেশন সারগ্রন্থের ৬ষ্ঠ খণ্ডের ২৯০,২৯৪ ও ২৯৫ অনুচ্ছেদের আলোকে নিবন্ধন পরিদপ্তরের সহকারী মহা-পরিদর্শক, নিবন্ধন এবং রেজিস্ট্রী অফিসসমূহের বিভাগীয় পরিদর্শকগণের দায়িত্ব ও কর্ম-পরিধি নিম্নরূপভাবে বিভাজন করা হইলঃ-
ক) সহকারী মহা-পরিদর্শক, নিবন্ধন; মহা-পরিদর্শক, নিবন্ধন এর প্রশাসনিক কাজ পরিচালনায় সহযোগিতা প্রদান ও গোপনীয় বিষয়ে পরামর্শ প্রদান করিবেন। পরিদপ্তরে কর্মরত আই.আর.ও. গণ কর্তৃক পরীক্ষিত ও মতামতসহ নথিসমূহ সহকারী মহা-পরিদর্শক, নিবন্ধন এর মাধ্যমে মহা-পরিদর্শক, নিবন্ধন এর নিকট উপস্থাপিত হইবে। পরিদপ্তরের কর্মচারীদের বেতন-ভাতাদি উত্তোলনে তিনি আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন করিবেন।
খ) রেজিস্ট্রি অফিস সমূহের পরিদর্শকঃ-
- জেলা রেজিস্ট্রার কর্তৃক অনুমোদনের জন্য মহা-পরিদর্শক, নিবন্ধন বরাবরে প্রেরিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ, বদলি/অকালীন বদলীর প্রস্তাবসমূহ স্ব স্ব বিভাগীয় আই.আর.ও. গণ মতামতসহ অনুমোদন প্রদানের জন্য মহা-পরিদর্শক, নিবন্ধন এর নিকট উপস্থাপন করিবেন।
- তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মহা-পরিদর্শক এর পক্ষে স্ব স্ব বিভাগীয় আই.আর.ও. গণ ব্যবস্থা গ্রহণ ও নিষ্পত্তিকরণের জন্য মতামতসহ মহা-পরিদর্শক, নিবন্ধন এর নিকট উপস্থাপন করিবেন।
- আই.আর.ও. গণ স্ব স্ব অধিক্ষেত্রাধীন জেলা রেজিস্ট্রারদের নৈমিত্তিক ছুটি মঞ্জুর, মাসিক ভ্রমণসূচী অনুমোদন এবং নিকাহ রেজিস্ট্রারগণের ইভেন্ট পাশ করার নিমিত্ত মহা-পরিদর্শক, নিবন্ধন এর নিকট উপস্থাপন করিবেন।
- আই.আর.ও. গণ স্ব স্ব অধিক্ষেত্রাধীন টি.সি. শাখার কর্মচারীদের বদলি/নিয়োগ/পদোন্নতি/অভিযোগের বিষয়েও অনুরূপভাবে দায়িত্ব পালন করিবেন এবং টি.সি. শাখার কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলের প্রাপ্যতার বিষয় এবং প্রাপ্ত হিসাব বিবরণীসমূহ যথাযথভাবে যথাসময়ে নথিতে উপস্থাপিত হইতেছে কিনা উহা তদারকি করিবেন। প্রাপ্ত নথিসমূহ পরীক্ষা-নিরীক্ষান্তে নিষ্পত্তিকরণের জন্য মহা-পরিদর্শক, নিবন্ধন এর নিকট উপস্থাপন করিবেন।
- আই.আর.ও. গণ তাহাদের স্ব স্ব অধিক্ষেত্রাধীন বাজার মূল্য তালিকা পরীক্ষা-নিরীক্ষাসহ যাচাই-বাছাই করিবেন এবং ক্ষেত্রবিশেষে বাজার মূল্য হ্রাস-বৃদ্ধির প্রয়োজন হইলে তাহাদের মতামতসহ আদেশের জন্য মহা-পরিদর্শক, নিবন্ধন এর নিকট উপস্থাপন করিবেন।
স্বাক্ষরিত
(আবু আহমেদ জমাদার)
যুগ্ম-সচিব (মতামত)
আইন ও বিচার বিভাগ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
ও মহা-পরিদর্শক, নিবন্ধন (অঃ দাঃ)
বাংলাদেশ, ঢাকা।
স্মারক নং-নিপ/৩৬৬৬(৮৬) তারিখঃ ২৯/০২/২০১২ খ্রিঃ অনুলিপি অবগতি ও কার্যক্রম গ্রহণার্থে প্রেরিত হইলঃ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)
- মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। সদয় জ্ঞাতার্থে।
- মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। সদয় জ্ঞাতার্থে।
- মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, আইন ও বিচার বিভাগ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ সচিবালয়, ঢাকা। সদয় জ্ঞাতার্থে।
- উপ-সচিব (প্রশাসন/রেজিস্ট্রেশন/বাজেট) আইন ও বিচার বিভাগ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
- সিনিয়র সহকারী সচিব, আইন ও বিচার বিভাগ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
- সিনিয়র সহকারী সচিব, আইন ও বিচার বিভাগ, বিচার শাখা-৬/৭, পরিবহন পুল ভবন, সচিবালয় লিংক রোড, ঢাকা।
- প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সিএজি ভবন, সেগুনবাগিচা, ঢাকা।
- পরিদর্শক, ঢাকা/রাজশাহী/চট্টগ্রাম/খুলনা/বরিশাল/সিলেট বিভাগীয় রেজিস্ট্রী অফিসসমূহ, নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।
- জেলা রেজিস্ট্রার (সকল)। তাহার জেলার সকল কর্মকর্তা-কর্মচারীগণকে বিষয়টি অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হইল।
- প্রশাসনিক কাম হিসাবরক্ষণ কর্মকর্তা, টি.সি. শাখা নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।
- প্রধান সহকারী, নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।
- উচ্চমান সহকারী (শাখা প্রধান), রেজিঃ শাখা নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।
- অফিস নথি।
স্বাক্ষরিত
(আবু আহমেদ জমাদার)
যুগ্ম-সচিব (মতামত)
আইন ও বিচার বিভাগ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
ও মহা-পরিদর্শক, নিবন্ধন (অঃ দাঃ)
বাংলাদেশ, ঢাকা।
Add comment