Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
রাজস্ব ভবণ, সেগুনবাগিচা, ঢাকা।
[করনীতি শাখা]
নথি নং- ০৮.০১.০০০০.০৩০.০৭.০০৫.২০১৪/৭৭ তারিখঃ- ১০/০৮/২০১৪ খ্রিঃ
বিষয়ঃ বন্ধকী সম্পত্তি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 53H ধারায় আয়কর সংগ্রহ প্রসংগে।
সূত্রঃ Bangladesh Leasing & Finance Companies Association এর বিগত ২২ জুলাই, ২০১৪ খ্রিঃ তারিখের পত্র। সূত্রস্থ পত্র পর্যালোচনান্তে কর নীতি শাখা এই মর্মে স্পষ্টীকরণ করছে যে, রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ (১৯০৮ সালের XVI নং আইন) এর ধারা ১৭ এর উপ-ধারা (১) এর ক্লজ (cc) অনুসারে বন্ধকী দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অগ্রীম আয়কর সংগ্রহ করার বিধান প্রযোজ্য হবে না।
স্বাক্ষরিত
১০/০৮/২০১৪
মোঃ জসীমুদ্দিন আহম্মদ
দ্বিতীয় সচিব (কর আইন-১)
মহা-পরিদর্শক, নিবন্ধন,
নিবন্ধন পরিদপ্তর,
১৪, আব্দুল গণি রোড, ঢাকা-১০০০।
নথি নং- ০৮.০১.০০০০.০৩০.০৭.০০৫.২০১৪ তারিখঃ- ১০/০৮/২০১৪ খ্রিঃ
অনুলিপিঃ
Mr. Asad Khan, Chairman Bangladesh Leasing & Finance Companies Association, (Sara Tower (Level-8)
11/A Toyenbee Circular Road, Motijheel, Dhaka-1000.
মোঃ জসীমুদ্দিন আহম্মদ
দ্বিতীয় সচিব (কর আইন-১)
Add comment