দলিল সম্পাদনের কত দিন পর রেজিস্ট্রির জন্য দাখিল করা যায়

দলিল সম্পাদনের কত দিন পর রেজিস্ট্রির জন্য দাখিল করা যায় ?

Last Updated on 09/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

সম্পাদনের কত দিন পর রেজিস্ট্রির জন্য দলিল দাখিল করা যায়:-

  1. রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর ধারা ২৪, ২৫ ও ২৬ এর বিধানাবলি সাপেক্ষে, উইল এবং বায়নাপত্র ব্যতিত অন্য যে কোন দলিল ঐ দলিলটি সম্পাদনের তারিখ হইতে ৩ (তিন) মাসের মধ্যে রেজিস্ট্রির জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারের নিকট দাখিল করা যায়।
  2. আদালতের ডিক্রি বা আদেশের নকলের ক্ষেত্রে ডিক্রি বা নকলের আদেশ দানের তারিখ হইতে ৩ (তিন) মাসের মধ্যে বা যেক্ষেত্রে উহা আপিলযোগ্য সেক্ষেত্রে আপিল চূড়ান্ত হওয়ার তারিখ হইতে ৩ (তিন) মাসের মধ্যে রেজিস্ট্রির জন্য রেজিস্ট্রি অফিসে দলিলটি দাখিল করা যায়।
  3. উক্ত আইনের ধারা ২৭ অনুসারে, উইল সম্পাদনের তারিখ হতে যে কোন সময়ে রেজিস্ট্রির জন্য দাাখিল করা যায়।
  4. রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর ধারা ১৭ক (২) অনুসারে, বায়নাপত্র বা বিক্রয় চুক্তি, উক্ত দলিলটি সম্পাদনের তারিখ হতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে রেজিস্ট্রির জন্য রেজিস্ট্রি অফিসে দাখিল করা যায়।

রেজিস্ট্রির জন্য দলিল গ্রহনের সময়:

রেজিস্ট্রেশন বিধিমালা, ২০১৪ এর ১১৩ নং বিধি অনুসারে, রেজিস্ট্রি অফিসে সাধারণত সকল কার্যদিবসে সকাল ১০:০০ ঘটিকা হতে বিকেল ৩:০০ ঘটিকা পর্যন্ত রেজিস্ট্রেশনের জন্য দলিলসমুহ গ্রহণ করা হয়।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!